তুমি বরং আমাকে নিভিয়ে দাও
রাত্রির অন্ধকারের মত ।
আর জ্বালিয়ো না আগুন
আমি ফানুস নয়, মানুষ ।
আমার হাতে সামান্য একটা
গীটারের পিক-
আমি শুধু টুং-টাং শব্দ করতে পারি ।
বাঁশিতে ফু দিয়ে আনতে পারি
তুমি বরং আমাকে নিভিয়ে দাও
রাত্রির অন্ধকারের মত ।
আর জ্বালিয়ো না আগুন
আমি ফানুস নয়, মানুষ ।
আমার হাতে সামান্য একটা
গীটারের পিক-
আমি শুধু টুং-টাং শব্দ করতে পারি ।
বাঁশিতে ফু দিয়ে আনতে পারি
বিষন্ন কোন সুর ।
শেষ বিকেলের গোধুলী আকাশে
তোমাকে আঁকতে পারি
রক্তিম বর্ণছটায় ।
তোমাকে ঘিরে,
আর কিচ্ছু পারি না ।
তোমার মত আমি পারিনা
বারেবারে আগুন জ্বালাতে,
কিংবা নেভাতে ।
তোমার খোপা করা চুলে
হাত দিয়ে বলতে পারি না,
“চুলগুলো ছেড়ে দাও, বাতাসে উড়ুক। ”
কিংবা বলতে পারি না
“রাত হয়েছে, ঘুমোতে যাও মেয়ে ।”
তবে রাত্তিরবেলা বাঁশপাতার
ঝিরঝিরে শব্দের আড়ালে তোমাকে,
তোমাকে আপন করতে পারি আজো ।
ভোরের কুয়াশা ভেদ করে
ভেজা মাঠের নীল ঘাসফুল
আর শিশির বিন্দুগুলো,
আজ খুব কাছে টানে ।
দারুণ লাগলো
দারুণ লাগলো !
******************************************************
(No subject)
:থাম্বসআপ: :থাম্বসআপ: :ফুল:
চমৎকার হয়েছে…
চমৎকার হয়েছে… :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ:
ধন্যবাদ এতো সুন্দর একটি কবিতা
ধন্যবাদ এতো সুন্দর একটি কবিতা উপহার দেয়ার জন্য।
শেষ বিকেলের গোধুলী
অসাধারণ।
সবাইকে অনেক ধন্যবাদ…
সবাইকে অনেক ধন্যবাদ… 🙂
********************************
আমি বাঙালি, বাংলা আমার…..
(No subject)
:গোলাপ:
(No subject)
:গোলাপ: :গোলাপ: :গোলাপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: