বিকালবেলা পাশের বাসার প্রতিবেশী এসেছিলেন সাথে তার পঞ্চম শ্রেনী পড়ুয়া ছেলে কে নিয়ে| আমি বাসায় তেমন থাকতে পারিনা তাই কারো সাথে ভালোভাবে পরিচিতি নাই| ছেলেটার সাথে কথা বলতে শুরু করলাম|
কথা বলার এক পর্যায়ে দুষ্টামি করে ছেলেটার গাল টিপে দিলাম| ছেলেটা বলে উঠল, ‘মুঝে মাত মারো|’ আমি বেকুব হয়ে গেলাম| বললাম বাংলা ভাষার জন্য কত জন শহীদ হয়েছে জানো?? উত্তর দিতে পারেনি| এমনকি কত জন বীরশ্রেষ্ঠ সেটাও জানেনা সে|
এই হলো বর্তমান পরিস্থিতি| পিতা নাহয় চাকরু করে কিন্তু মাতা ছেলের জন্য প্রাইভেট টিউটর রেখেই খালাস| সারাদিন শুধু হিন্দী সিরিয়াল দেখলে তো এমনই হবে|
বিকালবেলা পাশের বাসার প্রতিবেশী এসেছিলেন সাথে তার পঞ্চম শ্রেনী পড়ুয়া ছেলে কে নিয়ে| আমি বাসায় তেমন থাকতে পারিনা তাই কারো সাথে ভালোভাবে পরিচিতি নাই| ছেলেটার সাথে কথা বলতে শুরু করলাম|
কথা বলার এক পর্যায়ে দুষ্টামি করে ছেলেটার গাল টিপে দিলাম| ছেলেটা বলে উঠল, ‘মুঝে মাত মারো|’ আমি বেকুব হয়ে গেলাম| বললাম বাংলা ভাষার জন্য কত জন শহীদ হয়েছে জানো?? উত্তর দিতে পারেনি| এমনকি কত জন বীরশ্রেষ্ঠ সেটাও জানেনা সে|
এই হলো বর্তমান পরিস্থিতি| পিতা নাহয় চাকরু করে কিন্তু মাতা ছেলের জন্য প্রাইভেট টিউটর রেখেই খালাস| সারাদিন শুধু হিন্দী সিরিয়াল দেখলে তো এমনই হবে|
ছোটবেলায় দেখছিলাম একজন আংকেল কে তার বাবা প্রতিদিন এক প্যাকেট গোল্ড লিফ সিগারেট কিনার টাকা দেয় আর বলে, বাবা সিগারেট খা তবুও মাদকাসক্ত বা নেশাগ্রস্থ হইসনা|
এখন আমাদের বলতে হবে, ‘ভারতীয় সিরিয়াল দেখো তবু হিন্দী সিরিয়াল দেইখো না|’
নেপোলিয়ন বেঁচে থাকলে হয়তো তার উক্তিটি একটু পরিবর্তন হয়ে “আমাকে একজন শিক্ষিত হিন্দী সিরিয়াল মুক্ত মা দাও আমি তোমাদের শিক্ষিত স্ব ভাষায় কথা বলা জাতি উপহার দিব|”
ভাবনার বিষ হয়!
ভাবনার বিষ হয়!
যাক তবু ছেলেপেলেরা হিন্দি
যাক তবু ছেলেপেলেরা হিন্দি ভাষা শিখছে। ভালোই তো। :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
নেপোলিয়ন বেঁচে থাকলে হয়তো
:মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি:
(No subject)
:থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
দুঃখ লাগে
দুঃখ লাগে
হাম আপকে হে কৌন?
হাম আপকে হে কৌন? 😀
ওই পিচ্চিরে জিগাইয়েন তো,
ওই পিচ্চিরে জিগাইয়েন তো, “মাইরালা, আমারে মাইরালা” এইটার হিন্দি কি হইব? :মাথাঠুকি:
(No subject)
😀
😀
😀