অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে(আনন্দের চোটে ডিগবাজি দিছি ৩টা :নৃত্য: :পার্টি: ), ইষ্টিশন থেকে মুভি লাভারস ব্লগের উদ্যোগে মুভি রিভিউ কনটেস্ট, ২০১৩তে অংশ নেয়া ৬ জন মুভিলাভারস রিভিউ রাইটারের মধ্যে ৫ জনই ১ম, ২য় এবং বিশেষ সম্মাননা পুরস্কার লাভ করেছেন। এবারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল তিনটি ক্যাটাগরিতে। দেশি মুভি ক্যাটাগরি, হলিউড ক্যাটাগরি এবং ভিনদেশি মুভি ক্যাটাগরি। এর মধ্যে হলিউড ক্যাটাগরিতে Judgment at Nuremberg মুভির উপর সময়োপযোগী ও প্রানবন্ত রিভিউর :চশমুদ্দিন: কারণে প্রথম হয়েছেন স্বনামধন্য ডাঃ আতিক। Love Actually মুভির উপর ভালবাসার কথাকাব্যে :ভালুবাশি: সবাইকে আপ্লুত করে ২য় হয়েছেন নির্ঝর রুথ ঘোষ। ভিনদেশি ক্যাটাগরিতে সেরা পাঁচে রয়েছে দি গ্রেট তারিক লিংকনের The Sea Inside নামক মাস্টারপিস নিয়ে লেখা এক অভূতপূর্ব উপাখ্যান। :মাথানষ্ট: কিন্তু পৃথিবীর অষ্টম আশ্চর্য হিসাবে এসেছে দেশী চলচ্চিত্রের রিভিউর ফলাফল। দিপু নাম্বার ২ নামের মাস্টারপিস নিয়ে খুবই সাদামাটা একটা লেখা লিখেছিলাম। মুভি যেই মাপের, লেখা তার ধারেকাছেও যায়নি। কি আশ্চর্য, বিচারক আর দর্শকদের ভোটে এই রিভিউটা নাকি প্রথম হয়েছে। সেই তুলনায় নয়া ব্লগারের লেখা ছুটির ঘণ্টা নামের আরেক মাস্টারপিস নিয়ে লেখাটা বহুগুনে চমৎকার হলেও এটা হয়েছে ২য়। রেজাল্ট দেখে আমি জাতীয় স্পিকার হয়ে গেলাম। অবশ্য এর পেছনে নয়া ব্লগারএর ভোট না চাওয়াও একটা প্রধান কারন। হতাশ হয়েছি সফিক এহসান ভাইয়ের থ্রি ইডিয়টস নামের মাস্টারপিস নিয়ে সহজ সরল ও প্রাঞ্জল ভাষায় লেখা রিভিউটি সেরা দশে আসতে না পারায়। :ভাঙামন: যদিও ব্যক্তিগত উদ্যোগে জেনেছি, দর্শক ও পাঠকদের কাছে বিপুলভাবে সমাদৃত হয়েছে এই রিভিউটি। নিচে রিভিউ প্রতিযোগিতার ফলাফল দেয়া হল–
<<<<< রিভিউ প্রতিযোগিতার ফলাফল>>>>>
বাংলাদেশ রিভিউ (সেরা ৩টা সহ তালিকায় থাকা ১ম ৫টা)
বিচারক+ভোট=টোটাল
(১ম) 33.29+ 50 =83.29 দিপু নাম্বার টু >http://movieloversblog.com/unanimous/15417(২য়) 42.71+ 23.46 =66.17 ছুটির ঘণ্টা >http://movieloversblog.com/imam1/15968
(৩য়) 31.86+ 31.40 =63.26 বিশ্বপ্রেমিক >http://movieloversblog.com/shahrukh-sakib
^
15.57 +44.04 =59.61 আলোর মিছিল >http://movieloversblog.com/simile/1598743.07+ 7.76 =50.83 উধাও >http://movieloversblog.com/parthib-rashed/16070
হলিউড রিভিউ (সেরা ৩টা সহ তালিকায় থাকা ১ম ৫টা)
বিচারক+ভোট= টোটাল
(১ম)44.14 +49.88= 94.02> Judgment at Nuremberg >http://movieloversblog.com/atique/16798(২য়)36.00+34.93=70.93>Love Actually>http://movieloversblog.com/nirjhar-ruth/15761
(৩য়)38.29 +24.20 =62.49> The Great Gatsby > http://movieloversblog.com/pother-panchali/15301
^11.17+50=61.17> Into The Wild >http://movieloversblog.com/aunahut-autithi/15343
37.64+12.52=50.16> The Aviator >http://movieloversblog.com/gr8masum/15992
ভীনদেশি রিভিউ(সেরা ৩টা সহ তালিকায় থাকা ১ম ৭টা)
বিচারক + ভোট = টোটাল(১ম) 34.43 +41.55=75.55> The Impossible >http://movieloversblog.com/ashraful-haque/15949
(২য়) 23.86 +50 = 73.86> Love 911 >http://movieloversblog.com/cmtanvir/16214
(৩য়) 38.00+ 29.62 =67.62> Daisy > http://movieloversblog.com/sakif/15328
^32.00+33.11=65.11>The Classic > http://movieloversblog.com/tania-afrose/15931
43.43 +16.76 =59.19>The Sea Inside>http://movieloversblog.com/tlincoln_bd/16286
42.71 +13.67 =56.38>Lion of the Desert>http://movieloversblog.com/toha_mh/16844
40.57 +4.70 =45.27>Bicycle Thieves >http://movieloversblog.com/n-h-sohag/16922
হলিউডের ১৪ টা রিভিউয়ের বাকি ৯টার অবস্থান পর্যায়ক্রমে দেয়া হলো;
৬ষ্ঠ _Videodrome > http://movieloversblog.com/farabi/16951
Forrest Gump > http://movieloversblog.com/zubayer/15492
I Am Sam >http://movieloversblog.com/aniket-prantor/16887
Dog Day Afternoon > http://movieloversblog.com/sev-darcy/16904
Taken >http://movieloversblog.com/ritimoto/16477
Definitely, Maybe >http://movieloversblog.com/nafim-nur/16362
Big Miracle >http://movieloversblog.com/tuhin-mehedi/16448
The Prestige >http://movieloversblog.com/gazi-saikat/15393
Gravity >http://movieloversblog.com/numulkanon/16574
বাংলাদেশি ৮টা রিভিউয়ের বাকি ৩টার অবস্থান পর্যায়ক্রমে দেয়া হলো;
৬ষ্ঠ__ তিতাস একটি নদীর নাম >http://movieloversblog.com/rouf/16527
না বোলনা >http://movieloversblog.com/rifat-ahmed/15876
শঙ্খনীল কারাগার >http://movieloversblog.com/anjumandana/16657
ভীনদেশী ১৪ টা রিভিউয়ের বাকি ৭ টার অবস্থান পর্যায়ক্রমে দেয়া হলো;
৮ম__ Shudh Desi Romance >http://movieloversblog.com/pantha/16680
The Lunch Box >http://movieloversblog.com/green-dreamer/15595
Rang De Basanti >http://movieloversblog.com/anwar-hossain-forhad/15631
Malena >http://movieloversblog.com/rafiz-ahmed/16004
3 Idiots >http://movieloversblog.com/sofiq-ahsan/16859
Pan’s Labyrinth >http://movieloversblog.com/mistu/15896
Enemy at the Gates >http://movieloversblog.com/shuvo/15640
বাংলাদেশি, হলিউড এবং ভীনদেশি এই ৩ ক্যাটাগরিতে সেরা ৩টা রিভিউ করে মোট ৯টা রিভিউয়ের টোটাল নাম্বারের ভিত্তিতে পুরস্কারের জন্য “সেরা দশ” রিভিউ নির্বাচিত করা হলো যার একটি বিশেষ সম্মাননা পুরস্কার, যা বিচারকদের নাম্বারে এগিয়ে থাকা রিভিউটি পাচ্ছে। এবার বিচারকদের এই বিশেষ সম্মাননা পুরস্কারের জন্য একটা রিভিউ নির্বাচন করতে অনেক কষ্ট করতে হয়েছে।
