খোঁজতে যদি ইচ্ছে করে
খোজ আমায় আকাশটাতে,
যদি কখনো একা লাগে
চাঁদটাকেও পাবে অমাবশ্বাতে।
খোঁজতে যদি ইচ্ছে করে
খোঁজনাকো জোছনা রাতে
ওই রাতটা আমার ভিষণ প্রিয়
চাইনা তোমায় দুঃখ দিতে|
তাও তুমি খোঁজবে আমায়
এই জোছনা রাতে,
আমি সত্যিই খুশি হব
যদি হাতটা তোমার রাখ
আমার হাতে।
ভালবাসায় জড়িয়ে তোমায়
বলবো ভালবাসি,
এত ভালবাসি বলেই তো আমি
তোমায় এত দূরে রাখি।