হ্যাঁ একটি চায়ের কাপে চুমুকে
তৃপ্ত হত তোমার মন।
হাতে থাকত নিকোটিনের ক্রমাগত জ্বালা
যা তোমায় কুঁড়ে কুঁড়ে খেত।
সময়ের কঠোর কুঠারাঘাত তোমায়
টুকরো করত সারাক্ষন।
কখনো প্রেমিকা হারানোর যন্ত্রনায়
সারাক্ষন বিদ্ধ হত তোমার মন।
হটাৎ দেশ ভাবনায় অবক্ষয়ের চিন্তায়
দ্বিগভ্রান্ত তুমি ছুটে গেলে মিছিলে।
সারাদিন শ্লোগান দিয়ে দেশকে ভালবেসে
দৃপ্ত শপথ বুকে নিয়ে ফিরে আশা।
দিন শেষে এটাই আমার গল্প ছিল
চমৎকার লাগল।
চমৎকার লাগল। :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
হাতে থাকত নিকোটিনের ক্রমাগত
—- ভালো লেগেছে !