তোমার মন খারাপের দিনে,
রুমাল দিয়ে মুছে নিও টুকরো টুকরো অভিমান।
অপেক্ষায় অপেক্ষায় বাড়িওনা ক্রোধ।
আবেগহীন নির্লিপ্ত আমি মিশিয়ে নিয়েছি অভিমান নাগরিক কোলাহলে।
তোমার অশ্রুসিক্ত আঁখি আজ নিংড়ে যায় না আমার হৃদয়,
অব্যক্ত অনুভূতিগুলো আর আগের মতো আলোড়িত করে না আমাকে।
আমি আজ সর্বহারাদের দলে।
যদি পারো চলে এসো মানবমুক্তির মিছিলে,
ওষ্ঠ দিয়ে মুছে দিবো অভিমানের প্রতিটি কণা।
(No subject)
:থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
(No subject)
:ফুল: :থাম্বসআপ:
(No subject)
:থাম্বসআপ: :থাম্বসআপ:
সুন্দর
সুন্দর :তালিয়া:
(No subject)
:থাম্বসআপ: :থাম্বসআপ:
বাহ !! সত্যি মুগ্ধ হয়ে গেলাম
বাহ !! সত্যি মুগ্ধ হয়ে গেলাম :তালিয়া: