একটা অজানা অস্বস্থিকর ঘ্রাণ আমার সাথে
হেঁটে বেড়াচ্ছে ।নিদ্রার বিছানায়,ঘরের কোণে,জানালার
কাছে গভীর রাত কাটালো ।ভোর দরজা খুলেই
অর্ধভেজা পথে তার সাথে সাক্ষাত্, হালকা রৌদ্রের
ঝিলিকে আঘাত করলাম ।দুপুরে জোরপূর্বক কথোপকথন,
অসহ্য নিঃশ্বাস উঠা নামা বুকের হৃদযন্ত্রে ঘোর
ক্লান্তির চোখ ।অসভ্যের মতো দখল সন্ধ্যার রসের
আলাপ,বমির বিশ্রী চাপ।এড়ানোর শেষ চেষ্টায়
নাকের দু’ছিদ্র বন্ধ,অবশেষে চরম বোঝাপড়ায়……..
একটা অজানা অস্বস্থিকর ঘ্রাণ আমাকে প্রতিনিয়ত তামাসা করছে ।
রাত-২.৪১মিনিট
০৯-১০-১৩
হেমসেন লেইন