আর সেদিনের পর জন্মেনি আমার
কোনো অনুভূতি কোনো মায়া । নীরব
বিকেল,নীরব গোধূলি, নীরব সব সাদা মেঘ ।
আর সেদিনের পর বেলকনির ঠোঁটে ধুসর বিকেল
আকেনি অবাদ্ধ ছায়া ।
দুর্বিষহ সময়,দুর্বিষহ বিকেল,দুর্বিষহ কিছু
মায়া ।
আর সেদিনের পর সন্ধামালতীর
কালো কেশগুলির আড়ালে লুকোয়নি ঝিঝিদের দল
।
আধাঁরি রাত,আধাঁরি চাদঁ,আধাঁরি সন্ধে কায়া ।
আর সেদিনের পর জন্মেনি আমার
কোনো অনুভূতি কোনো মায়া ।
ইস্টিশনবিধির ৫নং ধারা
ইস্টিশনবিধির ৫নং ধারা মোতাবেক,
আপনার ব্লগপোস্ট :মানেকি: :মানেকি: :মানেকি: :মানেকি: :মানেকি: :মানেকি:
(No subject)
:মাথাঠুকি: :মাথাঠুকি: