নবীন লেখক সত্যজিত্ কাঞ্জিলাল এর দশটি ছোটগল্পের সংকলন “ব্রাহ্মমুহুর্ত” এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে। গল্পগুলিতে উঠে এসেছে মুক্তিযুদ্ধ, মৌলবাদ, শ্রেণীসংগ্রাম, ১৩ সালের গনজাগরন সহ মুক্তচিন্তার অনেক কথা। গল্পের ছলে এত সহজ করে যে এই কঠিন কঠিন কথা বোঝানো যায় তা এই তরুণ লেখকের বইটি পড়লে বুঝতে পারা যায় । বইটি প্রকাশ করেছে বিশ্বসাহিত্য ভবন। বইমেলার ৩৬০, ৩৬১ এবং ৩৬২ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে। দাম (কমিশন ব্যাতীত) ১৫০ টাকা। ময়মনসিংহে বইটি পাওয়া যাচ্ছে “ক্যমেরা ঘর”, অলকা নদীবাংলা কমপ্লেক্স (দ্বিতীয় তলা)। আসুন আমরা এই নবীন লেখককে উত্সাহিত করি।
একই প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে ড: রতন সিদ্দীকির রচনাসমগ্র -১। বইটির মূল্য ৭০০ টাকা (কমিশন ব্যতীত)।
কেনার ই্চছে কিন্তু ঘরে বই
কেনার ই্চছে কিন্তু ঘরে বই রাখার যায়গা নেই। হায়।
ami kinbo
ami kinbo
বইটির মূল্য ৭০০ টাকা !!! অনেক
বইটির মূল্য ৭০০ টাকা !!! অনেক দাম!
আমারও একই কথা।
আমারও একই কথা।