আমার বাসার আশেপাশে কোথাও মিলাদুন্নবির মাহফীল হচ্ছে মাইক এর বদৌলতে বাসায় একদম স্পষ্ট শুনা যাচ্ছে, ওইখানের অতিথি মৌলানা সাহেবের কিছু কথা এরকম যেমন – –
<< আসলে আজ এখানে আসার কোন কথায় ছিল না, কয়েকদিনে আগে খোকন ভাই যখন ফোন দিছিল আমি বলছি আমি খালি নাই, তখন খোকন ভাই বললেন আপনি না আসলে হবে না, এরপর গত কাল আবার খোকন ভাই কে ফোন দিলাম হচ্ছে কিনা উনি বললেন না, তখন আমি আবার আমার #শিডিউল একটু নরাচরা করে এখানে চলে আসলাম। সবাই বলুন সুবাহানাল্লাহ। >>
এরপর একটুপর কথায় কথায় আবার বলে এরকম- – –
আমার বাসার আশেপাশে কোথাও মিলাদুন্নবির মাহফীল হচ্ছে মাইক এর বদৌলতে বাসায় একদম স্পষ্ট শুনা যাচ্ছে, ওইখানের অতিথি মৌলানা সাহেবের কিছু কথা এরকম যেমন – –
<< আসলে আজ এখানে আসার কোন কথায় ছিল না, কয়েকদিনে আগে খোকন ভাই যখন ফোন দিছিল আমি বলছি আমি খালি নাই, তখন খোকন ভাই বললেন আপনি না আসলে হবে না, এরপর গত কাল আবার খোকন ভাই কে ফোন দিলাম হচ্ছে কিনা উনি বললেন না, তখন আমি আবার আমার #শিডিউল একটু নরাচরা করে এখানে চলে আসলাম। সবাই বলুন সুবাহানাল্লাহ। >>
এরপর একটুপর কথায় কথায় আবার বলে এরকম- – –
<< আজ এখানে কথা বলে তেমন মজা পাচ্ছি না একা একা কথা বলে কি মজা পাওয়া যায়, আর কোন আলেম ওলামা নেই এখানে তাই কোন #কম্পিটিশন নাই, কয়েকদিন আগে আমাকে ফটিকছড়ির জন্যে #বুকিং করেছিল একটা মাহফিলে, সেখানে ১০০ এর মত আলেম ওলামা ছিল, সবাই বলুন সুবাহানাল্লাহ। সেখানে কথা বলে শান্তি পাচ্ছিলাম। সাথে ভয় ও। কিন্তু এখানে পাচ্ছি না। >>>
>>>>>>>
অনেক আগে থেকেই কেন যেন মাহফিল আমার পছন্দ না, কারন ওইখানে বিশেষ অথিতি হিসেবে কিছু ব্যাবসায়ি আসে । যারা ধর্ম নিয়ে ব্যাবসা করে, সময় ধরে সম্মহিত করে আপনাদের। আমি একদম হলফ করে বলতে পারি আপনি ১০ টা আলেম কে একই সাবজেক্ট নিয়ে কথা বলতে দিন ১০ জনের মতবাদ দশ রকম হবে। ওরা জানে কেবল খাইতে, সময় ধরে কথা বলে টাকা গুনতে। অবশ্য এতে ওদের কোন অপরাধ নেই অপরাধ আমাদের, আমরা বাঙ্গালীরা অনেক বেশি ধর্মভীরু আমরা মনে করি, ধর্ম নিয়ে যারা কথা বলে তাড়া সবাই অনেক গুনের অধিকারি, ওদের পা চাটলে পরকালে বেহেশত ১০০% ।
কি আর বলব আমি জানি এই লেখা পড়ে অনেকেই নাস্তিক ট্যাগ দিয়েই দিবে আমাকে। কিন্তু যাহা বাস্তব তাহা বাস্তব উনার নিজের মুখে বলা কথা ই উপরে উল্লেখিত, আপনারাই বিচার করুন এদের ব্যবসায়ী না বলে আর কি বলা যায় ???
কিছুই বলার নাই। যতদিন লোকজনের
কিছুই বলার নাই। যতদিন লোকজনের মাথায় সত্যিকারের শিক্ষা বা সচেতনতা জিনিসটা না আসবে, ততদিন এসব চলতেই থাকবে
হুম
হুম
নানান ধান্দাবাজি ব্যবসার
নানান ধান্দাবাজি ব্যবসার মধ্যে সবচেয়ে লাভজনক ব্যবসা হচ্ছে ধর্ম ব্যবসা। শুধুই প্রফিট, কোন লোকসান গুনতে হয় না।
নানান ধান্দাবাজি ব্যবসার
– একদম খাঁটি কথা… :ফুল: :ফুল: :ফুল:
হুম
হুম
(No subject)
:ক্ষেপছি: :মাথাঠুকি: :লইজ্জালাগে: