….হঠাত কোন বরষা রাতে
আসবে তুমি গোলাপ হাতে,
বলবে তুমি মুচকি হেসে
“এই ছেলে তোর মনের সিট
এখনোও কি খালি আছে?”
আমি সেদিন অট্টহেসে
বলবো তোমায় ঝেরে কেশে,
বড় দেরি হয়ে গেছে
আমার মন দখলে গেছে,
টিকিট তুমি রাখো কেটে
ফোন দিবো মন ফাঁকা হলে।
….হঠাত কোন বরষা রাতে
আসবে তুমি গোলাপ হাতে,
বলবে তুমি মুচকি হেসে
“এই ছেলে তোর মনের সিট
এখনোও কি খালি আছে?”
আমি সেদিন অট্টহেসে
বলবো তোমায় ঝেরে কেশে,
বড় দেরি হয়ে গেছে
আমার মন দখলে গেছে,
টিকিট তুমি রাখো কেটে
ফোন দিবো মন ফাঁকা হলে।
তুমি সেদিন যেও চলে
মনে শত কষ্ট নিয়ে,
বুঝবে সেদিন কষ্ট কত
প্রথম ছ্যাকার ধাক্কা খেতে !
মেয়ে যখন যাবেই চলে
গোলাপ শুধু যেও দিয়ে,
আমার জানু গোলাপ আবার
খুব বেশি ভালবাসে !
(No subject)
😀 :হাসি:
(No subject)
:মুগ্ধৈছি:
বিদ্রোহী কবিতা !!!!!!!!!!!!
বিদ্রোহী কবিতা !!!!!!!!!!!! :খাইছে: :খাইছে: :খাইছে: :মানেকি: :মানেকি:
(No subject)
:ফেরেশতা:
(No subject)
:থাম্বসআপ:
থ্যাংকস
থ্যাংকস
(No subject)
:থাম্বসআপ:
ধন্যবাদ যাত্রী
ধন্যবাদ যাত্রী
বেশ ভালো লাগল
বেশ ভালো লাগল
ধন্যবাদ কবি বন্ধু
ধন্যবাদ কবি বন্ধু