কিছু মানুষ ফোন ধরেই এমন কণ্ঠে হ্যালো বলে যেন পুরা দুনিয়া উল্টে যাচ্ছে । আমার মা সেই মানুষদের একজন । যদিও পরের বাক্য শুনেই বোঝা যায় ঘটনা মোটেই গুরুতর কিছু নয় । আর কিছু মানুষ অত্যন্ত সুন্দর কণ্ঠে হ্যালো বলিয়া ব্যাপক বিরক্তিকর আলাপ শুরু করে দেয়, specially যখন ব্যস্ত থাকি । আর তো ‘তার’ হ্যালো … সেইটা শুনবার অপেক্ষায় থাকি । কিন্তু গত কয়েকদিন ধরে আমি যখন ফ্রি তখন সে কোন এক ঝামেলায় ,আর সে যখন ফ্রি তখন আম্মা আমারে কোন একটা অতি গুরুত্বপূর্ণ কাজ দিবে এই অবস্থা । অনেকরকম হ্যালোই শুনা লাগে । যাই হোক , টমাস আলভা এডিসন আঙ্কেলকে ধন্যবাদ হ্যালোকে টেলিফোনে প্রচলিত করার জন্য ।
জয় হ্যালো ।
হ্যালো – ও – !!!!!!!!!
হ্যালো – ও – !!!!!!!!!
ভাই প্রথমত এই ব্লগে লিখার
:মানেকি: ভাই প্রথমত এই ব্লগে লিখার কিছু নিয়ম আছে আপনি প্রথম পাতায় ২ এর অধিক পোষ্ট দিয়ে সেই হিসেবে নিয়ম ভঙ্গ করেছেন দ্বিতীয়ত এটা ব্লগ এই ব্যাপারটা মাথায় রাখবেন ফেসবুক জাতীয় স্ট্যাটাস পোষ্ট দিবেন না আশা করি ।। স্বাগতম আপনাকে আমাদের যাত্রায় আসা করি এক সাথে প্রাণে প্রাণ মেলাবো …… :ফুল: সর্বোপরি নিয়ম কানুন মেনে চলবেন বলেই আমার বিশ্বাস …… :বুখেআয়বাবুল:
আসলে নিয়মগুলা পোস্ট করে ফেলার
আসলে নিয়মগুলা পোস্ট করে ফেলার পরে দেখেছি। তাই ভুল হয়ে গেছে।
ইস্টিশনে স্বাগতম।
ইস্টিশনে স্বাগতম।
ধন্যবাদ
ধন্যবাদ
(No subject)
:গোলাপ: :গোলাপ: :গোলাপ: