আজ একটা কবিতা লিখতে খুব ইচ্ছে করছে
ইচ্ছে করছে মহাকবি হয়ে মহাকাব্য লিখে ফেলি ,
কিন্তু খাতা খুলে বুঝলাম তোমায় মনে পড়ছে
মনে হলো তোমায় সামনে বসিয়ে তোমার কথা লিখি ।
কিন্তু ভাঙা কাঁচের মতো বিচুর্ণ এ মনটাতে
তুমি নামক বিরাজমান সেই স্পন্দনটা ,
অনেকদিন ধরেই শান্তিতে ঘুমিয়ে আছে
সেটার ঘুম আর ভাঙাতে চাই না কোনোমতে ।
আজ একটা কবিতা লিখতে খুব ইচ্ছে করছে
ইচ্ছে করছে মহাকবি হয়ে মহাকাব্য লিখে ফেলি ,
কিন্তু খাতা খুলে বুঝলাম তোমায় মনে পড়ছে
মনে হলো তোমায় সামনে বসিয়ে তোমার কথা লিখি ।
কিন্তু ভাঙা কাঁচের মতো বিচুর্ণ এ মনটাতে
তুমি নামক বিরাজমান সেই স্পন্দনটা ,
অনেকদিন ধরেই শান্তিতে ঘুমিয়ে আছে
সেটার ঘুম আর ভাঙাতে চাই না কোনোমতে ।
তুমি কী ভেবেছিলে তোমাকে হারিয়ে
হারিয়ে যাব আমিও গহীন অরণ্যে ?
আরও কী ভেবেছিলে তোমার শূণ্যতায়
নিজেকে জড়িয়ে নেব অভিশপ্ত জীবনে ?
যদি তুমি এ ভাবনা ভেবে আনন্দ পাও
তাহলে বলি তুমি আমাকে কখনোই চিনতে পারনি ,
ভুলতে পারিনি আমি তোমার ভালোবাসা
পারিনি ভুলতে তোমার কঠোর নিষ্ঠুরতাও ।
তোমায় হারিয়েও হারিয়ে যাইনি আমি
তোমায় মনে রেখেই এগিয়ে যাচ্ছি ,
কবিতা লিখে যাচ্ছি আঘাতের অনুপ্রেরণায়
আরও এগিয়ে যেতে চাই , যদি থাকেন পাশে অন্তর্যামী ।
(No subject)
:ভাবতেছি:
(No subject)
:মাথাঠুকি: :চিন্তায়আছি:
বাণীটি পছন্দ হলো ।
বাণীটি পছন্দ হলো ।
গতকাল একটা কবিতা লিখতে চেয়েও
গতকাল একটা কবিতা লিখতে চেয়েও পারেননি মনে হচ্ছে। আজ আবার চেষ্টা করে দেখতে পারেন সাধু ভাই। :আমারকুনোদোষনাই:
এটা কি মন্তব্য ছিল আতিক ভাই ?
এটা কি মন্তব্য ছিল আতিক ভাই ?
তুমি কী ভেবেছিলে তোমাকে
অস্বাভাবিক কিছু না, অনেককেই দেখেছি এমন মানসিকতা সম্পন্ন :ফেরেশতা:
অবশ্যই অস্বাভাবিক কিছু না ।
অবশ্যই অস্বাভাবিক কিছু না । মানুষ মানেই স্বাভাবিক ।
কবিতার নাম সাধু পুরুষের প্রেম
কবিতার নাম সাধু পুরুষের প্রেম হলে মন্দ হতনা …… 😀
ভাই কি মজা নিলেন ?
ভাই কি মজা নিলেন ?
(No subject)
:থাম্বসআপ: :থাম্বসআপ:
(No subject)
:থাম্বসআপ: :থাম্বসআপ:
(No subject)
:তালিয়া: :থাম্বসআপ: :তালিয়া:
(No subject)
:ধইন্যাপাতা: