নগরীর বুকে কোলাহল নেই আজ, শুধু মাঝে মাঝে কাছে দুরে দু একটা অবহেলীত কমদামী মনুষ্য প্রানের আর্তনাদ।
ও কিছু নয় সামান্য বিস্ফোরিত ককটেলের আঘাত।
পথচারীর পায়ের ধুলোয় এতদিন দূষিত ছিল নগরীর বাতাস,
এখন ওদেরই কারো রক্ত কনা শূন্যে ভাসে, বিশুদ্ধ বাতাসে চলবে ক্ষমতা লোভীদের শ্বাস-প্রশ্বাস।
ব্যাস্ততার ঘামে দূর্গন্ধ অনেক, দেহের রক্তে তাই ভাসছে রাজপথ।
এ পথেই যে হাটবে ওরা-
ঐতো সম্মুখেই সিংহাসন পাতা।
ওরা কি একবার ও ভাবল ওটা ক্ষমতাসন, নাকি রক্তে গড়া রক্তাসন।
রক্তাসন।
রক্তাসন।
ওরা কি একবার ও ভাবল ওটা
ভাল লাগল। :থাম্বসআপ: :থাম্বসআপ:
শেষের চরণে ‘ক্ষমতাসন’ এর পরিবর্তে সিংহাসন দিলেই বেশি যুতসই হবে।
শুভ কামনা রইল।
============================