নাম শুনে হয়তোবা বুঝতে পারছেন কার সম্পর্কে লিখছি। হ্যাঁ বঙ্গবীর কাদের সিদ্দিকী। এইখানে আমি শুধু তাঁর সম্পর্কে নতুন করে কিছু লিখবো না। শুধু তাঁর বিভিন্ন সময়ে দেওয়া বক্তব্যগুলো তুলে ধরবো। অন্যতম বক্তব্যসমূহ নিম্নরুপঃ
বিএনপিকে ‘খাছিলত’ বদলানোর পরামর্শ কাদের সিদ্দিকীর
নাম শুনে হয়তোবা বুঝতে পারছেন কার সম্পর্কে লিখছি। হ্যাঁ বঙ্গবীর কাদের সিদ্দিকী। এইখানে আমি শুধু তাঁর সম্পর্কে নতুন করে কিছু লিখবো না। শুধু তাঁর বিভিন্ন সময়ে দেওয়া বক্তব্যগুলো তুলে ধরবো। অন্যতম বক্তব্যসমূহ নিম্নরুপঃ
বিএনপিকে ‘খাছিলত’ বদলানোর পরামর্শ কাদের সিদ্দিকীর
জামায়াতের নিবন্ধন ও দাঁড়িপাল্লা বাতিলের দাবি জানালেন কাদের সিদ্দিকী
স্বীকৃত যুদ্ধাপরাধীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করুন: কাদের সিদ্দিকী
রায় জামায়াতের সঙ্গে আঁতাতে: কাদের সিদ্দিকী
উপরোক্ত কথাটি বলেছিলেন কাদের মোল্লার রায়ের ঠিক কয়েকদিন পরই। তারিখটা ৯ ফেব্রুয়রি। তিনি এও বলেন
কাদের সিদ্দিকী বলেন, “সরকার আবার ক্ষমতায় যাওয়ার জন্য জামায়াতের সঙ্গে আপস করে কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।”
তিনি ময়মনসিংহের ভালুকায় ৭ ডিসেম্বর ২০০৫ বলেছিলেন জ়েএমবি হরকাতুল জিহাদের বাবা হচ্ছে জামায়াত।
অতঃপর তার বিখ্যাত উক্তি
“কে মালিক, কে শ্রমিক, তা আমার দেখার বিষয় নয়। আমার কাছে আমার বক্তব্যই মূল,” বলেন তিনি।
আর বিডিনিউজে শিরোনাম ছিল দিগন্ত টিভিতে ‘স্বচ্ছন্দ’ কাদের সিদ্দিকী
শেষে তার পরিবার থেকেই শুনতে হয় ধিক্কার।পরিবারেই ধিক্কার কাদের সিদ্দিকীকে
তাঁর ভাই লতিফ সিদ্দিকী বলেন,
আমি সংসদে ঘোষণা দিচ্ছি যে একাত্তরে সে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল সেটা ছিল জীবন রক্ষার জন্য, বঙ্গবন্ধুর আদর্শের জন্য বা দেশের মানুষের মুক্তির জন্যে নয়। ৭৫-এ যে অস্ত্র তুমি হাতে নিয়েছিলে তা প্রতিরোধের জন্য নয়, তোমার জীবন রক্ষার জন্যে। তোমাকে ধিক্কার, তোমাকে ধিক্কার।
কাদের সিদিক্কী… এক পচে
কাদের সিদিক্কী… এক পচে যাওয়া মুক্তিযোদ্ধার নাম… :মাথাঠুকি: :ক্ষেপছি:
কাদের সিদ্দিকী… ৭১কে কলংকিত করা এক ঘেঁটুপুত্রের নাম… :ভাবতেছি: :ক্ষেপছি:
এরকম কাদের অনেকেই আছে ।
এরকম কাদের অনেকেই আছে । :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথানষ্ট: :মাথানষ্ট:
(No subject)
:মাথাঠুকি: :মাথাঠুকি: :ক্ষেপছি:
কাদের সিদিক্কী… এক পচে
…. :থাম্বসআপ: :থাম্বসআপ: :ক্ষেপছি: :ক্ষেপছি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথানষ্ট: :মাথানষ্ট:
—————————–
:ভাবতেছি:
—————————————————
শক্ত হাতে ধর হাল,
পাড়ি দিতে হবে অনন্ত পথ দূর পারাবার।…….
http://www.facebook.com/sbuchchhwas