কালনী নদীর শাখায় বাঁশের সাঁকো।
নলুয়ার হাওরে যখন সন্ধ্যা নামে।নয়নাভিরাম আবির ছড়ানো আকাশ।
জেলে সম্প্রদায়, হাওর এলাকার দ্বিতীয় জীবিকা।
কালনী নদীর শাখায় বাঁশের সাঁকো।
নলুয়ার হাওরে যখন সন্ধ্যা নামে।নয়নাভিরাম আবির ছড়ানো আকাশ।
জেলে সম্প্রদায়, হাওর এলাকার দ্বিতীয় জীবিকা।
ঝুম বরষায় যদি কোন শিশু বৃষ্টি মগ্ন হয়ে মক্তব থেকে ছুটে আসে,তার আনন্দে যেনো নেচে উঠে জল।
বৃষ্টির জল এখানে ধন্বন্তরি অষুধের মতো।রংবেরঙ বালতিতে ধারন করা হয় এই পবিত্র জল।
একমাত্র বাহন নৌকা,নৌকার গলুইয়ের সুরক্ষার জন্য ব্যাবহৃত গাড়ির টায়ার।
শুকনো মৌশুমে হাওড়ে সূর্য্যাস্ত।
মেঘ আর রৌদ্রর লুকোচুরি।
ধানের ক্ষেতে বিকেল।
জিয়লের ফুল,সাধারন কিন্ত অনেক সুন্দর।
হাওড় এলাকার আরেকটি অচেনা ফুল।
হাওড় পারের একটি বাজার।
আমাদের সবুজ ভুখন্ডের সৈনিক,আগামী।
নৌকা স্ট্যান্ড।
নলুয়ার হাওড়।
সুনামগঞ্জে শুভ সকাল।
©ছবিস্বত্ত্বঃ লেখক।
ওহ…দাদাভাই তো দেখছি খুব
ওহ…দাদাভাই তো দেখছি খুব ভালো ফটুয়াম্যান…সেইরাম হইছে ফটু গুলা… :গোলাপ: :গোলাপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
ধইন্যাপাতা দিদিভাই :গোলাপ:
ধইন্যাপাতা দিদিভাই :গোলাপ: :গোলাপ:
অস্থির। হাওরে যাওয়া হয়েছে
অস্থির। হাওরে যাওয়া হয়েছে কয়েকবার। হাওর নিয়ে ফটোব্লগও লিখেছি। সবসময়ই মন হাওরে ছুটে যেতে চায়।
ধন্যবাদ ডানা ভাই,হাওড় এমন এক
ধন্যবাদ ডানা ভাই,হাওড় এমন এক আকর্ষন, প্রতিদিন দেখি,কিন্ত তৃষ্ণা মেটেনা। ♥♥♥♥
চমৎকার ফটুগ্রাফি…… একটু
:থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: চমৎকার ফটুগ্রাফি…… একটু বিস্তারিত কিছু লিখলে আরেকটু মজা পেতাম।
অশেষ ধন্যবাদ সুমিতদা…আসল
অশেষ ধন্যবাদ সুমিতদা…আসল কথা হলো,ফটোর প্রাণ তার ক্যাপশন, বিস্তারিত বললে মজাটা যায়গা। 😀
১০০% সহমত…
একটু বিস্তারিত
১০০% সহমত…
একটু বিস্তারিত কিছু লিখলে আরেকটু মজা পেতাম।
তবে আসলেই ছবিগুলো চমৎকার হয়েছে।
ধইন্যাপাতা দিদিভাই :গোলাপ:
ধইন্যাপাতা দিদিভাই :গোলাপ: :গোলাপ:
ছবি দেখে সুনামগঞ্জের হাওড়
ছবি দেখে সুনামগঞ্জের হাওড় জনপদ দেখার আগ্রহ বাড়লো, যাবই যাব।
কয়টা ছবি তো মারাত্মক হইছে।
কয়টা ছবি তো মারাত্মক হইছে। আহারে, বেড়াইতে যাই না কত দিন। অস্থির লাগছে।
ল যায়গা… পোলাপাইন সব
ল যায়গা… পোলাপাইন সব পোলাপাইনের বাপ হইয়া গেছে! কেম্নে কি?
চমৎকার ফটোগ্রাফি।
চমৎকার ফটোগ্রাফি। :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
আহা কি সুন্দর ! আমার
আহা কি সুন্দর ! আমার সুনামগঞ্জ যাইতে ইচ্ছা হচ্ছে । হাওরে নৌকা নিয়ে ঘুরতে ইচ্ছা হচ্ছে ।
আহা কি সুন্দর
সুন্দর সুন্দর সুন্দর
সুন্দর সুন্দর সুন্দর 🙂
(No subject)
:তালিয়া: :বুখেআয়বাবুল: :নৃত্য: :থাম্বসআপ: :ভালাপাইছি: :রকঅন: :চা:
অভাবনীয় উৎসাহের জন্য প্রিয়
অভাবনীয় উৎসাহের জন্য প্রিয় মানুষগুলোগে অসম্ভব ধন্যবাদ,পারিবারিক ব্যাস্ততায় ব্লগে সময় দিতে পারছিনা সেভাবে।দেরীতে মন্তব্য দেয়ার জন্য দুঃখিত সহযোদ্ধাগন আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।সুনামগঞ্জের হাওড় অঞ্চলের অপরূপ সৌন্দর্য উপভোগের জন্য সবাইকে উৎসাহিত করছি। ♥♥♥♥