একটা ছোট প্রেমের গল্প বলি … গল্পটা আমার এক বন্ধুর …………
ভার্সিটিতে উঠার পর তার এক মেয়েকে পছন্দ হয় , তার বর্ণনা অনুযায়ী মেয়ে নাকি পরীর মতন … যথারীতি সে মেয়ে সম্বন্ধে খোজ খবর নেয়া শুরু করে … তাদের ভার্সিটির এক ফাংশনে সে ঐ মেয়েকে সামসুর রহমানের একটা কবিতা আবৃতি করতে শুনে … তখন সে মেয়েকে প্রাচিন আমলের স্টাইলে প্রপস করার সিধান্ত নেয় , মানে চিঠি দিবে আর কি , কাব্যিক চিঠি … তার প্রথম চিঠির ক্যাবটা ছিল এরকম …
“” আমি আজ বদলে গেছি , শব্দ ছাড়া কবিতা লিখি
মনটা আজও আটকে আছে , তোমার চোখে বাসা গেড়েছে
ভালবাসি বলব কি গো , কথা সব কবিতার খাতায়
এই ভাবে বলব আজি , কি যে তোমায় ভালবাসি
একটা ছোট প্রেমের গল্প বলি … গল্পটা আমার এক বন্ধুর …………
ভার্সিটিতে উঠার পর তার এক মেয়েকে পছন্দ হয় , তার বর্ণনা অনুযায়ী মেয়ে নাকি পরীর মতন … যথারীতি সে মেয়ে সম্বন্ধে খোজ খবর নেয়া শুরু করে … তাদের ভার্সিটির এক ফাংশনে সে ঐ মেয়েকে সামসুর রহমানের একটা কবিতা আবৃতি করতে শুনে … তখন সে মেয়েকে প্রাচিন আমলের স্টাইলে প্রপস করার সিধান্ত নেয় , মানে চিঠি দিবে আর কি , কাব্যিক চিঠি … তার প্রথম চিঠির ক্যাবটা ছিল এরকম …
“” আমি আজ বদলে গেছি , শব্দ ছাড়া কবিতা লিখি
মনটা আজও আটকে আছে , তোমার চোখে বাসা গেড়েছে
ভালবাসি বলব কি গো , কথা সব কবিতার খাতায়
এই ভাবে বলব আজি , কি যে তোমায় ভালবাসি
জানি তুমি না বলবে , মনটা আমার দিবে ভেঙ্গে
অপ্সরী তুমি না কর না , মনটা আমার ভেঙ্গে দিও না
ভাল যদি বাসতে না চাও , আঙ্গুল দিয়ে চুল পিছে নাও
কি যে ভীষণ লাগে তখন , আমার কোন বোধ থাকে না
কিন্তু যদি মন দিতে চাও , শুধু চোখে চোখ রেখে যাও
আর একটু মুচকি হাসি , বুঝে নিব ভালোবাসি “””
মেয়েটা তাকে উপরের দুইটার কোন সংকেতেই দেয় নাই … কিন্তু সে দমে থাকার পাত্র না , সে আবার চিঠি লিখল , কাব্যিক চিঠি …
“” তোমায় ডাকবো আমি আর কিসের ছলে?
ফিরেও তাকালে না তুমি আমার নয়নের জলে
আজি শুধু সমীরণে
নিশিতে আকাশ পানে
আকাশ ভরা পূর্ণিমাতে
তোমায় দেখি আমি বারে বার
হয়ত আর দেখা হবে না , পড়বে না তুমি আমার কাপা হাতের কবিতা
অপ্সরী আমার ,
প্রেমের কবিতা লিখেছিলাম বলে ক্ষমা করনি
তাই বিদায়ের কবিতা লিখে প্রায়শ্চিত্ত করলাম “””
এর পরের কাহিনি টুকু মধুর … সে এই চিঠি পরে নিজেকে আর ধরে রাখতে পারে নাই … মেয়েটা “”হা”” বলেছে … 😀
আসছে ১৪ ফেব্রুয়ারি তারা প্রথম ডেটিঙে যাবে …… আর কবিতা দুইটাই আমার লিখা … সে জন্য আমার ঐ বন্ধু আজকে আমাকে তার প্রেমের সার্থকতার জন্য আমাকে BFC তে নিয়ে যাচ্ছে । :/ । মনডায় দুঃখ লাগে 🙁 … আমার কবিতা দিয়া আমার ফ্রেন্ড তার গার্লফ্রেন্ড জুটাইয়া ফেলে … আর আমি :O :O ????? বইসা বইসা ব্লগিং করি … 🙁
আহারে বাবুটা…
আহারে বাবুটা… 😀 😀 😀 :ভেংচি: :ভেংচি: :ভেংচি: :ভেংচি: :হাসি: :হাসি: :হাসি: :হাসি:
উদ্দেশ্য কি এই লেখার !!!!!
উদ্দেশ্য কি এই লেখার !!!!! এটারে প্রবন্ধ কইলে প্রবন্ধ আত্মহত্যা করবে। :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি:
এই লেখার বড় কোন উদ্দেশ্য নাই
এই লেখার বড় কোন উদ্দেশ্য নাই … শুধু মনের কিছু কথা শেয়ার করা …
:ভাঙামন:
(No subject)
:চিন্তায়আছি: :দাঁড়াফোনাইয়ালই:
বাহ বাহ সত্যি কাহিনি দেখি…
বাহ বাহ সত্যি কাহিনি দেখি… :হাহাপগে: :হাহাপগে:
ভাই অবাক বাকরুদ্ধ হইয়েন না
ভাই অবাক বাকরুদ্ধ হইয়েন না একটা কথা বলি ব্লগিং করে যে বন্ধু বা শুভানুধ্যায়ী গুলো পাচ্ছেন কিছু না দিলেও উনারা আপনার পাশে সারাজীবন থাকবে আপনার পাশে কিন্তু গার্লফ্রেন্ডকে যতদিন দিবেন ততদিন থাকবে না দিলে ফুটবে তাই আফসুস নিয়েন না ……
ধন্যবাদ
ধন্যবাদ :ধইন্যাপাতা:
(No subject)
:ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :গোলাপ: :গোলাপ: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি:
বানানের দিকে নজর দিয়েন।
বানানের দিকে নজর দিয়েন।