শিবিরের ওয়েবসাইট হ্যাক করে শাহবাগের নামে উৎসর্গ করেছে একদল হ্যাকার। :নৃত্য: :নৃত্য: :ফুল: :ফুল: শুক্রবার রাতে শিবিরের ওয়েবসাইট (www.shibir.org.bd) হ্যাক করে হোম পেইজে হ্যাকার দল ইংরেজিতে লিখে দেয়, দিস হ্যাকড ইজ ডেডিকেটেড টু শাহাবাগ। মাই ওয়ার ইজ ডিক্লিয়ার এগেইনস্ট ইউ। :bow: :bow: :bow:
শিবিরের ওয়েবসাইট হ্যাক করার পর হোম পেইজে বসিয়ে দেয়া কালো পৃষ্ঠায় হ্যাকার নিজের পরিচয় দেন ‘XTOR’। এরপর সবুজ বন্ধনী চিহ্নে লাল হরফে লেখা হয় প্রাউড টু বি এ বাংলাদেশি’।
শিবিরের ওয়েবসাইট হ্যাক করে শাহবাগের নামে উৎসর্গ করেছে একদল হ্যাকার। :নৃত্য: :নৃত্য: :ফুল: :ফুল: শুক্রবার রাতে শিবিরের ওয়েবসাইট (www.shibir.org.bd) হ্যাক করে হোম পেইজে হ্যাকার দল ইংরেজিতে লিখে দেয়, দিস হ্যাকড ইজ ডেডিকেটেড টু শাহাবাগ। মাই ওয়ার ইজ ডিক্লিয়ার এগেইনস্ট ইউ। :bow: :bow: :bow:
শিবিরের ওয়েবসাইট হ্যাক করার পর হোম পেইজে বসিয়ে দেয়া কালো পৃষ্ঠায় হ্যাকার নিজের পরিচয় দেন ‘XTOR’। এরপর সবুজ বন্ধনী চিহ্নে লাল হরফে লেখা হয় প্রাউড টু বি এ বাংলাদেশি’।
একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধীতাকারী দল জামায়াত ও শিবিরকে নিষিদ্ধ করা এবং যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলনের মধ্যেই এ ওয়েবসাইট হ্যাক করা হলো।
সাইবার যুদ্ধে শিবিরকে বুঝায় দেয়া হইলো খাইছি তোরে :তুইরাজাকার: :তুইরাজাকার: :তুইরাজাকার:
শুধু ওয়েব সাইট হ্যাক নয় ! সব
শুধু ওয়েব সাইট হ্যাক নয় ! সব শিবিরকে স্বাধীন বাংলার মাটি থেকে উচ্ছেদ করা হোক। বাংলাদেশের মাটি শিবিরের জন্য হারাম করে তাদেরকে পাকিস্তানে পাঠান হোক।
এই কুত্তারবাচ্চাদের জীবন
এই কুত্তারবাচ্চাদের জীবন হ্যাক করতে হবে।
আই আমি হ্যাকার হইতে চাই।
আই আমি হ্যাকার হইতে চাই। জামাত শিবিরের জীবন হ্যাকার :মাথানষ্ট: :মাথানষ্ট: :মাথানষ্ট:
হ্যাকার গ্রুপটির নাম “বিডি
হ্যাকার গ্রুপটির নাম “বিডি এক্সটর” শুধু “এক্সটর” না।
বাকিগুলারে খাওনের দাবি জানাই
বাকিগুলারে খাওনের দাবি জানাই