রাত প্রায় শেষ ঘুম আসছে না, আর ফেসবুকের প্রিয় মানুষ গুলোও মুখ ফিরিয়ে ঘুমিয়ে পরেছে। রুমে মৃদু সুরে রবীন্দ্র সঙ্গীত বাজছে। যখন ইন্দ্রানী সেনের গাওয়া ‘একলা চলো রে’ গানটা আসল তখন একাকী নিজেকে আরো একাকী মনে হচ্ছে। আর নিজের ঘুম হীন একাকীত্ব এবং রাতের গভীরতার উপর প্রচন্ড বিরক্ত। আর মনে হচ্ছে গানের কথা গুলো যদি আমার জন্য এমন করে গাওয়া হত তাহলেই বোধহ্য় আরো ভাল হত!
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা ঘুমাও রে
তবে একলা ঘুমাও একলা ঘুমাও তবে একলা ঘুমাও একলা ঘুমাও রে।
যদি কেউ কথা না কয়, ওরে ও অভাগা,
যদি সবাই থাকে চ্যাট অফ করে, সবাই লগ আউট হয়। তবে সবার টাইমলাইন ঘুরে ঘুরে পুরান স্ট্যাটাস পড় রে!
রাত প্রায় শেষ ঘুম আসছে না, আর ফেসবুকের প্রিয় মানুষ গুলোও মুখ ফিরিয়ে ঘুমিয়ে পরেছে। রুমে মৃদু সুরে রবীন্দ্র সঙ্গীত বাজছে। যখন ইন্দ্রানী সেনের গাওয়া ‘একলা চলো রে’ গানটা আসল তখন একাকী নিজেকে আরো একাকী মনে হচ্ছে। আর নিজের ঘুম হীন একাকীত্ব এবং রাতের গভীরতার উপর প্রচন্ড বিরক্ত। আর মনে হচ্ছে গানের কথা গুলো যদি আমার জন্য এমন করে গাওয়া হত তাহলেই বোধহ্য় আরো ভাল হত!
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা ঘুমাও রে
তবে একলা ঘুমাও একলা ঘুমাও তবে একলা ঘুমাও একলা ঘুমাও রে।
যদি কেউ কথা না কয়, ওরে ও অভাগা,
যদি সবাই থাকে চ্যাট অফ করে, সবাই লগ আউট হয়। তবে সবার টাইমলাইন ঘুরে ঘুরে পুরান স্ট্যাটাস পড় রে!
যদি সাথে না ঘুমায় ওরে ও অভাগা. যদি কেউ ফিরে না চায়।
যদি ঘুমের কালে আধাঁর করে আলো না নিভায়।
যদি সবাই করে ভয়।
তবে বাতি নিভিয়ে একলা ঘরে ডুগডুগি বাজাও রে।
Nov 19, 2013 (রাত!) অনুমানিক ৪টা
(No subject)
😀
(No subject)
:মানেকি: :মানেকি: :ভাবতেছি: :ভাবতেছি: :মাথানষ্ট: :মাথানষ্ট:
(No subject)
:হাসি: :হাসি: :হাসি: :হাসি: :হাসি: