যুদ্ধ করে, প্রাণের দামে এনেছি স্বাধীনতা;
তোমরা কেন মিছে চেঁচাও? দেখাও ক্ষমতা?
গণতন্ত্রের নামে সাজাও নোংরা সব নীতি,
আমরা কিছু বলতে গেলে- দেখাও ভয় ভীতি।
স্বপ্ন নেই ক্ষমতার, আমরাতো আমজনতা,
ধৈর্য্যের বাঁধ ভাঙ্গলে পরে দেখবে দানবতা।
ভালোর সাথে ভালো মোরা খারাপের সাথে খারাপ,
এবার মোরা ক্ষেপেছি বটে, বকছি না বাজে প্রলাপ।
যুদ্ধ করে, প্রাণের দামে এনেছি স্বাধীনতা;
তোমরা কেন মিছে চেঁচাও? দেখাও ক্ষমতা?
গণতন্ত্রের নামে সাজাও নোংরা সব নীতি,
আমরা কিছু বলতে গেলে- দেখাও ভয় ভীতি।
স্বপ্ন নেই ক্ষমতার, আমরাতো আমজনতা,
ধৈর্য্যের বাঁধ ভাঙ্গলে পরে দেখবে দানবতা।
ভালোর সাথে ভালো মোরা খারাপের সাথে খারাপ,
এবার মোরা ক্ষেপেছি বটে, বকছি না বাজে প্রলাপ।
তোমাদের এসব নাটক দেখে, ভাল্লাগে না কিছু।
জীবনের পরে জীবন হারায় তবু থাকি দেশের পিছু।
সর্বোপরি বলতে চাই আমরা প্রাণ খুলে,
এদেশকে তালেবান করবো না ছোট্ট ভুলে।
(No subject)
🙂
(No subject)
:ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :বুখেআয়বাবুল: :বুখেআয়বাবুল: :বুখেআয়বাবুল:
বিষয় নির্বাচন ভাল; আর
বিষয় নির্বাচন ভাল; আর ছন্দরীতির প্রতি একটু খেয়াল রাখলে কবিতা আরো জমজমাট হবে। 🙂
শুভ কামনা রইলো।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~