আইলো কী দিন দেখছি চোখে- হায়রে কলির ঘোর,
সৎ মানুষ আজ একলা কাঁদে অসৎ খাটায় জোর।
বিজ্ঞজনের যায় না পেটে, দু’মুঠ খাবার দুই বেলাতে-
আহাম্মকের টাকার পাহাড়- মন সুখে বিভোর।
মেধার জোড়ে কর্ম পাবে, এমন আশাও করলে ভবে,
শান্ত্রী দিয়ে মন্ত্রী তবে, তোমার পিঠের ছাল তুলাবে,
কল্পনাতেই আমলা হও আর স্বপ্নে করো ওদের বিচার-
মনের ক্ষোভে দাও গালি তাই- বন্ধ করে দোর।
জীবন-মুখী লেখক যিনি, জন্ম নিয়েই হলেন ঋণী,
মাটির দেনা শোধে তিনি, নাম যশ করে কুরবানী,
জ্ঞান যতই করুন প্রসব, পাবেন গালি ছাড়াই হিসাব-
রস ছড়িয়েই রসিক সাহেব- পাচ্ছে কী আদর!
আইলো কী দিন দেখছি চোখে হায়রে কলির ঘোর,
আইলো কী দিন দেখছি চোখে- হায়রে কলির ঘোর,
সৎ মানুষ আজ একলা কাঁদে অসৎ খাটায় জোর।
বিজ্ঞজনের যায় না পেটে, দু’মুঠ খাবার দুই বেলাতে-
আহাম্মকের টাকার পাহাড়- মন সুখে বিভোর।
মেধার জোড়ে কর্ম পাবে, এমন আশাও করলে ভবে,
শান্ত্রী দিয়ে মন্ত্রী তবে, তোমার পিঠের ছাল তুলাবে,
কল্পনাতেই আমলা হও আর স্বপ্নে করো ওদের বিচার-
মনের ক্ষোভে দাও গালি তাই- বন্ধ করে দোর।
জীবন-মুখী লেখক যিনি, জন্ম নিয়েই হলেন ঋণী,
মাটির দেনা শোধে তিনি, নাম যশ করে কুরবানী,
জ্ঞান যতই করুন প্রসব, পাবেন গালি ছাড়াই হিসাব-
রস ছড়িয়েই রসিক সাহেব- পাচ্ছে কী আদর!
আইলো কী দিন দেখছি চোখে হায়রে কলির ঘোর,
স্বাধীন দেশে অধীন মানুষ দেশের শাসক চোর!
জনগনের মূল অধিকার কিংবা তাদের ন্যায্য বিচার-
ঘোর আঁধারে চুবনি খায় আজ- কখন হবে ভোর…??
পুরা মাইরা দিলেন?
পুরা মাইরা দিলেন?
হ ভাই, মাইরা দিলাম
হ ভাই, মাইরা দিলাম 😉 😀
এইবার বুঝলাম আপনে কী মাইরা
এইবার বুঝলাম আপনে কী মাইরা দেয়ার কথা কইছেন। আমার সম্পদ ব্যবহার করায় আমারেই চোর বানাইয়া দিছেন। বাহ! :তালিয়া: :তালিয়া: :তালিয়া: :তালিয়া:
(No subject)
:তালিয়া: :তালিয়া: :তালিয়া:
একই কবিতা দুই নিক থেকে দেওয়ার
একই কবিতা দুই নিক থেকে দেওয়ার মাজেজা কি জনাব ?
আপনি তো মাখায় ফেলছেন এক্কেরে :লইজ্জালাগে:
দুই নিক মানে?? আমার তো এখানে
দুই নিক মানে?? আমার তো এখানে নিক একটাই :O :O আর অন্য কোন ব্লগে দেয়ায় নিশ্চয়-ই কোন দোষ নাই। দয়া করে বলবেন অন্য কোন নিকে দেয়া হইছে??
ইস্টিশনবিধির ৫নং ধারা
ইস্টিশনবিধির ৫নং ধারা মোতাবেক,
আপনার ব্লগপোস্ট :মানেকি: :মানেকি: :মানেকি: :মানেকি: :মানেকি: :মানেকি:
ইস্টিশনবিধির ৫নং ধারা
ইস্টিশনবিধির ৫নং ধারা মোতাবেক,
আপনার ব্লগপোস্ট :মানেকি: :মানেকি: :মানেকি: :মানেকি: :মানেকি: :মানেকি:
ইস্টিশনবিধির ৫নং ধারা
ইস্টিশনবিধির ৫নং ধারা মোতাবেক,
আপনার ব্লগপোস্ট :মানেকি: :মানেকি: :মানেকি: :মানেকি: :মানেকি: :মানেকি:
আরে ধুর! আমি লেখা পোস্ট করলাম
আরে ধুর! আমি লেখা পোস্ট করলাম একটু দেরীতে, তার আগে ফেসবুকে আর অন্য ব্লগে পোস্ট করছি, এইখানে পোস্ট করার পরে দেখি আমার আগেই একজন আমার লেখা পোস্ট করে দিছে :O :O নিজের লেখা এখন নিজের কাছে কপি হইয়া গেলো :O :O মানুষগুলান এমন ক্যান রে ভাই???
ইস্টিশন মাস্টার
ইস্টিশন মাস্টার মহোদয়,
ব্যাপারটা একটু খতিয়ে দেখা হোক ।
চরম লাগলো কবিতা আর নিচের লাইন
চরম লাগলো কবিতা আর নিচের লাইন গুলো পড়ে সাক-আ এর নাম মনে পড়ে গেল 😛
জ্ঞান যতই করুন প্রসব, পাবেন গালি ছাড়াই হিসাব-
রস ছড়িয়েই রসিক সাহেব- পাচ্ছে কী আদর!
ভালো লাগায় আনন্দিত বোধ করছি,
ভালো লাগায় আনন্দিত বোধ করছি, পাশে থাকবেন 🙂
(No subject)
:থাম্বসআপ:
(No subject)
😀 😀 😀