ভীনদেশি ক্যাটাগরিতে অনেক ভাল রিভিউ ছিল কিন্তু সেগুলো আপনাদের কম ভোটের জন্য সেরা দশে আসতে পারে নাই, আর সাথে ছিল বাংলাদেশি মুভি “উধাও”র রিভিউ। Parthib Rashed এর উধাও, তারিক লিংকন এর The Sea Inside, Toha Mozammel Hossain এর Lion of the Desert এবং Nazmul Hasan এর Bicycle Thieves মুভির রিভিউ সবগুলোই বিচারকদের অনেক পছন্দ হয়েছে।
বিচারক নাম্বার ও পাঠকদের ভোটে নির্বাচিত সেরা ১০টি রিভিউ নিচে দেয়া হলো;(১ম)_ DrAtiqul Haq (হলিউড) >http://movieloversblog.com/atique/16798
(২য়)_ ডন মাইকেল কর্লিওনি (বাংলাদেশি)>http://movieloversblog.com/unanimous/15417
(৩য়)_ Ashraful Rahat (ভীনদেশি) >http://movieloversblog.com/ashraful-haque/15949
(৪র্থ)_ C.m. Tanvir UL Islam (ভীনদেশি) >http://movieloversblog.com/cmtanvir/16214
(৫ম)_ নির্ঝর রুথ ঘোষ (হলিউড) >http://movieloversblog.com/nirjhar-ruth/15761
(৬ষ্ঠ)_ Waqar Sakif (ভীনদেশি) > http://movieloversblog.com/sakif/15328
(৭ম)_ ‘-Khaled Imam Sourav (বাংলাদেশি)>http://movieloversblog.com/imam1/15968
(৮ম)_Syed Nazmus Sakib (বাংলা)>http://movieloversblog.com/shahrukh-sakib/16272
(৯ম)_ Sanjida Hasan (হলিউড) > http://movieloversblog.com/pother-panchali/15301
বিশেষ সম্মাননা পুরস্কার পাচ্ছেন; তারিক লিংকন> The Sea Inside(ভীনদেশী) >http://movieloversblog.com/tlincoln_bd/16286
বিজয়ীদেরকে অভিনন্দন। শিঘ্রই পুরস্কারের ঘোষণা আসছে।
প্রতিযোগিতাটি নিবেদন করছেনঃ আপন প্লাস অনলাইন শপিং http://www.aponplus.com/
খুব মিস করেছি ইষ্টিশনের মুভিখোর রাহাত মুস্তাফিজ, কঙ্কাবতী তিতলি, শঙ্খনীল কারাগার, নূর নবী দুলাল, দুরন্ত জয়, কবিতা তোমায় দিলাম ছুটি, দ্রুপদ রঞ্জন মিত্র, রাফিউজ্জামান সিফাত, ষাইফ ড়াসেল, অঘূর্ণায়মান ইলেকট্রন প্রমুখ সবাইকে। তারা যোগ দিলে হয়তো সবগুলো স্থানই আমরা পেতাম। বিশেষ করে শঙ্খনীল কারাগার ভাইয়ের ব্রেনের কারাগার থেকে একটা সম্ভাবনাময় মুভি রিভিউ মুক্তি না পাওয়ায়। আর রাহাত ভাই ও জয়ের উপর তো খুব রাগ হয়েছিল। :মাথাঠুকি: যাই হোক, আজকের এই খুশির দিনে কারোর উপর কোন রাগ কিংবা অভিমান নেই। :বুখেআয়বাবুল: ইষ্টিশনের প্রিয় যাত্রী, ভাই-বোন, বন্ধুগন, শুভানুধ্যায়ী এবং অবশ্যই অবশ্যই মহামান্য ইষ্টিশন মাস্টার, সবাইকে এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করতে অকুণ্ঠ সহায়তা করার জন্য কর্লিওনি পরিবার ও ডন মাইকেল কর্লিওনির পক্ষ থেকে অজস্র গোলাপ ও হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, শুভেচ্ছা ও অভিনন্দন। ভালো থাকবেন সব্বাই। হ্যাপি মুভি দেখাদেখি … :বুখেআয়বাবুল: :বুখেআয়বাবুল: 😀
বিঃদ্রঃ– জাতির এই খুশির দিনে সিনিয়র ভাইবইনদের পার্টির প্রস্তাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। :পার্টি: :পার্টি: :পার্টি: :ভেংচি: জাতি এক্ষেত্রে কোন আপোষ করতে রাজি নয়… :জলদিকর: :শয়তান: :পার্টি: :নৃত্য: :চা: :কল্কি: :দিবাস্বপ্ন:
মুভি রিভিউ কম্পিটিশনে বিজয়ী
মুভি রিভিউ কম্পিটিশনে বিজয়ী সকলকে অভিনন্দন। এতো দেখি ইস্টিশন-এর জয়। বিজয়ীদের মধ্যে অনেকেই ইস্টিশন’র নিয়মিত যাত্রী। ইস্টিশনের যাত্রীদের এই বিজয়ে ইস্টিশন মাস্টারের পক্ষ থেকে আমরা একটা কিছু আশা করছি।
সহমত ১০০%…
তাছাড়া ইস্টিশনের
সহমত ১০০%…
তাছাড়া ইস্টিশনের ১ম বছরপূর্তিতেও কিছু একটা করা দরকার। সবমিলিয়ে প্রানে প্রান মিলানোর স্লোগানে যাত্রা শুরু করা এই ব্লগের প্রথম বৎসরেই অনেক অর্জন যোগ হয়েছে। সাথে আছে আপনার ‘নিমন্ত্রন’… একটা স্পেশাল প্রিমিয়ার শো’র আয়োজন করেন শুধু ইস্টিশনের যাত্রীদের জন্যে!! ঐ দিনই কিছু একটা করা সম্ভব…
আবারও বিজয়ীদের অভিনন্দন, আর পাঠকদের অফুরন্ত ধইন্যা :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :গোলাপ: :গোলাপ: :ফুল: :ফুল: :ফুল: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :গোলাপ: :গোলাপ:
আর বিশেষ ধন্যবাদ ডন ভাইকে ইস্টিশনের সবাইকে অংশগ্রহনে উদ্বুদ্ধ করার জন্য…
হুম, আমিও অপেক্ষায় রইলাম…
হুম, আমিও অপেক্ষায় রইলাম… :অপেক্ষায়আছি: :অপেক্ষায়আছি:
দেখি মাস্টার সাব কোন চমক দেখান কিনা … :চোখমারা: :ভেংচি: 😀 😀
ইস্টিশন ব্লগের একজন যাত্রী
ইস্টিশন ব্লগের একজন যাত্রী হিসেবে আপনাদের সফলতায় আমি-আমরা গৌরবান্বিত ।
অভিনন্দন আপনাদের সবাইকে ।
সাথে থেকে অনবরত উৎসাহ ও
সাথে থেকে অনবরত উৎসাহ ও অনুপ্রেরণা দিয়ে যাবার জন্য অজস্র ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন শাহিন ভাই… :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :বুখেআয়বাবুল: 😀
বিজয়ী সবাইকে অভিনন্দন!
বিজয়ী সবাইকে অভিনন্দন! :পার্টি:
(No subject)
:মাথানষ্ট: :ফুল: :ধইন্যাপাতা: :গোলাপ: :নৃত্য: :পার্টি: :চশমুদ্দিন: 😀
দিপু নাম্বার ২ সম্পর্কে বলতে
দিপু নাম্বার ২ সম্পর্কে বলতে গেলে বলতে হয় অসাধারণ একটি শিশুতোষ ছবি।কারো মনে আছে কিনা জানিনা, এই ছবিটার জন্য কিন্তু চাঁদা তোলা হয়েছিলো। আমি তখন স্কুলে পড়ি।আমার টিফিনের ১০টাকার পুরাটাই আমি দিয়ে দিয়েছিলাম। যাইহোক ডন ভাই যতই সাদামাটা বলুক রিভিউটা কিন্তু ছবিটার মতই অসাধারণ লিখেছেন। রিভিউটা তার যোগ্যতার সাক্ষ্য রেখেছে।
ঠিক তেমনি নয়া ব্লগার ভাইয়ের ছুটির ঘন্টাও অসাধারণ একটি রিভিউ ছিল।
এদিকে আতিক ভাই অনেক চালাক।বেছে বেছে এমন একটি ছবির রিভিউ দিয়েছেন যে মানুষের হৃদয়ে রিভিউটা যায়গা করে নিতে বাধ্য।আর আতিক ভাইয়ের লেখনশৈলীর জাদুতো ছিলই।মনে মনে তখনই ভেবেছিলাম যদি সঠিক জাজমেন্ট হয় তবে আতিক ভাইয়ের রিভিউটাকে কেউ পিছনে ফেলতে পারবেনা।
তারিক ভাই ক্ষমা করবেন,কেনো জানি তখন আমার কাছে মনে হয়েছিলো আপনার ছবি নির্বাচনে তাড়াহুড়োর একটা ব্যাপার ছিল।তবে এক্ষেত্রে আপনার সাফল্যের পুরো কৃতিত্ব আমি দেবো আপনার অসাধারণ লেখনশৈলীকে।এতে কোনো সন্দেহ নেই।আপনার বুদ্ধিদীপ্ত লেখাই ড়িভিউটাকে এতদূর নিয়ে এসেছে।
এত ভাই ভাই করে যখন মুখ ব্যাথা তখন নির্ঝর আপুর কথাকি না বলে পারা যায়? ডন ভাই বলেছেন কথাকাব্য, আমি বলবো কথার ফুলঝুরি ফুটিয়েছিলেন নির্ঝর আপু।অসাধারণ শ্রেফ অসাধারণ।
পরিশেষে বলবো, মুভি রিভিউ কম্পিটিশনের সকল বিজয়ী মুভি পাগলুদের আন্তরিক অভিনন্দন।
লজ্জা দিলেন? আসলে ইনটেনশনালি
লজ্জা দিলেন? আসলে ইনটেনশনালি আমি ওই মুভিটা সিলেক্ট করিনি। বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম ইস্টিশনে “জাজমেন্ট এট নুরেমবার্গ” মুভিটা নিয়ে একটা রিভিউ লিখব। ঠিক ওই সময়েই এই প্রতিযোগিতার ব্যাপারটা সামনে চলে আসাতে দুইয়ে দুইয়ে চার মিলে গেছে। :আমারকুনোদোষনাই:
আর সত্যি বলতে মুভিটা নিয়ে আমি যেভাবে লিখব বলে চিন্তা করেছিলাম তার সিকিভাগও লিখতে পারিনি তাড়াহুড়ার কারনে।
যে লেখায় তৃপ্তি আসে সেটা বোমা
যে লেখায় তৃপ্তি আসে সেটা বোমা ফাটায়না,যেটায় অতৃপ্তি থেকে যায় সেটাতেই বোমা ফোটে।বেশিরভাগ লেখকের ক্ষেত্রেই এমনটি দেখা যায়।আপনাকে আবারো অভিনন্দন।
যে লেখায় তৃপ্তি আসে সেটা বোমা
:খাইছে: :মাথানষ্ট: :চশমুদ্দিন: :বুখেআয়বাবুল: 😀
ধন্যবাদ শঙ্খনীল ভাই
:লইজ্জালাগে: ধন্যবাদ শঙ্খনীল ভাই :লইজ্জালাগে:
:ফুল: ধন্যবাদ সম্মানিত ব্লগার, ভোটার, ইস্টিশন মাস্টার, ডন সাব। ধন্যবাদ সবাইকে :নৃত্য:
আপনার রিভিউ … আহা…
আপনার রিভিউ :মাথানষ্ট: … আহা… :ভালুবাশি: :ভালুবাশি:
দিস গুলাব ইজ ফর ইউ… :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :বুখেআয়বাবুল: 😀
(No subject)

অভিনন্দন নির্ঝর আপু।
অভিনন্দন নির্ঝর আপু।
শঙ্খনীল ভাই, ধন্যবাদের
শঙ্খনীল ভাই, ধন্যবাদের প্রতিশব্দ কিছু আছে কী? থাকলে সেটাই দিচ্ছি। এই এক শব্দ আর ভাল্লাগে না 😛
শুভেচ্ছা নিরন্তর…
মজার লিখক
শুভেচ্ছা নিরন্তর…
মজার লিখক নির্ঝর!! :ভেংচি: :ভেংচি: :ভেংচি:
মাইরালা…
মাইরালা… :ভেংচি: :হাহাপগে: 😀
নির্ঝর, আপনার লেখা পড়ে সবচেয়ে
নির্ঝর, আপনার লেখা পড়ে সবচেয়ে বেশী মজা পেয়েছি। দারুন রসবোধ সম্পন্ন লেখা। ইস্টিশনেও আপনার লেখা চাই নিয়মিত। আপনার সাফল্য কামনা করছি জীবনের প্রতিটি ধাপে।
চুপি চুপি একটা কথা বলে রাখি। আপনি আর আমি একই ক্যাটাগরিতে রিভিউ জমা দিয়েছিলাম। তবু আপনার লেখাটা এতো ভালো লেগেছিল যে ভোট না দিয়ে পারি নাই। একই ক্যাটাগরির অন্য কাউরে ভুট দেই নাই। :দেখুমনা:
আতিক ভাই, আমার হার্টবিট
আতিক ভাই, আমার হার্টবিট সেকেন্ডে তিনবার হলো বোধহয় আপনার মন্তব্য পড়ে! :bow:
আমিও আপনারে ভুট দিছিলাম। আপনার পোস্টের প্রথম মন্তব্যটাও হয়তো আমার 😀
(No subject)
:খাইছে: :মাথানষ্ট: :ভাবতেছি: :ভেংচি: 😀
না, না… দ্বিতীয় মন্তব্যটা
না, না… দ্বিতীয় মন্তব্যটা আমার।
আসেন ভাই…
আপনারা
আসেন ভাই… :বুখেআয়বাবুল: :বুখেআয়বাবুল: :বুখেআয়বাবুল: :বুখেআয়বাবুল: :বুখেআয়বাবুল: :বুখেআয়বাবুল:
আপনারা আছেন বলেই সাহস পাই… :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :গোলাপ: :ফুল: :ভালাপাইছি: :ভালাপাইছি: তবে মুভিটা দেখলে আপনার ধারণার পরিবর্তন হবে। এতটা জীবন সম্পর্কিত চলচ্চিত্র দেখিনি আগে…
আর আপনি আমাদের প্রিয় নয়া ব্লগার ভাইকে বঞ্চিত করলেন ক্যান? উনিও ইটিশনের যাত্রী এবং পুরস্কার পেয়েছেন!!
হয়তবা,তবে তারিকভাই অসাম
হয়তবা,তবে তারিকভাই অসাম লিখেছেন।
দিপু নাম্বার ২ আমার দেখা
দিপু নাম্বার ২ আমার দেখা অন্যতম শেয়ার একটা মুভি। যতবার দেখি ততবার আবার দেখতে ইচ্ছা হয়। কি যে লিখেছি কে জানে, তবে আপনার ভালো লেগেছে শুনে আমি আপাতত :নৃত্য: :নৃত্য: :নৃত্য: বুখে আসেন ভাই :বুখেআয়বাবুল: :বুখেআয়বাবুল:
তবে খুব আশা করছিলাম আপনার কাছ থেকে একটা রিভিউ পাব। :মনখারাপ: কেননা আপনার লেখনীর চমৎকারীত্ব এবং মুভির প্রতি আপনার দেখে আশা করেছিলাম আপনি একটা রিভিউ দেবেন। :মাথাঠুকি: :মাথাঠুকি: :কানতেছি: যাই হোক, ভোট দিয়ে আমাদের জিতিয়ে এনেছেন,এতেই আমি প্রচণ্ড খুশি। :নৃত্য: :নৃত্য: :পার্টি: :মাথানষ্ট: সবাই মিলে এখন একটা পার্টির ইন্তেজাম করা হোক :পার্টি: :পার্টি: :পার্টি: … কি বলেন? :থাম্বসআপ:
সবাই মিলে এখন একটা পার্টির
সহমত।
(No subject)
:থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :নৃত্য: :নৃত্য: :নৃত্য:
:পার্টি: :পার্টি: :পার্টি: :পার্টি: :পার্টি:
(No subject)
:লইজ্জালাগে: :নৃত্য: :পার্টি: :গোলাপ: :ধইন্যাপাতা: :বুখেআয়বাবুল: 😀
সবাইকে অনেক অনেক অভিনন্দন।
সবাইকে অনেক অনেক অভিনন্দন। এটা ইস্টিশনের বিজয়। সফিক ভাইকেও অভিনন্দন। বিশেষ ধন্যবাদ পাওয়ার দাবিদার আমাদের ডন ভাই যার অবিরাম তাগিদের কারণেই ওনারা রিভিউ না করে পারেননি। এক্ষেত্রে ইস্টিশন মাস্টার স্পেশাল ধন্যবাদ। কারণ তিনি রিভিউ সংক্রান্ত ডন ভাইয়ের দেয়া পোস্টটি স্টিকি করে সবার নজরে আসতে সহযোগিতা করেছিলেন। :মাথানষ্ট: :পার্টি: :পার্টি: :পার্টি: :নৃত্য: :নৃত্য: :নৃত্য: :ফুল: :ফুল: :-B :-B 😀 :বুখেআয়বাবুল: :তালিয়া:
অবশ্যই ইষ্টিশন মাস্টার সাব
অবশ্যই ইষ্টিশন মাস্টার সাব একটা ইস্পিশাল ধন্যবাদ পেতে পারেন :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: … উনি সাহায্য না করলে পোস্টটা হয়তোবা সবার নজরে আসতো না … আপনাকেও অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য কিরন ভাই… :মাথানষ্ট: :bow: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :গোলাপ: :গোলাপ: :বুখেআয়বাবুল: :ফুল:
গুড জব পোস্টটা এডিট করে
গুড জব 🙂 পোস্টটা এডিট করে লিংকগুলো ঠিক করে দিলে ভালো হতো। লিংকের শুরুতে একটা করে স্পেস দিলেই মনে হয় সবাই লিংকগুলো সহজে ক্লিক করতে পারবে।
সরি মাজেদ ভাই, আমি কালকে
সরি মাজেদ ভাই, আমি কালকে ব্যাপারটা একদমই খেয়াল করি নাই। :দেখুমনা: আর গতকাল রাতে সময় ছিল না। :কানতেছি: ঠিক করে দিয়েছি লিংকগুলো । সবাই এখন সহজেই রিভিউগুলোতে ঢুকতে পারবে। :থাম্বসআপ: আর মাজেদ ভাই, আপনাকে ইষ্টিশনে চাই। একসাথে প্রানে প্রান মিলিয়ে ব্লগিং করবো… :নৃত্য: :থাম্বসআপ: মুভি নিয়ে ছাইপাশ যাই লিখি সবই আপনাদের উৎসাহে আর অনুপ্রেরণায়… তাই আপনাদের ধন্যবাদ জানাবার ভাষা জানা নেই। :আমারকুনোদোষনাই: শুধুই গোলাপের শুভেচ্ছা রইল … :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ:
বিজয়ী সকলকে অভিনন্দন। আর
