হুররে!
বাংলাদেশ বিশ্ব হকি লীগে টানা দ্বিতীয় জয় পেয়েছে।
চীনের পর এবার তারা টুর্নামেন্টের শক্তিশালী দল ওমানকে হারিয়েছে।
বাংলাদেশ ক্রিকেট দলের মতোই আমি বাংলাদেশ হকি দলকেও ভালোবাসি।
তাই তাদের এ জয়ী আমার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় হকি দলের সবাইকে শুভেচ্ছা জানাই।
আল্লাহপাক বিশ্ব হকি লীগে বাংলাদেশ ক্রিকেট দলকে চ্যাম্পিয়ান হওয়ার সুযোগ দান করুক।আমিন।।
সবার প্রতি অনুরোধ করবো-বাংলাদেশ ক্রিকেট দলকে আপনারা উত্সাহ দিন,নিয়মিত খেলা দেখুন।ইনশাল্লাহ আমরা জয়ী হবো।।
এটা কোন ধরনের ব্লগ পোস্ট ভাই?
এটা কোন ধরনের ব্লগ পোস্ট ভাই? দয়া করে সামুতে যান। ইস্টিশন মাস্টারকে অনুরোধ করব এই ধরনের আজেবাজে আকাইম্ম্যা পোস্ট প্রথম পাতায় স্থান না দেওয়ার জন্য।
এই লেখাটির কোথায় আপনি ক্রটি
এই লেখাটির কোথায় আপনি ক্রটি খুঁজে পেয়েছেন?নাকি কোনো ভালো জিনিসই আপনার ভালোলাগেনা?আমি ইস্টিশন কর্তপক্ষকে অনুরোধ করবো তারা যেন এইসব ভাদাদের ব্লগ থেকে লাথি মেরে বের করে দেয়।।
হাহাহাহাহা…… এইতো আপনার
হাহাহাহাহা…… এইতো আপনার আসল পরিচয় প্রকাশ পেয়ে গেল। ভালই বলেছেন। আমি ভাদা নাকি ফাদা সেটা এই ব্লগসহ ফেবু/ব্লগ দুনিয়ার সবাই জানেন। সবচেয়ে বড় কথা হচ্ছে ল্যাঞ্জা ইজ ডিফিক্যাল্ট টু হাইড! বেশ জমবে মনে হচ্ছে আপনার সাথে। হকি থেকে কার জন্য কাঁদাকাঁদি শুরু করবেন সেটা অচিরেই দেখতে পাব। অনেকগুলো খোয়াড় আম্বা সরকার বন্ধ করে দেওয়াতে অনেকেই জয়াগা সংকটে ভুগছে! শুরুটা আপনার ভাল হয় নাই। এখানে খেলে সুবিধা করতে পারবেন না।
আমি বুঝতে পারছিনা,আসলে আপনি
আমি বুঝতে পারছিনা,আসলে আপনি আমাকে কি বলতে চাচ্ছেন।
আমি মূলত একজন নিয়মিত ফেসবুক ব্যবহারকারী।এই ব্লগের যে মালিক সে আমার ফেসবুক ফ্রেন্ড।তার হাত ধরেই আমার এখানে আসা।
আর আপনার কথা স্পষ্ট নয়।স্পষ্ট করে বলুন।দয়া করে ঝেড়ে কাশুন।
ঠিক আছে, ব্লগিং করেন। আপনি
ঠিক আছে, ব্লগিং করেন। আপনি আবার মালিক পক্ষের লোক। ভয় পাইছি আমি।
উত্সাহ দেওয়ার জন্য
উত্সাহ দেওয়ার জন্য ধন্যবাদ।আশা করবো মিলেমিশে একটি পরিবারের মতো আমরা আবদ্ধ থাকবো।
আমি আপনাকে একটুও উৎসাহ দেই
আমি আপনাকে একটুও উৎসাহ দেই নাই। আপনাকে ভয় পাইছি।
কাউকে হুট করে ভাদা কারা বলে
কাউকে হুট করে ভাদা কারা বলে সেটা জানেন তো? :ভাবতেছি:
বিশ্ব হকি লিগে ক্রিকেট দল
বিশ্ব হকি লিগে ক্রিকেট দল কেম্নে চ্যাম্পিয়ন হইব বুঝলাম না।
উত্তেজনার বশে বার্তাবাহক
উত্তেজনার বশে বার্তাবাহক ভাইজান মনে হয় বার্তা একটু ভুল করে ফেলেছেন। স্লিপ অব কি-বোর্ড। :ভেংচি:
কিছু বলবেন না। উনি এই ব্লগের
কিছু বলবেন না। উনি এই ব্লগের মালিকের বন্ধু।
এবার তো ভাই আমিও ডরাইছি।
এবার তো ভাই আমিও ডরাইছি। :-B
আসলে আমি আগে কখনো ব্লগিং
আসলে আমি আগে কখনো ব্লগিং করিনি।এটাই প্রথম।তবে আমি ফেবুতে নিয়মিত থাকি।