আসন্ন ১৪ ফেব্রুয়ারি আপনার এবং আমার মতো তথাকথিত মহাপুরুষ (সিঙ্গেল) দের যা যা করণীয়ঃ
১। সকালে ঘুম থেকে ওঠা।
২। যাবতীয় জৈবিক কার্যাবলী সম্পাদন করা।
৩। নিকটস্থ ও দূরত্বস্থ ফুলবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেওয়া।
৪। ফুলের দাম (এক পিস লাল গোলাপ=সম্ভাব্য ১০০ টাকা) শুনে মানসিক শান্তি আনয়ন করা।
৫। বিভিন্ন ব্র্যাণ্ডের (আর্চিস, ৯৯ শপ) গিফট শপগুলোতে ঢুঁ মারা।
৬। উপহারসামগ্রীর মূল্যমান শুনে দ্বিতীয় পর্যায়ের শান্তি আনয়ন।
৭। মুসলমানগণ জুমার নামাযে প্রথম কাতারে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন।
আসন্ন ১৪ ফেব্রুয়ারি আপনার এবং আমার মতো তথাকথিত মহাপুরুষ (সিঙ্গেল) দের যা যা করণীয়ঃ
১। সকালে ঘুম থেকে ওঠা।
২। যাবতীয় জৈবিক কার্যাবলী সম্পাদন করা।
৩। নিকটস্থ ও দূরত্বস্থ ফুলবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেওয়া।
৪। ফুলের দাম (এক পিস লাল গোলাপ=সম্ভাব্য ১০০ টাকা) শুনে মানসিক শান্তি আনয়ন করা।
৫। বিভিন্ন ব্র্যাণ্ডের (আর্চিস, ৯৯ শপ) গিফট শপগুলোতে ঢুঁ মারা।
৬। উপহারসামগ্রীর মূল্যমান শুনে দ্বিতীয় পর্যায়ের শান্তি আনয়ন।
৭। মুসলমানগণ জুমার নামাযে প্রথম কাতারে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন।
৮। ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস উপলক্ষ্যে (না বুঝলে http://newsnextbd.com/bn/১৪-ফেব্রুয়ারি-সুন্দরবন-দ/) সুন্দরবন রক্ষায় বিশেষ প্রার্থনা।
৯। পেটপুরে খেয়ে জিরিয়ে নিন।
১০। ঢাকাবাসীগণ বিকেলে বইমেলায় চলে আসুন।
১১। বই ঘাঁটুন, বই কিনুন।
১২। একটি সফল দিন শেষে বাড়ি ফিরে আসুন।
১৩। সন্তুষ্টচিত্তে ঘুমুতে যান।
যা যা অকরণীয়ঃ
১। ঢাকাবাসীরা রমনা পার্ক, বেইলি রোড, ধানমন্ডি লেক, রবীন্দ্র সরোবর ইত্যাদি ডেটিং প্লেস এড়িয়ে চলুন।
২। ওই দিনে রাস্তায় মেয়ে দেখা বন্ধ (কোন সিঙ্গেল মেয়ে সেদিন বাসা থেকে বেরোবে না)
৩। অন্তর্জালের সামাজিক যোগাযোগ (মুখবই, টুইটার) থেকে দূরত্ব বজায় রাখুন।
৪। বাংলা চ্যানেলগুলো ভুলেও দেখতে যাবেন না (তারা ভালোবাসার কাহিনী নিয়ে নাটিকা প্রচার করবে)
এই সুন্দরবন দিবসে ভালোবাসুন সুন্দরবনকে…
কথাগুলা তো ফেসবুকেও বলা যেতো,
কথাগুলা তো ফেসবুকেও বলা যেতো, ব্লগটাকে ফেসবুক বানানের মানে কি!!! :মানেকি: :মানেকি: :মানেকি: :মানেকি: :মানেকি: :মানেকি:
ব্লগে লিখলে আপনি পড়বেন তাই
ব্লগে লিখলে আপনি পড়বেন তাই 😛
এখানে শুধু serious types কথাবার্তা যদি সবাই বলে তাইলে ঝালমুড়ি বেচব কিডায় কন?
যত্তসব…
যত্তসব… :এখানেআয়: :এখানেআয়: :এখানেআয়: :এখানেআয়: :এখানেআয়: :মানেকি: :মানেকি: :মানেকি: :মানেকি:
(No subject)
:মানেকি: :মানেকি: :ঘুমপাইতেছে: :ঘুমপাইতেছে:
😛
😛 😛 😛
(No subject)
:ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: