কেউ কি আছো আমায় মানুষ বল….আর পাগল…….জীবন যুদ্ধে লড়তে হবে অনেক দুরের পথ….এই আমি একা লড়তে হবে…..কিন্তু যে অনেক ভয় লাগে………..চেয়েছিলাম একটুকরো ভালবাসা তোমার কাছে……….ভয় করছিলাম যে, যুদ্ধের পরেও যদি অশনী হাওয়াটা এসে সব লন্ডভন্ড করে দেয়….কিন্তু অশনী হাওয়াটা ঠিকই লন্ডভন্ড করে দিয়েছে আমায়……..নিষ্ঠুর এই পৃথিবীতে একা লরে যাচ্ছি আমি……….নিজেকে বোঝার আগে আমি জীবিকার খোজে নেমে পরেছি এই নিষ্ঠুর পৃথিবীতে….এর কি হবে জানিনা আমি…….অনেক স্বপ্ন ঘুমের মধ্যে ……..।।
(No subject)
:মানেকি: