আজো আমি জোছনা রাতে
তোমায় ভেবে হাসি,
আজো বুঝিনি আর কারো মন
তাই তোমায় ভালবাসি।
আজো আমি অপেক্ষায় আছি
কাল আসবে তুমি ভোরে,
আবার আমি চেঁচিয়ে বলব
আজো ভালবাসি তোরে।
তুমি চড় রেলগাড়িতে
আর আমি স্বপ্নডানায়,
সুযোগ পেলে ভরিয়ে দিতাম
ভালবাসায় কানায় কানায়।
ভালবাসার কথা শোনে
আজো আমি হাসি,
পাগল আমি বলেই আজো
তোমায় ভালবাসি।
আনেক দিন তো কাদিনি
ফেলিনি নিঃসঙ্গ চোখের জল,
আজ মনে আবছায়ায় তুমি
একাকার নির্জন কোলাহল |