সকলে গেছে ঘুমের দেশে
ঘুম না হয়ে পারে,
একলা আমি আছি জেগে
চাঁদ মামারই সাথে।
চাদের বুড়ি চরকা দিয়ে
কাটছে সুতো গড় গড়িয়ে
গুন গুনেতে ধরছে গান
চাদের বুড়ি
সকলে গেছে ঘুমের দেশে
ঘুম না হয়ে পারে,
একলা আমি আছি জেগে
চাঁদ মামারই সাথে।
চাদের বুড়ি চরকা দিয়ে
কাটছে সুতো গড় গড়িয়ে
গুন গুনেতে ধরছে গান
আপন মনের বেশে।
জেগে জেগে একলা বসে
শূন্য ছাদে মশার গানে
জোছনা স্নাত প্রকৃতিতে
দেখছি সবে নুতুন করে
নতুন রুপে ইট পাথরের শহরটাকে
লাগছে বড় অদ্ভুতুড়ে।
চাঁদ মামার ঐ চন্দ্রলোকে
দেখছি আমি চাঁদ বুড়িকে
এক মনে সে কাটছে সুতো
করছে গান গুন গুনিয়ে।
চাঁদের বুড়িকে নিয়ে একটা
চাঁদের বুড়িকে নিয়ে একটা অন্যরকম কবিতা… :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
(No subject)
:ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :থাম্বসআপ: :থাম্বসআপ:
কোন ধরণের অন্ত্যমিল ছিলোনা,
কোন ধরণের অন্ত্যমিল ছিলোনা, তবুও ছন্দময় হয়েছে।
“একলা আমি আছি জেগে
চাঁদ
“একলা আমি আছি জেগে
চাঁদ মামারই সাথে।”…
ভাল লেগেছে…
******************************
♦আমি বাঙালি, বাংলা আমার….