কালা পানির মাঠ পেরুলেই জোছনার বন
যেথায় কাফিলা বৃক্ষের পাদ-দেশে বসে জোছনার হাঠ
যুবক বেছে নেয় রুপালি ডানা
জোছনার হাঠ থেকে কিনে পাওয়া রুপালি ডানায়
সফেদ শুভ্র পালক গুজছে যুবক
পাড়ি দিতে তোর দেশে জোছনা বিহার
চুরি যাওয়া সব তাঁরা বুক পকেটে নিয়েই ফিরবে
ইচ্ছে হলে তোর আকাশে ছড়িয়ে দিয়ে গুনে নিবি!
ভীষন ইচ্ছের স্বপ্ন ভেবে
বালিকা পড়ে থাকে ঘুম, ঘোরের ভেতর
মৌনতার ডানা ঝাপটায় যুবক
ফেলে আসে পালক, সফেদ শুভ্র; শুদ্ধতার…
হুম।
হুম।
হুম…
হুম…
(No subject)
:ভাবতেছি: :ভাবতেছি: :ভাবতেছি:
(No subject)
:চশমুদ্দিন:
চুরি যাওয়া সব তাঁরা বুক
— ভালো হয়েছে ।