অচেণা হয়ে যায় চেনা শহর
অচেণা হয়ে যাও তুমি
অচেণা হয়ে যায় দু-জোড়া ঠোঁটের
নিরলস মাখা মাখি।।
অচেণা হয়ে যায় চেনা বিছানা
অচেণা গায়ের চাদর
অচেণা হয়ে যায় নিরব রাতের
তোমার চেনা আদর।।
অচেণা হয়ে যায় চেনা হৃদস্পন্দন
অচেণা অনুভূতি
অচেণা হয়ে যায় ক্লান্ত দেহের
শ্রান্ত লুটোপুটি।।
অচেণা হয়ে যায় চেনা পৃথিবী
অচেণা হয় দুটি প্রাণ
অচেণা তোমার শেনদৃষ্টির
অতৃপ্ত অভিমান।।
(No subject)
:থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
(No subject)
:গোলাপ: :গোলাপ: :গোলাপ:
খুব ভাল লাগল।
একটা ব্যাপার
খুব ভাল লাগল। :ফুল:
একটা ব্যাপার “অচেণা” বানানে “ণ” দিয়ে কি বিশেষ কিছু বুঝিয়েছেন।
কোনো ব্যাপার নাই। “ণ”টা কেমনে
কোনো ব্যাপার নাই। “ণ”টা কেমনে খাড়া হইয়া আছে দেখেন।দেখতে কত সৌন্দর্য লাগতেছে।তাইনা?
ওহ আচ্ছা প্রথমে খেয়াল করি
ওহ আচ্ছা :হাহাপগে: প্রথমে খেয়াল করি নাই… :মাথাঠুকি: তবে সুন্দর লাগতেছে… :হাহাপগে:
(No subject)
:মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :হাহাপগে: :হাহাপগে: :হাহাপগে:
ইয়ে মানে, খাড়া কথাটা কেমন
ইয়ে মানে, খাড়া কথাটা কেমন জানি শোনায়… :খাইছে: :দেখুমনা: :আমারকুনোদোষনাই:
(No subject)
:তালিয়া: :তালিয়া: :তালিয়া:
(No subject)
:গোলাপ: :গোলাপ: :গোলাপ: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা:
চরম লিখেছেন
চরম লিখেছেন :থাম্বসআপ:
(No subject)
:গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা:
(No subject)
:ভেংচি: :লইজ্জালাগে:
(No subject)
😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 😀 :কেউরেকইসনা: :কানতেছি:
অসাধারন মেরেছেন
অসাধারন মেরেছেন দাদাভাই,লা-জবাব কবিতা।অসাধারন।আরো চাই। ♥♥♥
লজ্জা পাইলাম রাজু দা।আপনার
লজ্জা পাইলাম রাজু দা।আপনার ধারে কাছেও নাই।একশত কোটি ধইন্যাপাতা। :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা:
চমৎকার লাগলো…
চমৎকার লাগলো… :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
এইটা “চ” এর জন্য এইটা
:গোলাপ: এইটা “চ” এর জন্য :গোলাপ: এইটা “ম”এর জন্য :গোলাপ: এইটা” ৎ” এর জন্য :গোলাপ: এইটা “কা” এর জন্য :গোলাপ: এইটা “র” এর জন্য।
এইবার কিন্ত আপনি আমারে লজ্জা
এইবার কিন্ত আপনি আমারে লজ্জা দিলেন 😀
লজ্জায় লজ্জায় কাটাকাটি। তাইলে
লজ্জায় লজ্জায় কাটাকাটি। তাইলে কি দাঁড়াইল???
তাইলে দাঁড়াইলো কথা নয়
তাইলে দাঁড়াইলো কথা নয় “কামেই”পরিচয়!…কবিদিগকে লাজুক হলে হবেনা। 😀
(No subject)
:মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি:
কবিদিগকে লাজুক হলে হবেনা।
কষে
কষে সহমত জ্ঞাপন করলাম… :থাম্বসআপ: :থাম্বসআপ: :ভেংচি: :বুখেআয়বাবুল: 😀
(No subject)
😀
চমৎকার।
চমৎকার।
ধন্যবাদ লজিক্যাল ভাই।
ধন্যবাদ লজিক্যাল ভাই।