কখনো ভেবেছো,
এই দুনিয়াতে কত কবি আছে?
দিনের পর দিন-রাতের পর রাত
যারা মাথার ঘাম পায়ে মোছে,
কেবলমাত্র একটা ঠুনকো স্বীকৃতির জন্য!
এবারের
আলোঝিলমিলে বইমেলাতেও
তাদের গন্ধ খুঁজে পাবেনা কেউ,
তবুও তারা রয়ে যাবে কবিতার
কাছে।
কখনো ভেবেছো,
এই দুনিয়াতে কত কবি আছে?
দিনের পর দিন-রাতের পর রাত
যারা মাথার ঘাম পায়ে মোছে,
কেবলমাত্র একটা ঠুনকো স্বীকৃতির জন্য!
এবারের
আলোঝিলমিলে বইমেলাতেও
তাদের গন্ধ খুঁজে পাবেনা কেউ,
তবুও তারা রয়ে যাবে কবিতার
কাছে।
কখনো ভেবেছো,
এই দুনিয়াতে কত পাগল আছে?
প্রচন্ড হাসি পায় যখন ভাবি
কোনো ভালোবাসা আমার জন্য
কাঁদছে!
আর হাসতে হাসতে যখন
নিকোটিনজমা ফুসফুসে ব্যথা ধরে
তখন কখন অজান্তে বুঝি,
চোখের কোণ দুটো অকারণ
ভিজে গেছে!
ভালো লাগেনি কবিতা।
ভালো লাগেনি কবিতা।
পড়লাম, নতুন কবিকে বুননে
পড়লাম, নতুন কবিকে বুননে যত্নবান হওয়ার অনুরোধ করি।
(No subject)
:কনফিউজড: :কনফিউজড:
লাফ দিয়ে এক প্রসঙ্গ থেকে অন্য
লাফ দিয়ে এক প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে চলে যাওয়া যায় তা এই কবিতাটা না পড়লে জানতামই না। :-B :-B
আশ্চর্য্য খাপছাড়া কবিতা!!! :O
আশ্চর্য্য খাপছাড়া কবিতা!!! :O
আরও ভালো লেখার চেষ্টা করতে
আরও ভালো লেখার চেষ্টা করতে হবে আর তাঁর জন্য আরও পড়তে হবে।
এখানে দেখতে পারেন
(No subject)
:খাইছে: :কনফিউজড: