নিজের প্রতি বসের মুগ্ধ দৃষ্টি চোখ এড়ায় না রিমির। অফিসের সর্বোচ্চ কর্তার এই মুগ্ধ দৃষ্টি রিমির গোপন অহঙ্কার। গোপন সুখও বটে! অত্যন্ত ব্যক্তিত্ববান এই লোকের জন্য অফিসের বেশীরভাগ মহিলা কর্মী পাগল হলেও বস শুধু ওর দিকেই মুগ্ধ দৃষ্টি হানেন। ব্যাপারটা চরম পুলকের।
এই লোকের সাথে সকালে একবার, সন্ধ্যায় একবার দেখা হয় রিমির। ভাগ্য ভালো হলে দুপুরে আরেকবার। কিন্তু তাতেই দুই যোগ দুই, চার চোখের যা কথা হওয়ার হয়ে যায়।
নিজের প্রতি বসের মুগ্ধ দৃষ্টি চোখ এড়ায় না রিমির। অফিসের সর্বোচ্চ কর্তার এই মুগ্ধ দৃষ্টি রিমির গোপন অহঙ্কার। গোপন সুখও বটে! অত্যন্ত ব্যক্তিত্ববান এই লোকের জন্য অফিসের বেশীরভাগ মহিলা কর্মী পাগল হলেও বস শুধু ওর দিকেই মুগ্ধ দৃষ্টি হানেন। ব্যাপারটা চরম পুলকের।
এই লোকের সাথে সকালে একবার, সন্ধ্যায় একবার দেখা হয় রিমির। ভাগ্য ভালো হলে দুপুরে আরেকবার। কিন্তু তাতেই দুই যোগ দুই, চার চোখের যা কথা হওয়ার হয়ে যায়।
আজ অফিসে আসতে একটু দেরী করে ফেলেছে রিমি। জ্যামের কারণে অফিসের গেটে পা রাখতে রাখতে নয়টা দশ বেজে গেছে। এমনিতে ও সিঁড়িই ব্যবহার করে তবে আজ লিফটের দিকে দৌড়ালো। পাঁচ তলায় উঠার জন্য হাতে এখন সময় নেই। কিন্তু যেখানে বাঘের ভয়, সেখানেই রাত হয়।
দ্বিতীয় তলায় অ্যাডমিন ডিপার্টমেন্টে এসে লিফট থামলো।
রিমির কপাল কুঁচকে গেলো। আজ তাড়াহুড়া আছে আর অতি অবশ্যই… প্রতি তলায় আজ লিফটের থামতে হবে।
কিন্তু এ কী!
লিফটে ঢুকলেন রিমির বস। সাথে সাথে নাম না জানা পারফিউমের গন্ধে রিমির মাথা ঘুরে গেলো। সেকেন্ডে সেকেন্ডে চোখাচোখি, লজ্জা পাওয়া, শ্বাস-প্রশ্বাস দ্রুত হওয়া ইত্যাদি শারীরিক প্রক্রিয়া শুরু হয়ে গেলো। ঠিক তিন তলায় এসে বস রিমিকে জড়িয়ে ধরলেন। “ইউ নো আই লাইক ইউ!” বলে চুমু দিয়ে বসলেন রিমির ঠোঁটে। কয়েক সেকেন্ড পর ছেড়ে দিয়ে সলজ্জ এক হাসি দিলেন। “No one knows this, OK?”
পারফিউমের গন্ধে রিমির মাথা ঠিকমতো কাজ করছিলো না। কেমন একটা নেশা নেশা ভাব। তার উপর অকস্মাৎ বসের সোহাগে রিমির মাথা আরও ওলোট পালোট হয়ে গেলো।
কিন্তু এটা কি সোহাগ? আমার তো সায় ছিলো না!
পারফিউমের নেশা ভেঙ্গে রিমির আত্মসম্মানবোধ মাথাচাড়া দিয়ে উঠলো।
“ঠাস…!” শব্দে লিফট যেনো কাঁপতে শুরু করলো। বসের গালও লাল হয়ে গেলো। লজ্জায় নাকি ব্যথায়, রিমি সেটা বোঝার আগেই লিফটের দরজা খুলে গেলো।
ঝিম ঝিম মাথা নিয়ে রিমি উত্তর দিলো, “No one will know this.”
সমসাময়িক বাস্তবতার গল্প!! ভাল
সমসাময়িক বাস্তবতার গল্প!! ভাল !!!
ধন্যবাদ বাঙালি ভাই
ধন্যবাদ বাঙালি ভাই :গোলাপ:
এক কথায় দারুন হয়েছে। এই
:তালিয়া: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :তালিয়া: এক কথায় দারুন হয়েছে। এই ইমোটা দারুন মিলেছে = :কেউরেকইসনা:
ধন্যবাদ ভাইয়া
😀 ধন্যবাদ ভাইয়া
কোথায় পালালো সত্য?
দুধের
— সত্য ফেরারী (আসাদ চৌধুরী…
ভাল লাগল… দুর্দান্ত!! :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :তালিয়া: :তালিয়া: :তালিয়া:
অনেকদিন পর মনে হয় আপনার
অনেকদিন পর মনে হয় আপনার প্রশংসা পেলুম দাদা :গোলাপ:
থাবড়ার প্রতিধ্বনি এইখানেও
থাবড়ার প্রতিধ্বনি এইখানেও শোনা যাচ্ছে। :মাথানষ্ট: :মাথানষ্ট: গল্পের সার্থকতাই এখানে… :তালিয়া: :তালিয়া: :তালিয়া: :মুগ্ধৈছি: চমৎকার… :ফুল: :ফুল: :বুখেআয়বাবুল: চমৎকার… :গোলাপ: :গোলাপ: :গোলাপ:
বুখে আয় বাভুল
বুখে আয় বাভুল :বুখেআয়বাবুল:
ঝিম ঝিম মাথা নিয়ে রিমি উত্তর
ছোট হলেও দুর্দান্ত… :তালিয়া: :তালিয়া: :তালিয়া: :তালিয়া: :তালিয়া: :তালিয়া: :তালিয়া: :তালিয়া: :তালিয়া: :তালিয়া: :তালিয়া: :তালিয়া: :তালিয়া: :তালিয়া: :তালিয়া: :তালিয়া: :তালিয়া: :তালিয়া: :তালিয়া: :তালিয়া: :তালিয়া: :তালিয়া: :তালিয়া: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :ফুল: :ফুল: :ফুল: :ফুল: :ফুল:
ছোট হলেও দুর্দান্ত…
সহমত…
সহমত… :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
এত্তোগুলা ইমো! আপু আপনি
এত্তোগুলা ইমো! আপু আপনি এত্তোগুলা ভালো :ফুল:
অদ্ভুত লেখনী শক্তি,গুছিয়ে
অদ্ভুত লেখনী শক্তি,গুছিয়ে লেখার ক্ষমতায় মুগ্ধ হলাম।অনবদ্য প্রেক্ষাপট,অসাধারন গল্প। :গোলাপ:
উনার সকল গল্পই এইরাম…
উনার সকল গল্পই এইরাম… :ভেংচি: 😀 😀
তোমার কি পাকনামি না করলে চলছে
তোমার কি পাকনামি না করলে চলছে না নাকি হে সিসিলিয়ান? :অপেক্ষায়আছি:
আবার অপেক্ষা কিসের?
আবার অপেক্ষা কিসের? :শয়তান: :ভেংচি: 😀 😀
রাজু দাদা, আপনার চারটি বাক্যই
রাজু দাদা, আপনার চারটি বাক্যই অনুপ্রেরণাদায়ক। অনেক ধন্যবাদ :ফুল:
(No subject)
:ভেংচি:
(No subject)
:ফেরেশতা:
দারুণ। এইরকম অনুগল্প পড়েই মজা
দারুণ। এইরকম অনুগল্প পড়েই মজা পাই। একেবারে পারফেক্ট। :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
একেবারে পারফেক্ট?
একেবারে পারফেক্ট? :নৃত্য:
(No subject)
:নৃত্য: :নৃত্য:
কানের ভিতর একটি আওয়াজ যেন
কানের ভিতর একটি আওয়াজ যেন গেঁথে গেল… ঠাস!
আহ বেচারা, আমি হলে লাল না হয়ে রাগে, দুঃখে, অভিমানে কালো হয়ে যেতাম!
বরাবরের মত দারুন লিখেছেন ম্যাডাম । এই গল্পটির জন্য স্পেশাল ধন্যবাদ ।
হায় হায়…
হায় হায়… :ভেংচি: 😀 😀
আশা করি, কালো হওয়ার দিন কখনো
আশা করি, কালো হওয়ার দিন কখনো আসবে না আপনার জীবনে 😀
স্পেশাল :গোলাপ: লন।
ভালো লাগলো।
ভালো লাগলো। :গোলাপ: :গোলাপ: :গোলাপ:
ধন্যবাদ কারাগার ভাইয়া
ধন্যবাদ কারাগার ভাইয়া :ফুল:
অসাধারন No One know this…..
অসাধারন No One know this…..
ধন্যবাদ ফারাবী ভাই
ধন্যবাদ ফারাবী ভাই 🙂 :গোলাপ:
“No one will know this.”
“No one will know this.”
:হাসি:
(No subject)
:চিন্তায়আছি:
অনুগল্প ট্যাগ সার্থক।
অনুগল্প ট্যাগ সার্থক। 😀 😀 😀 😀
😀
😀 😀 :ফুল:
দারুণ
:তালিয়া: দারুণ :থাম্বসআপ: