রাজনীতি কোন দিকে মোড় নিচ্ছে বুঝার উপায় নেই।বাংলাদেশের রাজনীতিতে আসলে রাষ্ট্রবিজ্ঞান বা গ্রন্থগত কোনো থিওরি প্রয়োগ করে কোনো ঘটনা বিশ্লেষনের অবকাশ নেই।এর নিজস্ব অশুভ স্বকীয়তা আছে যা একে মহান নাকি শয়তান করে তুলেছে তা বলতে পারিনা।এ রাজনীতি বুঝতে হলে নিজেকে গরু বাছুর বানিয়ে রাখতে হয় কিন্তু তলে তলে খাটাতে হয় মাথা।কি হচ্ছে না হচ্ছে তা বুঝতে গেলে যা ঘটছে তাকে তার বিপরীত ঘটনাবলী দিয়ে আঘাত করলে বা একের বিপরীতে অন্যের প্রতিক্রিয়া বিবেচনা করলেই সমাধান বের হয়ে আসবে।
এটা পলিটিক্স নয় এটা পল্টিক্স যেখানে সুযোগ বুঝে পল্টি নেয়া শেখানো হয়।যারা এটা করে তারা পলিটিশিয়ান নয় তারা পল্টিশিয়ান।
রাজনীতি কোন দিকে মোড় নিচ্ছে বুঝার উপায় নেই।বাংলাদেশের রাজনীতিতে আসলে রাষ্ট্রবিজ্ঞান বা গ্রন্থগত কোনো থিওরি প্রয়োগ করে কোনো ঘটনা বিশ্লেষনের অবকাশ নেই।এর নিজস্ব অশুভ স্বকীয়তা আছে যা একে মহান নাকি শয়তান করে তুলেছে তা বলতে পারিনা।এ রাজনীতি বুঝতে হলে নিজেকে গরু বাছুর বানিয়ে রাখতে হয় কিন্তু তলে তলে খাটাতে হয় মাথা।কি হচ্ছে না হচ্ছে তা বুঝতে গেলে যা ঘটছে তাকে তার বিপরীত ঘটনাবলী দিয়ে আঘাত করলে বা একের বিপরীতে অন্যের প্রতিক্রিয়া বিবেচনা করলেই সমাধান বের হয়ে আসবে।
এটা পলিটিক্স নয় এটা পল্টিক্স যেখানে সুযোগ বুঝে পল্টি নেয়া শেখানো হয়।যারা এটা করে তারা পলিটিশিয়ান নয় তারা পল্টিশিয়ান।
আমি এক সময় স্বপ্ন দেখতাম দেশের সব পলিটিশিয়ানরা এক রাতে বদলে গিয়ে পলিটিশিয়ান থেকে বিউটিশিয়ানে পরিনত হয়েছে আর তারা মনের মাধুরী মিশিয়ে দেশটাকে সাজাচ্ছে।
কিন্তু স্বপ্ন স্বপ্নই।
যদিও কিছুদিন আগেও এ দেশের রাজনৈতিক হাবভাবের কিছুই বুঝতাম না।কিন্ত এখন বুঝি।বেশ ভালোই বুঝি।এ জন্য শুধু চোখ কান নয় আরো অনেক কিছু খোলা রাখতে হয়।
এই সমস্ত ইন্দ্রিয় দিয়ে অঅনুভব করার ফলেই হয়ত শুভ অশুভের তফাৎ চোখের সামনে সুন্দর ভাবে প্রস্ফুটিত হয়েছিলো। তা না হলে বুঝতে পারতাম না আওয়ামীলীগ নামে দলটি কত নিঃস্বার্থ হয়ে দেশের জন্য কাজ করছে।কিভাবে স্বাধীনতাবিরোধী শক্তির সাথে হাত মিলিয়ে নিজের আখের গুছিয়ে নিতে চাচ্ছে বিরোধী দল।
সবকিছুর পর আমি বুকে হাত দিয়ে বলতে পারি,এ দেশের প্রকৃত মঙল একমাত্র আওয়ামীলীগ ই চায়।নৌকা মার্কার সাথে জড়িয়ে আছে এ দেশের এ দেশের প্রতিটি মানুষের সোনালী ভবিষ্যৎ।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু।
যথার্থ বলেছেন।
যথার্থ বলেছেন।
ধন্যবাদ কারাগার ভাই
ধন্যবাদ কারাগার ভাই 🙂
সবকিছুর পর আমি বুকে হাত দিয়ে
— এইটা ঠিক কইলেন না!! বলতে পারতেন ক্ষমতার পালা বদলের দুই জোটের মধ্যে আওয়ামীলীগের মহাজোটই একমাত্র দেশের মঙ্গলের জন্যে কাজ করে…
বর্তমানে মহাজোটে ১৪ দলও আছে যারা সবাই দেশের মঙ্গলে অপেক্ষাকৃতভাবে এবং দৃশ্যমানভাবেই অধিক কাজ করে বা করতে চাই…
তবে বিশ্লেষণ ভাল ছিল, শেষে এসে একমুখি সিদ্ধান্ত নিয়ে ফেললেন…
সহমত।
সহমত।
প্রতিনিধি তো তাইনা তারিক
প্রতিনিধি তো তাইনা তারিক ভাই।আওয়ামীলীগ হল ১৪ দলের প্রতিনিধি দল।
যথার্ত ।
যথার্ত ।