গতকাল মন্টু মামা আসিয়াছেন সুদূর ভালুকা(ময়মনসিংহ) থেকে। আজ দ্বি-প্রহরে কুশল বিনিময় সহ বেশ কিছু জরুরী বিষয়াদি নিয়ে কথপোকথন হইল। অধম নিজের মত করিয়াই সারাংশ টুকুন নিম্নে তুলিয়া ধরিবার চেষ্টা করিল।
গতকাল মন্টু মামা আসিয়াছেন সুদূর ভালুকা(ময়মনসিংহ) থেকে। আজ দ্বি-প্রহরে কুশল বিনিময় সহ বেশ কিছু জরুরী বিষয়াদি নিয়ে কথপোকথন হইল। অধম নিজের মত করিয়াই সারাংশ টুকুন নিম্নে তুলিয়া ধরিবার চেষ্টা করিল।
কথা প্রসঙ্গে মন্টু মামা কুমির চাষ-বাসের ব্যাপক আগ্রহ প্রকাশ করিলেন। বলিলাম, খাল কাটিয়া কুমির আনয়ন প্রকল্প শুরু করেন। ফাটিয়ে দিন। গুরুত্ব সহকারে পুর্নাংগ বয়ান ঝাড়িতে বলিলেন। বলিলাম, জিয়া সাহেব কিংবা গোলাপী ম্যাডামের নাম লইয়া খাল কাটিতে হইবে। আর আমজনতা সহ বাকি দল গুলোকে দলাদলি করিয়া তীব্র সমালোচনার সর্বোত্তম বাক-স্বাধীনতা প্রধান করিতে হইবে। শুধু খালটাই পয়সা খরচ করিয়া কাটিতে হইবে। উৎসুক কেউ খাল কাটিয়া দিতেও রাজি থাকিতে পারে। ইহাতে হয়তো খাল কাটিবার পয়সাও বাঁচিয়া যাইবে। বিএনপিকে দিয়া খাল কাটাইয়া নিলে বেশ বুদ্ধি মানের কাজ হইলেও হইতে পারে। ফাউ কুমির পাইবার স্বপ্নও জারি রাখিতে পারেন, অল্প পুঁজিতেই হইয়া যাইবে আশা রাখি। প্রয়োজনে রাজনৈতিক ষড়যন্ত্র করিয়া হইলেও আপনার খালে কুমির আসিবেই আসিবে। কুমিরেরও লাজ আছে, সে এত্ত সমালোচনা কিংবা নীল নকশার বলি হইয়া স্বেচ্ছায় সুরসুর করিয়া দল বাঁধিয়াই হাজির হইবে। ইহারা হিংস্র আবাল জলজ পশু হইতে পারে তবে এহাদের ইজ্জত বলিয়া একটা ব্যাপার আছে। ইজ্জত রাখিতে বলির পাঠা হইতে মোটেও পিছপা হইবেনা। আমাদিগের নেতারা আবার উলটো। যতই সমালোচনার ঝড় তুলিয়া তুলো ধুনো করুন, ইহারা প্রয়োজনে গন্ডারের চামড়া সুদূর আফ্রিকা থেকে আনয়ন করিয়া শরীরময় জড়াইয়া রাখিবে। তথাপি যদি আপনার তীক্ষ্ণ সমালোচনা সেই আরোপিত চামড়াকেও ভেদ করিয়া তাহার স্বীয় চামড়ায় আঘাত হানে তবে তাহারা মিছে সুরসুরি কিংবা চর্মরোগ ভাবিয়া এড়াইয়া যাইবেন। কিংবা আপনাকে হাসাইবার চেষ্টা নিবেন, যেন প্রমাণ করিতে পারেন আপনি বেশ সুখেই দিন যাপন করিতেছেন। না বুঝিয়া কিংবা বিবেক বিসর্জন দিয়া কিছু তৈল পাপী ইহাদের গুনগানের নিমিত্ত আপনার সমালোচনার এইরূপ প্রত্তুতর দিবেন যে আপনি প্রচন্ড ক্ষোব চাপিয়া গিয়া হাসিতে ফাটিয়া পড়িবেন। আপনি সু-বিবেচক, অহেতুক লাফিং গ্যাসের অপচয়েও ভীষণ নারাজ।
মন্টু মামা কহিল, জয়তু বাংলার রাজনীতি। জয়তু কুমির খামার। অধম কেন যেন আর কোন বাক্য অপচয়ের কার্যকারন দেখিলনা। মুচকি একটা হাসি আঁকিয়া প্রসঙ্গ পাল্টাইল!
জয়তু বিশ্ব বিবেক | জয়তু বাংলা, বাংলাদেশ।
চরম দিয়েছেন মামু
চরম দিয়েছেন মামু
হে হে… ধন্যবাদ…
হে হে… ধন্যবাদ…
ভালা একখান বুদ্ধি দিলেন মামা।
ভালা একখান বুদ্ধি দিলেন মামা। পুরাই চরম।
ভাল লাগছে মামা…
ভাল লাগছে মামা…
ধন্যবাদ আশরাফুল…
ধন্যবাদ আশরাফুল…
ধন্যবাদ পিপীলিকা…
ধন্যবাদ পিপীলিকা…
এই মুহুর্তে প্রথম পাতায় আপনার
এই মুহুর্তে প্রথম পাতায় আপনার তিনটি পোস্ট থাকায় ফ্লাডিং এর আওতায় এই পোস্টটি প্রথম পাতা থেকে সরিয়ে দেওয়া হোল। আশা করছি ভবিষ্যতে ইস্টিশন বিধিয়ানুযায়ি ব্লগে পোস্ট দেবেন। ধন্যবাদ।
-ইস্টিশন কর্তৃপক্ষ