ক্লান্ত-শ্রান্ত দু চোখের পাতায়
ঘুম।
আমি শুধু ছুটেছি এদিক-ওদিক
সাঁঝের বেলা কখন ফুরিয়ে
পৃথিবীর শরীর বেয়ে নামে
নিশীথ-নিবিড়;খাটের তলায় ইঁদুর –
রাতের মাংসে নিক্ষিপ্ত শিশির
পৃথিবীর কানে ঝরে যাওয়া সুর
দূর-বহুদূর । কখনো ভিতরে
কখনো বাইরে ভেঙে-চুড়ে
পুনঃ গড়ে তুলি সাজানো গোছানো ঘর
থেকে থেকে হঠাত্ মগজের কোষে
চারটি শব্দের উঁকি –
স্নায়ুতে স্নায়ুতে
তোলপাড় কানের পর্দায় কন্ঠের
রেশ –
‘তুই কিচ্ছু বুঝিস না !’
স্মৃতি খুড়ে সন্ধানী অনুভূতির
এপিটাফ
সুর কেটে-ছিড়ে বেসুর বাউল
আমি শুধু ছুটেছি এদিক-ওদিক!
____অসীম নন্দন
স্মৃতি খুড়ে সন্ধানী
– ভালো লিখেছো ।
ধন্যবাদ দাদাভাই।আপনার জন্য
ধন্যবাদ দাদাভাই।আপনার জন্য ভালোবাসা
(No subject)
:ফুল:
(No subject)
:থাম্বসআপ:
(No subject)
:গোলাপ:
সুন্দর হয়ছে ভাই ……
সুন্দর হয়ছে ভাই …… :তালিয়া:
চমৎকার নন্দন…
চমৎকার নন্দন… :মুগ্ধৈছি: :ফুল: :ফুল: :ফুল: :বুখেআয়বাবুল: