ক্ষুধার্ত উদ্বাস্তের মত
আমি চাঁদের দিকে তাকিয়ে থাকি
এ যেনো চাঁদ নয়-ধুকে ধুকে ঝুলে থাকা জীর্ণ এক ফালি গনতন্ত্র,
আমি চাঁদের মাঝে গনতন্ত্রকে দেখি।
একরাশ অন্ধকারে জীবন যখন স্রোতস্বিনী নদীর মতন বহমান
তখন খয়রাতি জোৎস্নার আলোয় শুভঙ্করের ফাঁকি
আমি সে আলোও চেটে পুটে খাই
নিজেকে তখন শুকর মনে হয়
আমি ক্ষুধার্ত শুকর হয়ে যাই।
আর কতকাল? আর কতকাল ধার করা গনতন্ত্রে পিষ্ট হবে বিধ্বস্ত যুবকের বুক?
আর কতকাল?আর কতকাল পূর্ণিমাদের সম্ভ্রম কেড়ে ভোগ করা হবে গনতন্ত্রের স্বাদ?
আর কতকাল?আর কতকাল ধর্মব্যবসায়ীদের হাতে ধর্ষণ হবে বাক স্বাধীনতার?
রাস্তায় পরে থাকবে রাজীবদের লাশ?
হায়েনার থাবায় ক্ষতবিক্ষত হবে হুমায়ুন আজাদ?
স্বদেশ ছেড়ে দেশান্তরি হবে তসলিমারা?
আমি আমার জন্মভূমিতে শুকর হয়ে নয়,
মানুষ হয়ে বাঁচতে চাই।
আপনি কি এই পেজটা প্রোমট করতে
আপনি কি এই পেজটা প্রোমট করতে পারবেন একটুঃ
https://www.facebook.com/pages/Let-Taslima-Nasrin-and-Daud-Haider-Back-in-Bangladesh/270391093115085?ref=hl
দেখবো। তবে এই ধরনের ইভেন্ট বা
দেখবো। তবে এই ধরনের ইভেন্ট বা পেজ কিছু সময়ের গরম কফির পেয়ালার মত।ঠান্ডা হয়ে গেলেই বিস্বাদ হয়ে যায়।
কবিতা সম্পর্কে কোনো মন্তব্য করলে খুশি হতাম।
কবিতায় যেনো মনের কথাই বলে
কবিতায় যেনো মনের কথাই বলে গেলেন :গোলাপ:
যা মুখ ফুটে বলা যায়না তা
যা মুখ ফুটে বলা যায়না তা কবিতায় বলা খুব সহজ।
ভালো হয়েছে। থ্যাংকস
ভালো হয়েছে। থ্যাংকস 😀 :বুখেআয়বাবুল:
আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আমি আমার জন্মভূমিতে শুকর হয়ে
চমৎকার লাগলো… :থাম্বসআপ: :থাম্বসআপ:
অসংখ্য ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ। :গোলাপ: :গোলাপ: :গোলাপ:
ভাল হয়েছে দাদাভাই…….
ভাল হয়েছে দাদাভাই……. :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
ধন্যবাদ প্রিয় খাজা ভাই।
ধন্যবাদ প্রিয় খাজা ভাই।
:থাম্বসআপ
:থাম্বসআপ :থাম্বসআপ: :গোলাপ: :ধইন্যাপাতা: :ফুল:
ধন্যবাদ রিয়ন ভাই।
ধন্যবাদ রিয়ন ভাই।
অসাধারণ লিখছেন ভাই।
অসাধারণ লিখছেন ভাই।
ধন্যবাদ শাহিনভাই।
ধন্যবাদ শাহিনভাই। :গোলাপ: :গোলাপ: :গোলাপ:
রাস্তায় পরে থাকবে রাজীবদের
— :salute:
ধন্যবাদ তারিক ভাই।
ধন্যবাদ তারিক ভাই।
(No subject)
:bow: :bow: :bow:
চমৎকার
চমৎকার :থাম্বসআপ:
ধন্যবাদ সিফাত ভাই।
ধন্যবাদ সিফাত ভাই।
পড়লাম এবং ধন্যবাদ। মননশিলতাকে
পড়লাম এবং ধন্যবাদ। মননশিলতাকে শ্রদ্ধা আর লেখকের জন্যে শুভেচ্ছা!!
ধন্যবাদ লজিক্যাল ভাই।
ধন্যবাদ লজিক্যাল ভাই।
আপনাকেও।
আপনাকেও। :bow: :bow: :bow: :bow: :bow:
(No subject)
:বুখেআয়বাবুল: :বুখেআয়বাবুল: :বুখেআয়বাবুল:
(No subject)
:নৃত্য: :নৃত্য: :নৃত্য: :নৃত্য: :নৃত্য:
(No subject)
:নৃত্য: :নৃত্য: :নৃত্য: :নৃত্য: :নৃত্য:
লেখা পড়ে ভাল লাগল। আরও ভাল
লেখা পড়ে ভাল লাগল। আরও ভাল লিখবেন, এই প্রত্যাশা করি।
ধন্যবাদ আইজুদ্দিন ভাই।
ধন্যবাদ আইজুদ্দিন ভাই।
ভাল লাগা রেখে গেলাম
ভাল লাগা রেখে গেলাম :ফুল: :ফুল:
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমি আমার জন্মভূমিতে শুকর হয়ে
অসাধারন লিখেছেন ভাই… :bow: :bow: :bow: :থাম্বসআপ: :থাম্বসআপ: :ফুল: :বুখেআয়বাবুল:
এতদিনপর?আসেন ভাই বুকে আসেন
এতদিনপর?আসেন ভাই বুকে আসেন :বুখেআয়বাবুল: :বুখেআয়বাবুল: :বুখেআয়বাবুল: :বুখেআয়বাবুল:
আমি আমার জন্মভূমিতে শুকর হয়ে
আমি আমার জন্মভূমিতে শুকর হয়ে নয়,
মানুষ হয়ে বাঁচতে চাই।
ভালো লাগলো।