বিশাল সম্মানিত ‘মাতৃভাষা দিবস’
উপলক্ষে বাসার পাশে বিশাল এক শহীদ
মিনার নির্মান করছে আমাদের বিশাল
এলাকার বিশাল যুবসমাজ। রঙ-বেরঙের
বিশাল বিশাল লাইট লাগানো হইছে। বিশাল
শহীদ মিনারের বিশাল বেদীর ওপর বিশাল বিশাল ফুল দেয়া হইতেছে। সে এক বিশাল
আড়ম্বরপূর্ণ অবস্থা! বিশাল
আয়োজনে অংশগ্রহনকারী বিশাল যুবগোষ্ঠীর
জন্য বিশাল এক খিচুরিভোজের বিশাল ব্যবস্থাও করা হইছে। বিশাল তাৎপর্য মন্ডিত ‘মাতৃভাষা দিবস’ উপলক্ষে এই আয়োজনে বিশাল বিশাল দুই দুইটা সাউন্ডবক্স ভাড়া কইরা আনা হইছে। এখন সেই বিশাল বিশাল সাউন্ডবক্সে বিশাল বিশাল ধুম-ধারাক্কা ‘হিন্দি’ গান বাজতেছে! আশা করা যায়, বিশাল তাৎপর্য মন্ডিত ‘মাতৃভাষা দিবস’ কে বিশাল বিশাল সাউন্ডবক্সের বিশাল বিশাল ‘হিন্দি’ গানগুলো বিশালতার সাথেই মাতিয়ে রাখবে। প্রিয় মাতৃভাষা দিবস! তুমি তোমার বিশাল ইতিহাস নিয়ে এই বিশাল যুবসমাজের মধ্যে আর কদ্দিন বেচে থাকতে পারবে?
যতদিন বাংলাদেশ নামক দেশটি
যতদিন বাংলাদেশ নামক দেশটি পৃথিবীর মানচিত্রে থাকবে, ততদিন।