মনটাকে আজ দিলাম ছুটি
আয় না একটু ঘুরে,
ইচ্ছেটাকে সঙ্গী করে
দূরে বহুদূরে,
ব্যস্ত শহর ছেড়ে
কাজটাকে আজ
ঝেটিয়ে বিদায় করে,
চল হেঁটে চল
বেলাভূমির তীর ধরে,
মাটির কোন ঘরে,
মনটাকে আজ দিলাম ছুটি
আয় না একটু ঘুরে,
ইচ্ছেটাকে সঙ্গী করে
দূরে বহুদূরে,
ব্যস্ত শহর ছেড়ে
কাজটাকে আজ
ঝেটিয়ে বিদায় করে,
চল হেঁটে চল
বেলাভূমির তীর ধরে,
মাটির কোন ঘরে,
থাক না মন তুই
এসির হাওয়া ছেড়ে,
মাটির কোলে ঘুমিয়ে পড়ে,
চাঁদটাকে নে পেড়ে,
বকবে না কেউ আজ এখানে।
শুধুই মাথা নেড়ে
গান গেয়ে যা ইচ্ছেমতো সুরে,
যা হারিয়ে
দূরে বহুদূরে।
শহরটাকে আড়াল করে,
ধূলোর আঙ্গিনা ছেড়ে,
পাখির কোন নীড়ে,
মনটা বেধে নে রে।
হাজার চাপের ভীড়ে,
আপন করে নে আকাশটা রে।
শহুরে খোলস ঝেড়ে,
সময়ের কাছে না হেরে,
সবুজে গা ভাসিয়ে দে রে।
মনের মতো মনের মানুষ হয়ে
যান্ত্রিকতাকে দে মেরে।
মনটাকে আজ দিলাম ছুটি,
ইচ্ছেমতো উড়ে বেড়া
যেথা তোর খুশি।
মনটাকে আজ দিলাম ছুটি আয় না
ইসস, সত্যিই যদি এমনটা পারতাম… :গোলাপ: :গোলাপ: :মাথানষ্ট: :মাথানষ্ট: :গোলাপ: :গোলাপ:
কবিতা ভাল লাগল। নতুন কবি হলেও
কবিতা ভাল লাগল। নতুন কবি হলেও একদিন হাত পাকবে আশা করি। ধন্যবাদ
আপনার নিজের সম্পর্কে বলা
আপনার নিজের সম্পর্কে বলা কথাগুলো ভাল লাগল…
কবিতায় ছড়া ছড়া ভাব বিদ্যমান। আশাকরি আরও ভাল কিছু পাব…
ইস্টিশনে স্বাগতম :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :ফুল: :ফুল: :ফুল:
(No subject)
:ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :থাম্বসআপ: :থাম্বসআপ:
(No subject)
:থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :গোলাপ: :গোলাপ: