স্যুট-টাই পরা এক ভদ্রলোক গাড়ির চাকা বদল করছেন।
এবার মুহূর্তটা বিশ্লেষণ করি…
লোকটা নিজের কাজ নিজে করতে পছন্দ করে। সমস্যা কি ! নিজের গাড়ি, নিজের চাকা। তারা তারাই তো। খামোখাই ঝামেলা করে লাভ কি ! লোক খোঁজ কর অথবা গ্যারেজ খোঁজ কর… ইত্তাদি… তার চেয়ে বরং …
কয়েকজন লোক এই পরিস্থিতিকে বিনোদন হিসেবে নেবে। আশে-পাশে লোকজন হাসাহাসি, কানাকানি করবে। দারিয়ে দেখবে, তারপর চলে যাবে। আশে-পাশের গাড়ি, রিক্সা, সাইকেল থেকেও দেখে সবাই।
এই শালা একটা কিপটা। হারামজাদা টাকা খরচ করার ভয়ে নিজে কাজ করে। এই কাজটা যদি অন্য কাউকে দিয়ে করাতো। কিছু টাকা ইনকাম হত বেচারার।
স্যুট-টাই পরা এক ভদ্রলোক গাড়ির চাকা বদল করছেন।
এবার মুহূর্তটা বিশ্লেষণ করি…
লোকটা নিজের কাজ নিজে করতে পছন্দ করে। সমস্যা কি ! নিজের গাড়ি, নিজের চাকা। তারা তারাই তো। খামোখাই ঝামেলা করে লাভ কি ! লোক খোঁজ কর অথবা গ্যারেজ খোঁজ কর… ইত্তাদি… তার চেয়ে বরং …
কয়েকজন লোক এই পরিস্থিতিকে বিনোদন হিসেবে নেবে। আশে-পাশে লোকজন হাসাহাসি, কানাকানি করবে। দারিয়ে দেখবে, তারপর চলে যাবে। আশে-পাশের গাড়ি, রিক্সা, সাইকেল থেকেও দেখে সবাই।
এই শালা একটা কিপটা। হারামজাদা টাকা খরচ করার ভয়ে নিজে কাজ করে। এই কাজটা যদি অন্য কাউকে দিয়ে করাতো। কিছু টাকা ইনকাম হত বেচারার।
এমনও হতে পারে ভদ্রলোক ফেসে গেছেন। উপায় না দেখে নিজেই কাজ করতে হচ্ছে। হয়তো ড্রাইভারের সমস্যা কিংবা নিজের কোন জরুরী প্রয়োজনে ভদ্রলোক নিজেই গাড়ি নিয়ে বের হলেন।
……………………………
যে কোন কাজ আমরা কেমন আঙ্গিকে নেই অথবা কিরকম চিন্তাভাবনা করি তা আমাদের ব্যাপার। অনুকূল চিন্তা করলে ঘটনা অনুকুলে, প্রতিকূল চিন্তা করলে ঘটনা প্রতিকুলে।
যা দেখলাম, চিন্তা-ভাবনাকে অনেকাংশে প্রাধান্য দিতে হয়।
ভাল।
ভাল।
(No subject)
:ভালাপাইছি: