আমার অবাক চাদেঁর আড়ি
হলো বিচ্ছেদ তাড়াতাড়ি,
আমি জোছনা জলে ডুবি ,
তুমি আধাঁরি মায়া ছবি ।
আমার প্রজাপতির ডাঙ্গা
হলো এ মন আজ ভাঙ্গা
আমায় নিছক ডানার আচে
তুমি করেছিলে কাছে ।
আমার দুঃখ রাংগা জোনাক,
তুমি করলে আমায় অবাক ।
আমি যাই সরে চুপি
এক নিভে যাওয়া কুপি।
আমার শরত খাতার পাতা,
তোমার লেখা অবুঝ মানে।
আমি বুঝিনা তার কথা
শুধু তাকাই চাদঁ পানে ।
(No subject)
:ভাবতেছি:
হুম
হুম
(No subject)
:ধইন্যাপাতা: