হুমকি দিচ্ছি,
একদিন তোমার ঠোঁট থেকে সবটুকু কোমলতা খসে পড়বে।
শীতের রুক্ষতায় ছেয়ে যাবে অধর।
হুমকি দিচ্ছি,
কোন একদিন তোমার হাসিতে টোল পড়বে না গালে।
যে হাসিতে মুগ্ধ হয়েছিলাম, তা আর কেউ দেখবেনা।
হুমকি দিচ্ছি,
একদিন তোমার ঠোঁট থেকে সবটুকু কোমলতা খসে পড়বে।
শীতের রুক্ষতায় ছেয়ে যাবে অধর।
হুমকি দিচ্ছি,
কোন একদিন তোমার হাসিতে টোল পড়বে না গালে।
যে হাসিতে মুগ্ধ হয়েছিলাম, তা আর কেউ দেখবেনা।
হুমকি দিচ্ছি,
কোন এক বিকেলে গলা দিয়ে বেরোবে না আর কোন ধ্বনি।
বিকেলের পাতার সাথে আর গাইবে না রবীন্দ্র সংগীত।
হুমকি দিচ্ছি,
একদিন তোমার হৃদয় ছুঁয়ে যাবে বিষাদ
টলমল করবে আকাঙ্খার সরোবর।
হুমকি দিচ্ছি,
কোন এক বিষণ্ণ বিকেলে,
হঠাৎ হুমকি আর অভিশাপের তোড়জোড়ে অনুভব করবে_
কোন একদিন ভালবাসা পেয়েছিলে।
আজ ব্লগে না আসলে এটা মিস
আজ ব্লগে না আসলে এটা মিস করতাম,এতো সুন্দর কবিতা।অসাধারন। ♥♥♥
(No subject)
:লইজ্জালাগে: :লইজ্জালাগে: :লইজ্জালাগে:
এখন তিনি ভয় পেলেই হয়…
এখন তিনি ভয় পেলেই হয়… :ভাবতেছি: :চিন্তায়আছি: :মাথানষ্ট: :ভেংচি: 😀
চমেতকার লাগলো… :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :বুখেআয়বাবুল:
তিনি কখনও ভয় পান না… উল্টো
তিনি কখনও ভয় পান না… উল্টো আমাকে সবসময় ঝাড়ির ওপর রাখেন…
ভালবাসার মানুষকে অভিশাপ ? এ
ভালবাসার মানুষকে অভিশাপ ? এ অভিশাপ কাজ করবেতো ?
কবিতা পছন্দ হয়েছে :ভালুবাশি:
অভিশাপ দিই নাই তো… হুমকি
অভিশাপ দিই নাই তো… হুমকি দিছি… আর আমার হুমকি বিম্পির দুর্বার গণআন্দোলনের হুমকির মতই…
আসলে আমি এত দিন জানতাম হুমকি
আসলে আমি এত দিন জানতাম হুমকি হচ্ছে আপনি নিজে যেটা করবেন , আর অভিশাপ হচ্ছে যেটা নিয়তির উপর ছেড়ে দেয়া হয় ।
যেটাই হোক না ক্যান ? আপনার কবিতাটা ভাল লাগছে । আমারো মোটামুটি একই কন্সেপ্ট এ একটা কবিতা আছে । একদিন পোস্ট করবোনে , তখন আবার বইলেন না যে আপনারটা কপি করছি। :ফেরেশতা: :ফেরেশতা:
আসলে আমি “অভিশাপ দিচ্ছি”
আসলে আমি “অভিশাপ দিচ্ছি” শিরোনামেই লিখতে চেয়েছিলাম। কিন্তু, এই নামেই শামসুর রাহমান এর একটা মাস্টার পিস আছে… তার ধারে কাছ দিয়েও আমার দ্বারা কিছু লেখা সম্ভব না…
তাই হুমকিই দিলাম…
সব কবিরা একই রকম চিন্তা করে
সব কবিরা একই রকম চিন্তা করে ক্যান ? :মানেকি:
কিংবা একই রকম চিন্তা করে বলেই
কিংবা একই রকম চিন্তা করে বলেই তারা সবাই কবি…
অন্যরকম চিন্তা করলে হয়তো ডাক্তার, ইঞ্জিনিয়ার বা পলিটিক্যাল লিডার হত…
ইয়ে মানে … ডাক্তার
ইয়ে মানে … ডাক্তার ,ইঞ্জিনিয়ার রা কি কবি হয় না ?? :মানেকি:
আমি কিন্তু এই দুইটার মধ্যে একটা প্রফেশনেই আছি :চশমুদ্দিন:
তাহলে তাদের চিন্তার একাধিক
তাহলে তাদের চিন্তার একাধিক উপধারা থাকে…
আমি তো পুরাই কুইনকর্তব্যবিমূঢ
আমি তো পুরাই কুইনকর্তব্যবিমূঢ হয়ে গেলাম 😀
(No subject)
:কেউরেকইসনা:
“ঢ” এর নীচে ফুডা নাই
“ঢ” এর নীচে ফুডা নাই 😉
হুমকি দিচ্ছি, কোন এক বিকেলে
– দারুণ !!! :থাম্বসআপ:
ধন্যবাদ রাত ভাই…
থুক্কু
ধন্যবাদ রাত ভাই…
থুক্কু রাহাত ভাই… 😛
দারুণ লিখেছেন। একেই বলে
দারুণ লিখেছেন। একেই বলে কবিতা। :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
থেন্কু ডাক্তার সাপ…
থেন্কু ডাক্তার সাপ… :ফুল: :ফুল: :ফুল:
সাপ?
সাপ? :কানতেছি:
তাহলে কী ডাকব??? শাপ???
তাহলে কী ডাকব??? শাপ???
আহা কি চমৎকার হুমকি…।
আহা কি চমৎকার হুমকি…। :থাম্বসআপ:
(No subject)
:ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা:
হুমকি না মনে হল অভিশাপ
হুমকি না মনে হল অভিশাপ দিচ্ছেন :চিন্তায়আছি: সবাই যা বলেছে তাই বিশেষ কিছু আর বলার নাই …… :বুখেআয়বাবুল:
আচ্ছা, তাহলে ধরে নেয়া যাক
আচ্ছা, তাহলে ধরে নেয়া যাক হুমশাপ দিছি.. 😀
এইটা ঠিক আছে হুমশাপ নতুন শব্দ
এইটা ঠিক আছে হুমশাপ নতুন শব্দ পেয়ে গেলাম এতে আমাদের বাংলা শব্দ ভাণ্ডার আরো সমৃদ্ধ হল ।। আপনার এই আবিষ্কারকে জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার বিশেষ দাবী জানাচ্ছি 😀
অভিধানে অন্তর্ভূক্তির জন্য
অভিধানে অন্তর্ভূক্তির জন্য বাংলা অ্যাকাডেমির কাছে আবেদন করতে হপে…
চমৎকার কবিতা।মনে রাখার মত
চমৎকার কবিতা।মনে রাখার মত একটি…… ধন্যবাদ বৈশাখী ভাই চরি বৈশাখি ভাই :থাম্বসআপ: :থাম্বসআপ:
আপনাকেও ধন্যবাদ বাবা ভাই…
আপনাকেও ধন্যবাদ বাবা ভাই…
সুন্দর
:থাম্বসআপ: :থাম্বসআপ: সুন্দর :থাম্বসআপ: :থাম্বসআপ:
(No subject)
:ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: