একটা খুন হবে বলে দিচ্ছি।
হঠাত্ কখনো মনের অলিগোলি
একটি ধারালো ছুরি কিংবা
তিন শিশি সায়ানাইড,ব্যাছ!
কোনো এক রাশপূর্ণিমাতে
শীত-শীত কাঁথামুড়ি রাতে
সকলের অজান্তে ধমনী কেটে
পেটে ছুরি গেঁথে নাড়িভুড়ি উল্টিয়ে,
মেঝেতে থকথকে রক্ত আর
নিথর দেহে নীলমাছির আনাগোনা।
একটা খুন হবে বলে দিচ্ছি।
হঠাত্ কখনো মনের অলিগোলি
একটি ধারালো ছুরি কিংবা
তিন শিশি সায়ানাইড,ব্যাছ!
কোনো এক রাশপূর্ণিমাতে
শীত-শীত কাঁথামুড়ি রাতে
সকলের অজান্তে ধমনী কেটে
পেটে ছুরি গেঁথে নাড়িভুড়ি উল্টিয়ে,
মেঝেতে থকথকে রক্ত আর
নিথর দেহে নীলমাছির আনাগোনা।
কিংবা তিন শিশি সায়ানাইড
এক পেয়ালা চায়ে মিশিয়ে;
আহ্!কী শান্তি তখন।
এমনও হতে পারে –
কোনো এক পড়ন্ত গোধুলী,
দিনের শেষ আলো ঘুলঘুলি
বেয়ে ফ্যাকাশে হলদে দেয়ালে
ঠোঁটে জ্বলন্ত গোল্ডলিফ
লিটারখানেক অক্টেন ঢেলে;
আহ্!কী শান্তি তখন।
জীবন শেষ হবে
হস্তমৈথুনের মতন,
দূর্গন্ধ সমাজ পড়ে রবে
মৃত শিশ্নের ডগায়।
একটা খুন হবে বলে দিচ্ছি।
¤ নন্দন ¤
শেষ দিকটা ভালো লেগেছে
সব
শেষ দিকটা ভালো লেগেছে :থাম্বসআপ:
সব মিলিয়ে মোটামুটি ভালো লেগেছে আর আমার বর্তমান মানসিক পরিস্থিতির সাথে অত্যন্ত যুঁতসই….
দু-তিনটে বানানে অনিচ্ছাকৃত ভুল আছে, শুদ্ধ করে নিবেন :ফেরেশতা:
(No subject)
😀 :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :গোলাপ:
পুরো কবিতার ভাবার্ত আমার কাছে
পুরো কবিতার ভাবার্ত আমার কাছে শিরোনামের সাথে মানানসই মনে হয়নি ।নামটা হতে পারতো ‘আত্মহনন’ এবং শেষ লাইনটা হওয়া উচিৎ… একটা মৃত্যু হবে বলে দিচ্ছি।
আসলে শাহিন ভাই,কবি কবিতায়
আসলে শাহিন ভাই,কবি কবিতায় নিজের হত্যাকান্ডের পরিকল্পণার কথা বলছে।সে কাউকে খুন করবে।আর নিজের থেকে সহজলভ্য মানুষ সে পাবে কোথায়?তাকে যে খুন চেপে ধরেছে।তাই সে নিজেকেই খুন করবে ভাবছে।আর নিজেকে খুন করবে বলেই আত্মহনন বা আত্মহত্যার বদলে মার্ডার নামকরণ হয়েছে।
আর মন্তব্যের লেইগা ধইন্যা লন এত্তগুলান
সুপ্ত তেজ জেগে উঠার আভাস।ভালো
সুপ্ত তেজ জেগে উঠার আভাস।ভালো লাগলো।
কারাগার ভাই আপনের ফেবু আইডির
😀 :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :গোলাপ: কারাগার ভাই আপনের ফেবু আইডির লিঙ্কটা দেননা!বুন্ধু হইবার মুঞ্চায়!
আমার প্রোফাইলে দেখেন।আগে নীল
আমার প্রোফাইলে দেখেন।আগে নীল ছিল,এখন কালো হয়ে গেছে।
শেষটা আসলেই সাহসিয়ার
শেষটা আসলেই সাহসিয়ার দুর্বোধ্য সুন্দর হইছে…
:থাম্বসআপ: :থাম্বসআপ: :bow: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :গোলাপ: :গোলাপ: :ফুল: :ফুল:
ধন্যবাদ তারিক ভাইজান।আপনারে
ধন্যবাদ তারিক ভাইজান।আপনারে এত্তগুলা ভালোবাসা।
কঠিন সুন্দর কবিতা
কঠিন সুন্দর কবিতা
ধন্যবাদ ভাই।ভালোবাসা নিবেন।
ধন্যবাদ ভাই।ভালোবাসা নিবেন।
প্রথম লাইনে কি যেনো একটা
প্রথম লাইনে কি যেনো একটা আছে।কিসের যেনো ইংগিত।
(No subject)
😀 :গোলাপ: :গোলাপ:
(No subject)
:থাম্বসআপ::bow:
(No subject)
:ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :গোলাপ: