অবোধ মগজ কল্পনা করে
দৃশ্য ধূসর, ছেঁড়া তার, বিপন্ন খুঁটি
ধুলোমাখা পথ, বিগত শরত
ধরা অধরার মায়াবি সুখ।
কখনো চলে যাই
জিমি হেনড্রিক্সের নোটে ভর করে
বিগত যৌবনে
প্রখর রৌদ্রের নিচে
গ্রীসের প্রাচিন বিচে।
অবোধ মগজ কল্পনা করে
দৃশ্য ধূসর, ছেঁড়া তার, বিপন্ন খুঁটি
ধুলোমাখা পথ, বিগত শরত
ধরা অধরার মায়াবি সুখ।
কখনো চলে যাই
জিমি হেনড্রিক্সের নোটে ভর করে
বিগত যৌবনে
প্রখর রৌদ্রের নিচে
গ্রীসের প্রাচিন বিচে।
এইরকম রাঙা কল্পনা, রঙহীন কল্পনা
শূন্যে ধাবিত পৃথিবীতে পূজা অর্চণা
নিয়মিত করি।
যখন শুনলাম, আপনি অসুস্থ
কবিতার রাজপুত্র
আপনি খুব অসুস্থ
তখন থেকে
সবকিছু বিস্বাদ লাগে
সুন্দরের মুখ ধরতে গিয়ে খামচে দিই
ঝিঁঝিঁর ডাক শুনি দ্বিপ্রহরে
জীবন বিস্বাদ লাগে।
তারপর একদিন
অন্য সবার মতো
আপনি মারা গেলেন।
নগরের গোল, বাঁকা বাতাসের ঝাঁক
রাস্তার জ্যামিতিক ধুলো উড়া
শব্দের রূপ, বাঁক
কাকে তটস্থ করে আর!
পালাবার এই বুঝি সময়
কবিতার না-দেখা রবি
নতুনের সম্ভাবনায় সপেঁ।
সব সত্য
অল ইজ গ্রেস!
তবু মিহি মগজ কল্পনা করে
কত কিছু ঘটবে কবিতায়
ঝিলিমিলি পৃথিবীর ‘পরে,
শামসুর রাহমান
আপনি জানবেন না তার কিছুই।
এ দৃশ্য আহত করে।
শাহিন ভাই ইস্টিশনে স্বাগতম…
শাহিন ভাই ইস্টিশনে স্বাগতম… :ফুল: :ফুল: :ফুল: :ফুল: :গোলাপ: :গোলাপ:
ইস্টিশন দেখি কবিরা দখল করে ফেলল…
আর শেষের কয়েকটা লাইন অনবদ্য!!
— :থাম্বসআপ: :থাম্বসআপ: :bow:
ধন্যবাদ তারিক।
ধন্যবাদ তারিক।
তবু মিহি মগজ কল্পনা করে
কত
অসাধারণ একটি কবিতা। :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
শঙ্খনীল কারাগার, ধন্যবাদ।
শঙ্খনীল কারাগার, ধন্যবাদ।
”কখনো চলে যাই
জিমি
”কখনো চলে যাই
জিমি হেনড্রিক্সের নোটে ভর করে
বিগত যৌবনে
প্রখর রৌদ্রের নিচে
গ্রীসের প্রাচিন বিচে।”
অসাধারন।
তবু মিহি মগজ কল্পনা করে
কত
আহারে!!! কি সুন্দর কথা, চালিয়ে যান
ভালো লিখেছেন মিত্যা ।
(সিলেটি
ভালো লিখেছেন মিত্যা ।
(সিলেটি ভাষায় একসমান নামধারী এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের হলে একে অপরকে মিত্যা(নট মিথ্যা) বলে ডাকে ।তাই আমিও আপনাকে মিত্যা বলেই সম্বোধন করলাম)
ধন্যবাদ রাজু রণরাজ, শাকিব
ধন্যবাদ রাজু রণরাজ, শাকিব শুভ, এবং মিত্যা শাহিন।
চমৎকার এক কথা কাব্য পড়লাম…
চমৎকার এক কথা কাব্য পড়লাম… চালিয়ে যান ভাই :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: … ইষ্টিশনে স্বাগতম… :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :গোলাপ: :গোলাপ: :বুখেআয়বাবুল: