তাজমহলের ডিজাইনারের নাম ছিল- ঈশা মোহাম্মদ। তিনি তার স্ত্রীকে উপহার দেয়ার জন্য একটি ভাস্কর্য বানিয়েছিলেন। পরে সম্রাট শাহজাহানের পছন্দ হওয়াতে সেই ডিজাইনের আদলে বানানো হয় বিশ্ববিখ্যাত তাজমহল।
মঙ্গলগ্রহে অবস্থিত ‘Olympus Mons’ হচ্ছে আমাদের সৌরজগতের উচ্চতম পর্বতশৃঙ্গ। এর উচ্চতা ১৪মাইল। এটি পৃথিবীর মাউন্ট এভারেস্টের থেকে প্রায় তিন গুন উঁচু।
Tanzanite পাথর পৃথিবীতে একমাত্র একটি জায়গায় এটি পাওয়া যায়। স্থানটি হল Mount Kilimanjaro, Tanzania, Africa. এই পাথর ‘হীরা’ থেকেও ১০০০গুন বিরল।
পাবলিক টয়লেটের কমোডে যে পরিমাণ জীবাণু আছে, তার চেয়ে বেশি জীবাণু আছে আমাদের মোবাইল ফোনে।
তাজমহলের ডিজাইনারের নাম ছিল- ঈশা মোহাম্মদ। তিনি তার স্ত্রীকে উপহার দেয়ার জন্য একটি ভাস্কর্য বানিয়েছিলেন। পরে সম্রাট শাহজাহানের পছন্দ হওয়াতে সেই ডিজাইনের আদলে বানানো হয় বিশ্ববিখ্যাত তাজমহল।
মঙ্গলগ্রহে অবস্থিত ‘Olympus Mons’ হচ্ছে আমাদের সৌরজগতের উচ্চতম পর্বতশৃঙ্গ। এর উচ্চতা ১৪মাইল। এটি পৃথিবীর মাউন্ট এভারেস্টের থেকে প্রায় তিন গুন উঁচু।
Tanzanite পাথর পৃথিবীতে একমাত্র একটি জায়গায় এটি পাওয়া যায়। স্থানটি হল Mount Kilimanjaro, Tanzania, Africa. এই পাথর ‘হীরা’ থেকেও ১০০০গুন বিরল।
পাবলিক টয়লেটের কমোডে যে পরিমাণ জীবাণু আছে, তার চেয়ে বেশি জীবাণু আছে আমাদের মোবাইল ফোনে।
অলিম্পিক গোল্ড মেডেলে মাত্র ১.৩৪ শতাংশ সোনা আছে। বাকি ৯৮.৬৬ শতাংশ থাকে রূপা।
ভাই এধরনের পোস্ট ব্লগে করবেন
ভাই এধরনের পোস্ট ব্লগে করবেন না।এধরনের পোস্ট ফেসবুক-এর জন্য শ্রেয় ব্লগের জন্য নই।
ভাই হুদাই এমন পোস্ট দিয়েন না।
ভাই হুদাই এমন পোস্ট দিয়েন না। দিতে চাইলে এফ বি তে দিয়েন।
সরি ভাই আর দিমু না নতুন ইউজার
সরি ভাই আর দিমু না নতুন ইউজার ত বুঝি নাই|
(No subject)
:কানতেছি: :কানতেছি: :কানতেছি:
তাজমহল সত্যিই শাহজাহানের সময়ে
তাজমহল সত্যিই শাহজাহানের সময়ে তৈরি কিনা সে বিষয়ে ঘোর সন্দেহ আছে। আর এর ডিজাইনার ঈশা খানের হওয়া তো দূরের কথা। এই তাজমহল হল হিন্দুদের দেবতা শিবের মন্দির নাম তেজামহল। আগ্রহীরা পি এন ওক এর বই পড়ে দেখতে পারেন।
হুদাই
হুদাই