প্রথমেই বলে নেই এটা গডফাদার trilogy নিয়া লেখা কোন পোস্ট না…শুধুমাত্র মাইকেল করলিওনির সাম্রাজ্যের উপর করা গডফাদার ৩ নিয়ে আমার একান্ত কিছু ভাবনা ।
প্রথমেই বলে নেই এটা গডফাদার trilogy নিয়া লেখা কোন পোস্ট না…শুধুমাত্র মাইকেল করলিওনির সাম্রাজ্যের উপর করা গডফাদার ৩ নিয়ে আমার একান্ত কিছু ভাবনা ।
Godfather 3 ছিল গডফাদার trilogy এর সবচেয়ে কম জনপ্রিয় মুভি… এতে অতি অদভুত ভাবে কিছু ভুল ও ছিল। যা গডফাদার trilogy এর সবচেয়ে বেমানান বিষয়। সবচেয়ে বড় ভুল হিসাবে এখনও যেটাকে ধরা হয় তা হল মাইকেল মেয়ে চরিত্রে কাস্টিং। যাকে নেয়া হয়েছিল তিনি ছিলেন মুভির পরিচালক বিখ্যাত মুভি ডিরেক্টর Francis Ford Coppola সাহেবের মেয়ে Sofia Coppola । এ ছাড়া মুভির বেশির ভাগ শিল্পীরাই ছিলেন পরিচালকের দুরের বা কাছের রিলেটিভ… যেমন কনি করলিওনি রোলে ছিলেন পরিচালকের আপন ছোট বোন। রোটেন টম্যাটো তে ৬৮% রেটিং পাওয়া এ চলচিত্র গডফাদার trilogy এর সবচে্য়ে weakest মুভি হওয়া সত্তেও ৭টা একাডেমি পুরস্কারের জন্য মননিত হয়েছিল কিন্তু ১ টাও পায়নি। এবং এটাই একমাত্র চলচিত্র যাতে আল পাচিনো বেস্ট এ্কটর হিসাবে অসকার এর জন্য মননীত হয়নি। কেননা এর আগের দুটোতে সে বেস্ট একটর হিসাবে অসকার মনোনয়ন পেয়েছিল এবং ২য় মুভির জন্য বেস্ট একটর পুরস্কার পেয়েছিল।
এখন আমার কথায় আসি। আমি আল পাচিনোর মুভি প্রথম দেখি ক্লাস ৭ পড়ার সময়। সেটা ছিল এই গডফাদার ৩। আমার কিছু মুভি খোর আপু আর ভাইয়া ছিল… তাদের সঙ্গে বসে প্রথম যখন এই জিনিস দেখলাম তখন প্রায় কিছুই বুঝতে পারিনি। তবে সেই বাচ্চা বয়সে যেটা চোখে লেগেছিল টা হল ভিনসেন্ট এর প্রচন্ড রাগ আর ম্যারির ন্যাকামি… আর একটা বিষয় খুব কষ্ট লাগসিল যে বুইড়া লোকটা এমনে কাঁদল… আমার এর পর প্রায় এক সপ্তাহ মন খারাপ ছিল। বেচারার মেয়েটা কে এমনে মেরে ফেলল… খুব কষ্ট পাইছিলাম ।আমি কি আর তখন জানতাম যে গড ফাদার ৩ পুরোটাই আসলে মাইকেলের কান্না। এক জন মানুষ যে তার পরিবার কে অনিবার্য ধ্বংসের হাত থেকে বাচাতে এমন এক চেয়ারে বসে যেখানে বসে যেখানে বসে সে শুধুমাত্র একজন বিখ্যাত এবং ভয়াবহ মাফিয়া সাম্রাজ্যের অধীশ্বর হতে পারবে কিন্তু তার মুল্যটা দিতে হবে খুব চরম ভাবে। তার কাছে তার পরিবার সবচেয়ে গুরুত্তপূর্ণ ,তাই তাকে ভুলে যেতে হবে সে একজন বিশস্ত ও চমৎকার স্বামী , তাকে ভুলে যেতে হবে সহজ সরল এবং চমৎকার মনের কোন মানুষ তার ভাই , তাকে ভুলে যেতে হবে তার ফুটফুটে চমৎকার দুটো সন্তানের কথা, সরবোপরি এক জন নিস্পাপ সৎ ও চমৎকার মনের মানুষ থেকে তাকে হয়ে যেতে হবে এক জন মায়ামমতাহীন ধূর্ত ঠাণ্ডা মাথার খুনি যে তার সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য সব কিছু করতে পারে। সে যে চেষ্টা করেনি তা নয়, সে অনেক চেষ্টা করেছে কিভাবে পরিবারের ঐতিহহ তার মাফিয়া সাম্রাজ্য বজায় রেখে্ একজন মানুষ হিসাবে তার দায়িত্ব পালন করা যায় তা খুজে বের করতে। কিন্তু দিন শেষে ভাগ্যের নিরমম পরিহাসে সে তো কোন পথ পায়নি উল্টো যাদের রক্ষা করতে সে অন্ধকারের মানুষ হয়ে গিয়েছিল তাদের দ্রিষ্টিতে সে হয়ে গেল একজন অন্ধকারের ভয়াবহ কোন জীব যাকে স্বামী বা পিতা হিসাবে নয়, ভয় করতে হয় কল্পনার অতীত কোন প্রাণী হিসাবে। ম্যারিকে কোলে নিয়ে মাইকেলের বুক ফাটা চিৎকার শুধু একজন পিতার কান্না নয়, বিধাতার আজিব খেলার কাছে একজন সব হারানো মানুষের হ্রিদয়ের অন্তস্থল থেকে আসা অসীম অভিযোগও বটে।
The Godfather Part III -www.imdb.com/title/tt0099674/
download- yify-torrents.com/movie/The_Godfather_Part_III_1990
(No subject)
:ফুল:
আপনে আমার ইসটিসনের প্রথম
আপনে আমার ইসটিসনের প্রথম মন্তব্যকারী
… কমেন্টানোর লাইগা ট্রাক ট্রাক :ধইন্যাপাতা: লন উইথ :গোলাপ: … 😀
তাই ??? ভালো লাগছে প্রথম
তাই ??? ভালো লাগছে প্রথম মন্তব্যকারী হতে পেরে ।
চলচ্চিত্র বিষয়ে আপনার কাছ থেকে আরও মূল্যবান লেখা পাবো সে আশায় থাকলাম ।
অবশ্যই…
অবশ্যই… :ফুল: :ফুল: :বুখেআয়বাবুল:
আপনার পোস্ট পড়ে বইটার কথা মনে
আপনার পোস্ট পড়ে বইটার কথা মনে পড়ে গেল , ভালো লাগা একটা বই ‘ গড ফাদার ‘
আর মুভি হিসেবে ‘ গড ফাদার ১ ২ ‘ দেখছি , ৩ দেখি নাই
যদিও ১ আর ২ এর চেয়ে ৩ নম্বরটা
যদিও ১ আর ২ এর চেয়ে ৩ নম্বরটা একটু কম জনপ্রিয় এবং এই গল্পটা মুল বইয়ে ছিল না, তারপরেও ৩ নাম্বারটার একটা আলাদা মাধুর্য আছে, একটা সাম্রাজ্য রক্ষা করতে গিয়ে একজন মানুষ তার জীবনে ঠিক কত টুকু ত্যাগ স্বীকার করতে পারে, এই মুভি না দেখলে বোঝা যাবে না… মুভিটা অবশ্যই দেখবেন… আর মন্তব্যের জন্য অনেক অনেক :ধইন্যাপাতা: …
গডফাদার – ৩ দেখা হয়নি।
গডফাদার – ৩ দেখা হয়নি। সংগ্রহে আছে। দেখতে হবে।
অবশ্যই দেখবেন এবং যত দ্রুত
অবশ্যই দেখবেন এবং যত দ্রুত সম্ভব দেখবেন।আল পাচিনো বসের এক অসম্ভব সুন্দর ও চমৎকার কাজ… মন্তব্যের জন্য ধন্যবাদ… :ফুল:
গড ফাদার ১, ২, ৩ সবগুলোই
গড ফাদার ১, ২, ৩ সবগুলোই দেখেছি কয়েকবার করে| আমার সংগ্রহে তিনটাই আছে| গড ফাদার চরিত্রের দুই প্রজন্মের চরিত্রায়নে আমরা পাই মার্লো ব্র্যান্ডো, রবার্ট ডি নিরো এবং আল পাচিনোর মত তিন শক্তিমান অভিনেতাকে| এনারা তিনজনই আমার সবচেয়ে প্রিয় অভিনেতাদের অন্যতম| এন্ডি গার্সিয়ার সাথে পরিচয় গড ফাদার-৩ এর হাত ধরেই| সুদর্শন এবং বেপরোয়া এক উচ্চাভিলাসী ক্যাসানোভার চরিত্রে তাকে দারুন মানিয়েছিল| তবে গড ফাদার-৩ সম্পর্কে আপনার দেয়া তথ্যগুলো জানা ছিল না| সবকিছুর পরেও এক মহা পরাক্রমশালী ব্যাক্তির অন্তরালে সব হারানোর চিন্তায় ব্যাকুল একজন মানুষ আর একজন ভেঙ্গে দুমরে যাওয়া অসহায় পিতার চরিত্রে আল পাচিনোর অভিনয় অনবদ্য ছিল সেটা মানতেই হবে|
বিশেষ করে শেষ দৃশ্যটা যেঁ কোন
বিশেষ করে শেষ দৃশ্যটা যেঁ কোন মানুষের পক্ষে মেনে নেয়া খুবই কষ্টকর… :ভাঙামন: স্রস্টাকে বলতে মন চায় যেঁ সে কি এতোই বড় পাপী যেঁ তার শাস্তি এতটা ভয়াবহ হতে হবে…
কমেন্টের জন্য অশেষ ধন্যবাদ… :ধইন্যাপাতা:
আপনার সাথে সম্পূর্ণ একমত|
আপনার সাথে সম্পূর্ণ একমত| আমার মেনে নিতে খুব কষ্ট হয়| তথ্যবহুল পোস্টের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ|
(No subject)
:মাথাঠুকি: :ভাঙামন: :ফুল: :ধইন্যাপাতা:
বিশেষ করে শেষ দৃশ্যটা যেঁ কোন
বিশেষ করে শেষ দৃশ্যটা যেঁ কোন মানুষের পক্ষে মেনে নেয়া খুবই কষ্টকর… :ভাঙামন: স্রস্টাকে বলতে মন চায় যেঁ সে কি এতোই বড় পাপী যেঁ তার শাস্তি এতটা ভয়াবহ হতে হবে…
কমেন্টের জন্য অশেষ ধন্যবাদ… :ধইন্যাপাতা:
সর্বকালের সব কটি সেরা মুভির
সর্বকালের সব কটি সেরা মুভির লিস্টেই ৩ এর ভিতরে আছে গডফাদার…
ব্রান্ডো, পাচিনো বা নিরোর কোন তুলনা হয় না!!
ধন্যবাদ জাবরকাটার সুযোগ করে দেয়ার জন্যে… :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা:
বিশেষত এর গল্পের ব্যাপকতা,
বিশেষত এর গল্পের ব্যাপকতা, চরিত্রের গভীরতা ও অভিনয়ের অনন্য অসাধারণ উদাহারন একে সর্বকালের সেরা মুভিলিস্টে রেখেছে… :থাম্বসআপ: এক কথায় মাইন্ডব্লোয়িং… :মাথানষ্ট:
জাবর কাটার সুযোগ করে দিতে পেরেছি শুনে… :নৃত্য: ভালো থাকবেন
গডফাদার !! । !! সিরম এক
গডফাদার !! :ভালুবাশি: :ভালুবাশি: । !! সিরম এক খান মুভি । যদিও ৩ দেখি নি । তবে দেখে নিব শিঘ্রহি
দেখা হয়েছিল মোশফেক ভাই…
দেখা হয়েছিল মোশফেক ভাই… :চিন্তায়আছি: :চিন্তায়আছি: জানতে ইচ্ছা করে… :ভাবতেছি: :-B :আমারকুনোদোষনাই:
(No subject)
:-B :-B :-B
(No subject)
:গোলাপ: :গোলাপ: