ঈশ্বর গভীর উপলবদ্ধির বিষয় আমি তাকে কখনো উপলোবধি করিনি । ঈশ্বর অনেক দয়ালু আমি তার দয়ার নমুনা কখনো পাইনি ।ঈশ্বর অনেক ঙ্গানী আমি তার ঙ্গানের নমুনা কখনো পাইনি । ঈশ্বর স্রষ্টা আমি তার সৃষ্টির স্বাক্ষ পাইনি । তবে কেন আমি তার কথা বিশ্বাস করি তার নিকট মাথা নোয়াই । দয়া করে কেউ গালাগাল দেবেন না ।
এটা আমার ব্যক্তিগত চিন্তা
এটা আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা….
তবে চিন্তা-ভাবনা কে আরও বড়
তবে চিন্তা-ভাবনা কে আরও বড় করেন! এই সাইজের চিন্তা-ভাবনা ফেসবুকের জন্যে…
তবে আপনি কবিতা আকারে লিখলে হইত আরেকটু ভাল হত!! এতো ছোট ফেসবুকিয় পোস্ট ব্লগের জন্যে সুখকর না পাঠকদের জন্যেও না!!
একটু ব্যাখ্যা করে বিস্তারিত বলুন অথবা কাব্যের ডঙে প্রশ্নগুলো করুণ…
ধন্যবাদ ভাইয়া । আমি সম্পুর্ন
ধন্যবাদ ভাইয়া । আমি সম্পুর্ন নতুন ব্লগার ।আপনার উপদেশ আমি গ্রহন করলাম । সামনে আরো ভালো করার চেষ্টা করবো ।
এরপর থেকে পোস্টগুলোতে আপনার
এরপর থেকে পোস্টগুলোতে আপনার চিন্তাভাবনা যেন আরও বিস্তারিত ও চমৎকারভাবে ফুটে উঠে… একটা কাজ করতে পারেন, অন্যান্য ব্লগারদের ব্লগপোস্টগুলো পড়ে দেখতে পারেন ।আশা করি আপনি বুঝতে পারবেন কিভাবে ব্লগে লেখালেখি করতে হয়… :খুশি:
অবশ্যই ভাইয়া
অবশ্যই ভাইয়া
আপনি মাথা নত করেন কারন আপনার
আপনি মাথা নত করেন কারন আপনার বাবা করেছিল তার বাবা করেছিল তার বাবা…তার বাবা…!!!
আমরা বড্ড দুর্বল, আমরা ভিতু ।
আমরা বড্ড দুর্বল, আমরা ভিতু । তাই আমরা একজনকে সর্ব শক্তিমান মানি তার কাছে হাত পাতি । বিশ্বাস গুলো আমাদের চারপাশ ঘিরে রেখেছে । ঘিরে রেখেছে অসংখ কল্পকাহিনি । আমরা আছি এক অন্ধকার কুপে ।
ঈশ্বর বিষয়ক ক্ষুদ্রতর
ঈশ্বর বিষয়ক ক্ষুদ্রতর বিশ্লেষণ ।
বিশিষ্ট আস্তিক ও নাস্তিকগন
বিশিষ্ট আস্তিক ও নাস্তিকগন সবাই কিন্তু ঈশ্বরের নাম ভাঙ্গিয়েই বেশ খাচ্ছেন। এটা এখন বাজারের সবচেয়ে চালু আইটেম। তবে কিনা, অধিক এবং অত্যধিক চর্বিত চর্বনে ব্যাপারটা ইদানিং কেমন যেন বিরক্তিকর রকম ক্লিশে হয়ে গেছে।
দেখবে খোদার মহান ছবি
তোমার
দেখবে খোদার মহান ছবি
তোমার চর্মচক্ষের পর্দা খোল…
ভাবের দেশে চলোরে মানুষ ধ্যানের দেশে চলো…
গিয়া মন তুই ভাবের ঘরে
চেয়ে থাকো রূপ নেহারে,
সজলও নয়নে তারে ফটোগ্রাফে তোলো…
মনোরঙে প্রেমতরঙে তোমার দিলের কপাট খোলো,
দেখবে রে তোর মনের মানুষ করিতেছে ঝলোমলো…
মক্কা কাশি বৃন্দাবনে
পাহাড় পর্বত ও মদিনে,
অনু-পবন শ্বসানেতে কত মানুষ গেল…
কারে জানি দেখবে বলে পাষাণ মুর্তি হৈলো…
কেউরে তো আর দেখতে পায়না,
আশার আশায় জনম গেল…
দেখবে খোদার রং সুরতও
অবিকল তোমারি মত,
তোমার সঙ্গে অবিরত করে চলাচলো…
তোমার রঙে রঙ ধরে সে হয়েছে এক মিলো…
তোরে দেখলেই তারে মিলে,
আর কারে তুই দেখবি বলো…
— বারী সিদ্দিকীর একটি গান ।পোষ্ট লেখকের বরাবরে পেশ করলাম ।
where is our faith there is
where is our faith there is nathing. every where is emptyness. if deep down there is nathing…..
মাদার তেরেসার এ কটি লাইন আমি খুব অনুভব করি । হাতে সময় থাকলে একটু কষ্ট করে লাইন গুলো নিয়ে ভাববেন ।