দয়া করে আমার আইডিটি ডিলিট করুন।আমি এতে কিছু বিতর্কিত পোস্ট দিয়েছি।আমি চাইনা কেউ আমাকে ভাদা ভাবুক।আমি একজন সচেতন দেশপ্রেমিক হিসেবে পরিচিতি পেতে চাই।আমি একজন নিয়মিত ফেসবুক ব্যবহারকারী।আমার মনে হয় ফেসবুকই আমার জন্য অধিক উপযুক্ত।ব্লগের জন্য আমি উপযুক্ত নই।আমি বুঝে উঠতে পারিনি যে ব্লগ আসলে নাস্তিকদের আড্ডাখানা[সবাই নয়।]।আমি ইস্টিশন মাস্টারের প্রতি অনুরোধ করবো,তিনি যেন আমার পোস্টটি দেওয়ার কমপক্ষে আধাঘন্টার মধ্যে আমাকে ব্লগ থেকে ছুঁড়ে ফেলে দেয়।কারনটা তো আগেই বলেছি,আমি ব্লগের জন্য উপযুক্ত নই।প্রয়োজন হলে আমি আবার নতুন করে ইস্টিশনের নতুন একটি টিকিট কাটবো।
ধন্যবাদ।
নিজে কতটা আস্তিক তা পরিমাপের
নিজে কতটা আস্তিক তা পরিমাপের বাটখাড়া আছে কি!!!
ইস্টিশন মাস্টার! ওরে রাইক্ষা
ইস্টিশন মাস্টার! ওরে রাইক্ষা যদি ভারচুয়াল থু থু ছেটানোর কোন ব্যবস্থা থাকে তাই করেন। শালা আস্তিক সাজছোস। কয় ওয়াক্ত নামায পড়স? তোর মা-বোনরে যদি কেউ রেইপ করে আর তুই যদি তার বিচার চাস, তো নাস্তিক হয়ে গেলি? তোর একটা কবিতা পড়লাম; তুই তোর মা-বোনের বিচারের আগে অন্য অনেক কিছুর সমাধান চাস, মানে তুই আসলে কিছুস চাস না। তুই ব্যাটা দজ্জাল! কারণ তুই তোর মা-বোনরে পাকিস্থানি সৈন্যের হাতে ছেড়ে দিস। তোর মুখে কুত্তার থু!
(No subject)
:তুইরাজাকার: :তুইরাজাকার:
ছিঃ
ছিঃ