বিজয়ী সকলকে অভিনন্দন। আর ইস্টিশনের প্রতিটি ব্লগার এবং পাঠকদেরও অভিনন্দিত করছি। কারন আপনারাই অনুপ্রেরণা দিয়ে দিয়ে যারা মুভি নিয়ে লেখালেখি করেন তাদের এতদূর আসতে সহায়তা করেছেন। ইস্টিশন কর্তৃপক্ষকেও ধন্যবাদ। আশা করি ইস্টিশন বরাবরের মতোই আমাদের চলচ্চিত্রের যাত্রায় বিশেষ ভূমিকা রেখে যাবে। মুভিলাভারজ ব্লগের সকলকেও শুভেচ্ছা। আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে যাবো আমাদের চলচ্চিত্রকে। প্রাণে প্রাণ মেলানোই তো আমাদের লক্ষ্য… :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
আশা করি ইস্টিশন বরাবরের মতোই
সীমাহীন লাইক হবে এই কথায়… :থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :বুখেআয়বাবুল: :বুখেআয়বাবুল: :বুখেআয়বাবুল: :চশমুদ্দিন: 😀
সবাইকে অভিনন্দন। ট্রিট চাই
সবাইকে অভিনন্দন। ট্রিট চাই ট্রিট।
“””” আর রাহাত ভাই ও জয়ের
উপর তো খুব রাগ হয়েছিল।”””
রাহাত ভাই যে কেন দিল না।!! ধুর শাস্তি স্বরূপ তাকে বিয়ে দেয়ার ব্যবস্থা করা হোক
আরে ভাই আমার নিজের উপর বিস্বাস আছে, আমি লিখলে আমার নামটা প্রথমে থাকতো। তবে সেরার দিক দিয়ে নয় সবচেয়ে বাজের দিক দিয়ে। ।
ডন ভাই পরিক্ষা ছিল তাই দিতে পারি নি।
তুমি আমার বন্ধু রাশেদ নিয়ে
তুমি আমার বন্ধু রাশেদ নিয়ে লিখতে চাইছিলা :মাথাঠুকি: … তাই ভাবলাম তোমার কাছ থেকে একটা চখাম রিভিউ পাব। :কানতেছি: যাই হোক, বেপার না। ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করে নিয়ে আসছ, এইটাই বিশাল… আস বুকে আস… :থাম্বসআপ: :বুখেআয়বাবুল: :বুখেআয়বাবুল:
ধইন্না ও গোলাপ রইল… :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ:
আপনার খুশির জন্য একটা লিখবো
আপনার খুশির জন্য একটা লিখবো আশা করি।
ডন সাহেব, অনেক অনেক খুশির
ডন সাহেব, অনেক অনেক খুশির দিন। 😀 সেই সাথে আপনাকে প্রাণঢালা অভিনন্দন প্রথম হবার জন্য। যোগ্যতম ব্যক্তি হিসেবে আপনি প্রথম হয়েছেন বলেই আমার বিশ্বাস। আমি এই লিস্টে আস্তে পেরেই আনন্দিত। আর আমার লেখা শেয়ার করার জন্য অসংখ্য ধইন্না… :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: আমি অবশ্য কারো লেখা শেয়ার করি নাই। (আমি নিজেকে জয়ী করতে চাইছি মনে হয় 😛 )
সবশেষে ইস্টিশনের যাত্রীদের মধ্যে যারা অংশগ্রহন করেছেন সবাইকে অভিনন্দন। আগামীতে আরও বেশি যাত্রী যাবে বলেই আশা রাখছি 😉
তোমাকে প্রথমে দেখতে পেলে
তোমাকে প্রথমে দেখতে পেলে সবচেয়ে খুশি হতাম। :মাথাঠুকি: যাই হোক, পরের বার আমি নিজেই তোমার জন্য ভোট চাইব। তুমারে এক নাম্বার না বানায়া আমি থামতেছি না :থাম্বসআপ: :বুখেআয়বাবুল: … আর একটামাত্র রিভিউ দিয়া কই হাওয়া হইয়া গেলা :-B … ইষ্টিশনে আরও রিভিউ চাই… এক্ষেত্রে কুন টালটিবালটি চইলত ন… :মাথাঠুকি: :এখানেআয়: :আমারকুনোদোষনাই:
করলিওনি পরিবার ও ডনের পক্ষ থেকে অশেষ গোলাপ রইল… :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :বুখেআয়বাবুল:
ভাইরে ভাই… ডন ক্যমনে লাগছে।
ভাইরে ভাই… ডন ক্যমনে লাগছে। 😛 যাই নাই… আছি… ব্যস্ততা চলে…ব্যস্ততা শেষ হলে তখন নিয়মিত হবো।
চমেত্কার লিখেছেন। আপ্নেরে
চমেত্কার লিখেছেন। আপ্নেরে অভিনন্দন। অন্যান্য বিজয়ীদেরও অভিনন্দন। আচ্ছা আপ্নে এত ভাল লিখেন ক্যামনে?
বিশাল লজ্জা পাইলাম … কই
বিশাল লজ্জা পাইলাম :লইজ্জালাগে: :লইজ্জালাগে: … কই লুকাই :দেখুমনা: :কেউরেকইসনা: … হাবিজাবি কি লিখি :চিন্তায়আছি: ,এইটা নাকি ভালো লেখা… :মাথাঠুকি: :দেখুমনা: :আমারকুনোদোষনাই:
ধইন্নার ক্ষেত সহ গোলাপ লন আপু… :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: :গোলাপ: 😀
ধইন্যা খেতে গোলাপ চাষ
ধইন্যা খেতে গোলাপ চাষ কৃষিক্ষেত্রে একটি বিশাল আবিষ্কার হতে পারে!!
ডন ভাই চমৎকার একটা জিনিষ শিখাইলেন!! দেখি এক্সিকিউট করা যায় কিনা…
মাইরালা…
মাইরালা… :হাহাপগে: :হাহাপগে: :ভেংচি: :মাথানষ্ট: :দেখুমনা: :আমারকুনোদোষনাই: :ধইন্যাপাতা: :গোলাপ: :বুখেআয়বাবুল: 😀
ডঃ আতিকের রিভিউয়ে ক্লিক করলে
ডঃ আতিকের রিভিউয়ে ক্লিক করলে This Account Has Been Suspended বলছে কেন?
প্রলয় ভাই, সার্ভার জনিত
প্রলয় ভাই, সার্ভার জনিত মেইনটেইনান্সের কারণে ব্লগ আপাতত অফলাইন আছে। আগামীকাল রাত থেকে আশা করি সবাই ব্লগে ঢুকতে পারবেন। অনিচ্ছাক্রিত এই সমস্যার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি… :মাথাঠুকি: :মাথাঠুকি: :মাথাঠুকি: :মনখারাপ: :মনখারাপ: :দেখুমনা: :আমারকুনোদোষনাই:
এখন মুভি লাভারস ব্লগ পুরোপুরি
এখন মুভি লাভারস ব্লগ পুরোপুরি সচল আছে :খুশি: … সবাইকে আনলিমিটেড রিভিউ পড়ার আমন্ত্রন… :নৃত্য: :থাম্বসআপ: :বুখেআয়বাবুল: 😀
বিজয়ী সকলকে অভিনন্দন।
বিজয়ী সকলকে অভিনন্দন।
(No subject)
:ধইন্যাপাতা: :ধইন্যাপাতা: :গোলাপ: :বুখেআয়বাবুল:
এই আনন্দ যজ্ঞে যুক্ত হতে
এই আনন্দ যজ্ঞে যুক্ত হতে পারলে ভালো হতো । পেট্রোল বোমার আঘাতে জ্বলে পুড়ে ছারখার না হলে আশা করি নেক্সট টাইম অংশ নেবো । সবাইকে অভিনন্দন !!!
আর এই ব্যাপারে সব থেকে উৎসাহী ডনকে দিলাম পিন খোলা গ্রেনেডের বিধ্বংসী ভালবাসা । ও আমাকে বলেছিল রিভিউ জমা দেওয়ার জন্য । কিছু মনে করোনা । আমাকে মাঝে মাঝে জ্বীনে – ভূতে ধরে – তখন কিছু হুস থাকেনা ছাই ।