যদি পারিস তবে বিষ দিস
বিশটি বিষাক্ত বড়ি লালাভ চুম্বনে মিশিয়ে!
কি হয় তুই বলে ডাকলে?
কি হয়?
আমি তোকে তুই বলে ডাকবো,
আপন করে নেবো আপনি সম্বোধনে,
ফিস ফিস করে বলবো,তোমাকে আমি ভালোবাসি;
সব ইচ্ছে আমার।
কোন এক সন্ধ্যায় মালতী না ফুটুক
তীব্র কোনো পারফিউমের গন্ধে
মাথা ধরে যাবেনা,
নেশা ধরাবে দু মগ কফি,
তোর গাল,
তোর তিল,
বুকের ভাঁজে বিন্দু বিন্দু ঘাম!
শোননি তুমি?উত্তেজনায় সকলেই সয়
স্তনের মোচর,প্রবল ঝাঁকুনি এমনকি পেছনের দুভাগে থাপ্পর
চিরায়ত অস্থিরতায় চপল কামড়!
একে একে তোর প্রাইভেট পার্টে প্রবেশ করবো
প্রাচীনতম আহবানে।
তোমাকে নগ্ন করে দেখেছি
ভালো লাগেনি!
কবিরা চায়নি শুধুই আকাশটা
তারা চায় আকাশজুড়ে মেঘ,
কখনো সূর্য কখনো চাঁদ!
তোমার বিবস্ত্র শরীরে সুতোর প্রলেপ
কখনো ব্রেসিয়ার কখনো মসৃন সেমিজ!
কখনোবা অসুখের সময়টাতে প্যান্টির নীচে পরা ন্যাপকিন
অনায়াসে উঠে আসে আমার কাব্যের গভীরে।
কান পেতে শোননি?
শব্দগুলো টাটিয়ে ওঠে কেমন জল ঝড়াচ্ছিলো কামনায়?
না না লালসা নয়!
যে কামনাকে লালসা বলে সে পশু,নতুবা শুধুই দেহের কাঙাল!
লালসা এসে মেশে ভালোবাসায়
দেখোনি?
যতোবার জিভ ছুঁয়েছি বোটায় অথবা বৃন্তে
তুমি আমি সমানতালে কেঁপেছি
মেতেছি চড়ুই সঙ্গমে অজস্রবার,
ক্লান্তি আসেনি।
বিধ্বস্ত হতে দিতে চাও?দিয়ো!
পুরো পৃথিবী ধ্বংস হোক আগুনের নিজস্ব বৃষ্টিতে!আর
তুমি তুই অথবা শুধুই আপনি
হারিয়ে যেও,খুঁজে নেবো একদিন!!!
শুধু তোমার স্তন ও যোনিতে পরা অন্তর্বাস রেখে যেও!
আমি ও নিয়ে হাজারটা কবিতা লিখবো,
গন্ধ নোব
ভালোবাসবো অসীম শীহরনে।
এই কবিতার কিছু কিছু লাইন খুব
এই কবিতার কিছু কিছু লাইন খুব সুন্দর লেগেছে আমার কাছে । উল্লেখ করছি –
১)
২)
আমি অসুখ বলিনি,আমার প্রেমিকা
আমি অসুখ বলিনি,আমার প্রেমিকা এটা বলতো।তার পিরিয়ড হলে সে কখোনি পিরিয়ড বা মাসিক বলতে পারতোনা,সে অসুখ বলতো।হয়তোবা লজ্জায়।তখন আমাদের বয়স কম ছিলো।
মাঝে মাঝে শুতে চাইলে বলতো আমার অসুখ আজ শোবনা ব্যাথা লাগবে।…যা এখনকার মেয়েরা বলেনা।আমার পরিণীতা পিরিয়ডকে পিরিয়ডই বলে।
কবিতা সংস্কার মানেনা,সংস্কার কুসংস্কার সমাজের সৃষ্টি। কিন্ত কবিতা কবির,শুধুই কবির,একমাত্র কবির।
(No subject)
:মুগ্ধৈছি: :ভাবতেছি:
আপনি আমার ব্যাপারে যতোটা
আপনি আমার ব্যাপারে যতোটা কনফিউজড আমি ততোটাই খোলামেলা,রিলেশন আই মিন সেক্স নিয়ে কথা বলতে লজ্জা পাওয়া ব্যাকডেটেড আচরন। আপনি যদি বিয়ে না করে থাকেন আই হোপ আপনি এখনো ভার্জিন।যদিও বিয়ের আগে আমি আরেকজনের সাথে লিভ টুগেদার করেছি।ধার্মিক হবার পর ছেড়ে দিয়েছি। গুনাহ 😀
কিসের যেন একটা এড ছিলো -জোর
কিসের যেন একটা এড ছিলো -জোর সা ঝাটকা ধিরেসে লাগে।
কবিতা ভালো হইছে দাদা। :গোলাপ: :গোলাপ: :গোলাপ:
অশেষ ধন্যবাদ প্রিয় শঙ্খ দা
অশেষ ধন্যবাদ প্রিয় শঙ্খ দা :গোলাপ:
শুধু তোমার স্তন ও যোনিতে পরা
আমি শুধুমাত্র স্মৃতি সম্বল করেই কাজ চালাই। স্তন আর অন্তর্বাস নশ্বর , কিন্তু মনের মধ্যে যে দাগগুলো আছে সেগুলো অবিনশ্বর-অমর। :চশমুদ্দিন:
ভালো বলেছেন দাদা ♥
ভালো বলেছেন দাদা ♥
রাজু দার কবিতার জন্য অপেক্ষায়
রাজু দার কবিতার জন্য অপেক্ষায় থাকি কখন পড়বো কখন পড়বো ।। পড়ে ফেললাম আর প্রতিবারের মত এইবারও :থাম্বসআপ: :বুখেআয়বাবুল: :ভালুবাশি:
মাথার এক এক হাত উপর দিয়ে চলে গেলো :ভেংচি:
হা হা হা।অনুপ্রেরনার খনি আমার
হা হা হা।অনুপ্রেরনার খনি আমার প্রিয় পথিক দা,অশেষ অশেষ ধন্যবাদ ♥♥♥
“বিধ্বস্ত হতে দিতে
— :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :bow: :bow:
কবিদের আলোচনা আসলেই অনেক জ্ঞানগর্ভ হয়! অনেক কিছুই শিখার আছে…
:bow: :bow: :bow: :bow: টু রাহাত ভাই এবং রাজু রণরাজকে…
অনেক অনেক ধন্যবাদ প্রিয় তারিক
অনেক অনেক ধন্যবাদ প্রিয় তারিক ভাই,তবে আমি আপনাকে কাব্যের একজন সমজদার পাঠক এবং লেখক হিসেবেই জানি ♥♥♥
কয়েকটা লাইন দুর্দান্ত
কয়েকটা লাইন দুর্দান্ত ছিল।চমৎকার লেগেছে।
পুরাই মাথানষ্ট :মাথানষ্ট: :মাথানষ্ট: :থাম্বসআপ: :থাম্বসআপ:
(No subject)
:থাম্বসআপ: :গোলাপ: :থাম্বসআপ: