যেদিন ভালবাসবে,
তোমার ওই ঠোঁটের সতীত্ব খসে পড়ে সেখানে জন্ম নেবে নিদারুণ উষ্ণতা।
হঠাৎই অনুভব করবে তুমি দারুণ তীব্র শৈতপ্রবাহে একটু উষ্ণতার জন্য করে চলেছ সুতীব্র হাহাকার।
দু’টো কামুক ঠোঁটের তীব্র আলিঙ্গনে হৃদয় কেঁপে উঠবে বারবার বারবার।
যেদিন ভালবাসবে,
তব নামে লেগে থাকা ‘সতী লজ্জাবতী’র অপবাদ ঘুচে যাবে।
অনেকটা দূরে থাকা মানব-হৃদয়টাকে মনে হবে প্রচণ্ড চেনা অনেক দিনের।
যেন ক্ষণকাল আগে অচেনা মানুষটার কাছে নিজের সবটা সঁপে দিতে এতটুকু আটকাবে না তোমার
যেদিন ভালবাসবে,
তোমার ওই ঠোঁটের সতীত্ব খসে পড়ে সেখানে জন্ম নেবে নিদারুণ উষ্ণতা।
হঠাৎই অনুভব করবে তুমি দারুণ তীব্র শৈতপ্রবাহে একটু উষ্ণতার জন্য করে চলেছ সুতীব্র হাহাকার।
দু’টো কামুক ঠোঁটের তীব্র আলিঙ্গনে হৃদয় কেঁপে উঠবে বারবার বারবার।
যেদিন ভালবাসবে,
তব নামে লেগে থাকা ‘সতী লজ্জাবতী’র অপবাদ ঘুচে যাবে।
অনেকটা দূরে থাকা মানব-হৃদয়টাকে মনে হবে প্রচণ্ড চেনা অনেক দিনের।
যেন ক্ষণকাল আগে অচেনা মানুষটার কাছে নিজের সবটা সঁপে দিতে এতটুকু আটকাবে না তোমার।
যেদিন ভালবাসবে,
মনে হবে পৃথিবীটা জুড়ে শুধু বাস করে নিদারুণ শূন্যতা।
তুমি যে নিরাশ্রয়, ছিন্নমূল; তোমার আশ্রয় কেবলই এক হৃদয়ের মাঝে।
তুমি বেঁচে থাকো সেই হৃদয়ে, যেই হৃদয় বেঁচে থাকে তোমাতেই। মনে হবে, সবকিছু শূন্য হৃদয় ছাড়া ।
যেদিন ভালবাসবে,
চারপাশে ঘটে চলা অজস্র ঘটনার সবটুকু বোধ তুমি যেন হারিয়ে ফেলবে।
তুমি আর অনুভব করবে না, তোমার সামনে-পেছনে আর ডানে-বামে অজস্র মানুষের ভীড়টুকু।
তুমি শুধু অনুভব করবে, তুমি কাউকে জড়িয়ে ধরে রেখেছে পরম আবেগ দিয়ে। প্রবল জনস্রোতেও।
যেদিন ভালবাসবে,
তব হৃদে মনে হবে, বিশ্বময় শুধুই আছে যত যন্ত্রণা; আর সব অনুভূতি মরে গেছে হৃদয়েই।
দৃষ্টিতে যন্ত্রণা, ভাবনায় যন্ত্রণা; একরাশ যন্ত্রণা আর যন্ত্রণা শুধু রয়ে গেছে ঠোঁটে আর হৃদয়ে ও সত্ত্বায়।
মনে হবে, এক ফোঁটা যন্ত্রণা পাওয়ার জন্যই তোমার জন্ম হবে। যন্ত্রণাই সত্য। আর সব নিদারুণ মিথ্যে এ পৃথিবীতে।
যেদিন ভালবাসবে,
সেদিন ঠিক সেদিন জেনে যাবে, সৃষ্টির সবচেয়ে নিদারুণ সত্য হচ্ছে এক ছায়ালোক ভালবাসা।
তোমার লজ্জা, ভয়, স্বপ্ন-দুঃস্বপ্ন, আকাঙ্ক্ষা, শূন্যতা, যন্ত্রণা সবকিছু মরে যাবে ভালবাসা সামনে এসে দাঁড়ালে।
যেদিন ভালবাসবে, তুমি কেবল জানবে, তুমিই ভালবেসেছ।
সুন্দর কবিতা , ভাল লেগেছে
সুন্দর কবিতা , ভাল লেগেছে :ভালাপাইছি:
Thanku NOKIA bro…
Thanku NOKIA bro… 😉
(No subject)
:ভাবতেছি: :ভেংচি:
ভাল লেগেছে
যেদিন
ভাল লেগেছে
যেদিন ভালবাসবে,
সেদিন ঠিক সেদিন জেনে যাবে, সৃষ্টির
সবচেয়ে নিদারুণ সত্য হচ্ছে এক ছায়ালোক
ভালবাসা।
তোমার লজ্জা, ভয়, স্বপ্ন-দুঃস্বপ্ন,
আকাঙ্ক্ষা, শূন্যতা, যন্ত্রণা সবকিছু
মরে যাবে ভালবাসা সামনে এসে দাঁড়ালে।
যেদিন ভালবাসবে, তুমি কেবল জানবে, তুমিই
ভালবেসেছ।
পাগলারে ইতা তুই কিতা করলি?
পাগলারে ইতা তুই কিতা করলি? আমি লিখছিলাম আট মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে। সেইটারে তুই কোথাও ভাঙ্গলি চার মাত্রায়। মাইন্যা নিলাম। মাত্রাবৃত্তে খুব কম হলেও মাঝে মধ্যে চার মাত্রা ব্যবহার করা হয়। কিন্তু, লাস্টে গিয়া ৩+৫ মাত্রায় ভাইঙ্গা দিলি! :'(
আমার কুনু দুষ নাই!! আনি
আমার কুনু দুষ নাই!! আনি মুপাইল হুজুরেরে দিয়া কপি কইরছি 🙁
চমৎকার কবিতা…… বৈশাখি
চমৎকার কবিতা…… বৈশাখি ভাই। :থাম্বসআপ: :থাম্বসআপ:
থেণ্কু বাবা ভাই…
থেণ্কু বাবা ভাই… 😛
গদ্য ও পদ্য দুই শাখাতেই আপনার
গদ্য ও পদ্য দুই শাখাতেই আপনার সমান দক্ষতা। :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
তবে এই কবিতার স্টাইলটা আগেরটার মতোই। এর পরেরটায় একটু ভিন্নতা আনলে ভালো হবে।
😮 এর আগেরটা দুই-তিন মাস আগের
😮 এর আগেরটা দুই-তিন মাস আগের লেখা। আর দুইটার প্রেক্ষাপট মোটামুটি আলাদা। তারপরও একরকম হয়ে গেল!
আর একরকম বলতে কোনটা বুঝিয়েছেন? উপস্থাপনা না’কি থিম? উপস্থাপনা হলে ঠিক আছে। এইটা আমার অনেক প্রিয় উপস্থাপনার ধরণ। অনেকগুলো কবিতায় ব্যবহার করেছি। চেষ্টা করব, ভিন্নতা আনতে…
সমালোচনার জন্য ধন্যবাদ… 🙂
যেদিন ভালবাসবে,
তব নামে লেগে
হাছা নাকি :চোখমারা:
জাতি জানতে চায়…
জাতি জানতে চায়… :ভাবতেছি: :চোখমারা: :বিষয়ডাকী:
(No subject)
:আমারকুনোদোষনাই: :আমারকুনোদোষনাই: :আমারকুনোদোষনাই:
(No subject)
:অপেক্ষায়আছি: :কথাইবলমুনা:
(No subject)
:কেউরেকইসনা: :কেউরেকইসনা: :কেউরেকইসনা: :লইজ্জালাগে: :লইজ্জালাগে: :লইজ্জালাগে:
লজ্জা পাইলে চইলত ন!!
লজ্জা পাইলে চইলত ন!!
(No subject)
:আমারকুনোদোষনাই: :আমারকুনোদোষনাই: :আমারকুনোদোষনাই:
যেদিন ভালবাসবে, তুমি কেবল
যেদিন ভালবাসবে, তুমি কেবল জানবে, তুমিই ভালবেসেছ।
:থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
যেদিন ভালবাসবে, চারপাশে ঘটে
একসময় এই অনুভূতির শিকার হয়েছিলাম… :মাথাঠুকি: :মাথাঠুকি: :দেখুমনা:
(No subject)
:মানেকি: :খাইছে: :রকঅন: :চোখমারা:
কাছা খুইলা কন তো সব। জাতি
কাছা খুইলা কন তো সব। জাতি জানতে চায়…
একসময় এই অনুভূতির শিকার
একসময় এই অনুভূতির শিকার হয়েছিলাম—— জাতি এখন জানতে চায় আপনার অভুজ্ঞতা।
প্রবলেম থাকলে লাভ গুরু দুরন্ত জয়ের সহিত বিনা ফি তে যোগাযোগের পরামর্শ দেয়া হইল। অবশ্য ডাক্তার আতিক প্রেম রোগের স্পেশালিস্ট।
প্রবলেম থাকলে লাভ গুরু দুরন্ত
তাইলেই সারছে…!
একসময় এই অনুভূতির শিকার
একসময় এই অনুভূতির শিকার হয়েছিলাম—— জাতি এখন জানতে চায় আপনার অভুজ্ঞতা।
প্রবলেম থাকলে লাভ গুরু দুরন্ত জয়ের সহিত বিনা ফি তে যোগাযোগের পরামর্শ দেয়া হইল। অবশ্য ডাক্তার আতিক প্রেম রোগের স্পেশালিস্ট।
পুরণো ভালবাসার কবিতাও চির.jpg)
পুরণো ভালবাসার কবিতাও চির নতুনের মত ভাল লাগল। অনেক ভালবাসা।