!!!!!!!!!!!!! বিষের চারা বিতরণ !!!!!!!!!!!!!!
”মুক্তিযুদ্ধের চেতনায়” বলীয়ান হয়ে কৃষকদের হাতে মানুষ হত্যাকারী
”বিষের চারা” তুলে দিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী স্বয়ং !!!
১…
বিষের নাম ‘বিটি’ (bacillus thuringiensis) ব্যাকটেরিয়া। বেগুনের বীজে জেনিটিক্যাল মডিফিকেশনের মাধ্যমে এই বিটি ব্যাকটেরিয়া ঢুকিয়ে জন্মানো হবে বিটি বেগুন !!!
২…
বিটি বেগুন চাষে কীটনাশক দিতে হবে না, কারণ এই বেগুন নিজেই একটা বিষ যা শুধু পোকা নয় মানুষ হত্যা করতেও সক্ষম।
৩…
!!!!!!!!!!!!! বিষের চারা বিতরণ !!!!!!!!!!!!!!
”মুক্তিযুদ্ধের চেতনায়” বলীয়ান হয়ে কৃষকদের হাতে মানুষ হত্যাকারী
”বিষের চারা” তুলে দিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী স্বয়ং !!!
১…
বিষের নাম ‘বিটি’ (bacillus thuringiensis) ব্যাকটেরিয়া। বেগুনের বীজে জেনিটিক্যাল মডিফিকেশনের মাধ্যমে এই বিটি ব্যাকটেরিয়া ঢুকিয়ে জন্মানো হবে বিটি বেগুন !!!
২…
বিটি বেগুন চাষে কীটনাশক দিতে হবে না, কারণ এই বেগুন নিজেই একটা বিষ যা শুধু পোকা নয় মানুষ হত্যা করতেও সক্ষম।
৩…
এই ভয়ংকর বিষ উদ্ভাবণ করেছে মার্কিন কোম্পানী ‘মন্সান্তো’ আর ভারতের কোম্পানী ‘মাহিকো’। সারা দুনিয়াতে মন্সান্তোর বিরুদ্ধে প্রতিবাদ, প্রতিরোধ ঠেকাতে ওবামা ইতোমধ্যেই ‘মন্সান্তো রক্ষা আইন'( বিষ উতপাদক রক্ষা আইন) পাশ করেছে।
৪…
সারা দুনিয়ার কোথাও এই বেগুনের প্রচলন করা যায়নি প্রতিবাদ-প্রতিরোধের কারণে। এমনকি ‘মাহিকো’ ভারতীয় কোম্পানী হবার পরও তার দেশে তা বাস্তবায়ন করতে পারে নি।
৫…
এই বিটি বেগুন নামের বিষের প্রথম ভোক্তা বাংলাদেশ।
সুতরাং…
মানুষ হত্যাকারী শোসকশ্রেনীকে ছুড়ে ফেলুন
বাচার তাগিদে…
মানবিক সমাজ কায়েমের রাজনৈতিক লড়াই বেগবান করুন।
এইডা কি হুনাইলেন!
এইডা কি হুনাইলেন!
কালে কালে আমাদের আরও কত কিছু
কালে কালে আমাদের আরও কত কিছু শুনতে হবে কে জানে !
তবে, ইতিবাচক ঘটনা আমাদেরকেই ঘটাতে হবে, এবং তার প্রচার ও প্রসারের দায়িত্বও আমাদেরই নিতে হবে…।
কি বলেন ?
শিরোনাম দিলেন দুই বার বুঝলাম
শিরোনাম দিলেন দুই বার বুঝলাম না।
আবার লেখার সাইজ কেমন??? :কনফিউজড: :কনফিউজড:
(No subject)
:খাইছে: :খাইছে: :খাইছে: :খাইছে: :এখানেআয়: :এখানেআয়: :এখানেআয়:
যা বললেন, এর কিছু লিংক দিলে
যা বললেন, এর কিছু লিংক দিলে ভালো হত… :ভাবতেছি: :আমারকুনোদোষনাই: ব্যাপারটা সত্যিই ভয়াবহ… :এখানেআয়: :এখানেআয়:
একটু বিস্তারিত লিখলে ভালো
একটু বিস্তারিত লিখলে ভালো হতো।