যেহেতু ইসলাম নারী পুরুষের সহ শিক্ষাকে সমর্থন করে না তাই পৃথিবীর বেশীর ভাগ ইসলামিক দেশ গুলোর পাবলিক লাইব্রেরীতে নারী ও পুরুষের আলাদা আলাদা পাঠকক্ষের ব্যাবস্থা রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে সৌদি আরব এক ধাপ এগিয়ে নারীদের লাইব্রেরী থেকে বিতাড়িত করলো। সৌদি আরবে হাফার আল বাতিন নামক পাবলিক লাইব্রেরীতে নারীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সৌদি আরবের বিভিন্ন লাইব্রেরীতে নারীদের প্রবেশ করতে হলে পুরুষ অভিভাবক লাগতো কিন্তু এখন হাফার আল বাতিনের পথে হাঁটছে অনেক লাইব্রেরী যেখানে নারীদের সম্পূর্ণ নিষিদ্ধ করা হচ্ছে।
যেহেতু ইসলাম নারী পুরুষের সহ শিক্ষাকে সমর্থন করে না তাই পৃথিবীর বেশীর ভাগ ইসলামিক দেশ গুলোর পাবলিক লাইব্রেরীতে নারী ও পুরুষের আলাদা আলাদা পাঠকক্ষের ব্যাবস্থা রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে সৌদি আরব এক ধাপ এগিয়ে নারীদের লাইব্রেরী থেকে বিতাড়িত করলো। সৌদি আরবে হাফার আল বাতিন নামক পাবলিক লাইব্রেরীতে নারীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সৌদি আরবের বিভিন্ন লাইব্রেরীতে নারীদের প্রবেশ করতে হলে পুরুষ অভিভাবক লাগতো কিন্তু এখন হাফার আল বাতিনের পথে হাঁটছে অনেক লাইব্রেরী যেখানে নারীদের সম্পূর্ণ নিষিদ্ধ করা হচ্ছে।
আশ শারাক পত্রিকায় এই বিষয়ে নাহিদা আলদুল রহমান বলেন, এটা এই শহরের একমাত্র পাবলিক লাইব্রেরী। নারীরা এই লাইব্রেরীর ভীতরে না ঢুকতে পারলেও সে বাইরে দাড়াতে পারবে এবং তার পুরুষ প্রতিনিধির নামে এখান থেকে গ্রন্থ সংগ্রহ করতে পারবে। তবে পুরুষ প্রতিনিধি অবশ্যই বৈধ সম্পর্কের হতে হবে যেমন বাবা বা স্বামী এই জাতীয়।
নারীদের উচ্চশিক্ষাকে ইসলাম নিরুৎসাহিত করে কিনা তা নিয়ে বিতর্ক আছে তবে বেশীর ভাগ মুসলিম পুরুষ কিন্তু নারীর উচ্চশিক্ষার বীরুধে। এই ব্যাপারে বাংলাদেশের আল্লামা শফি (যাকে অনেকেই ছাগলের মতো বলে কিন্তু সম্মান করে ছাগল বলে না এবং যিনি নারীদের তেতুলের মতো বলেছেন কিন্তু নারীদের সম্মান করে তেতুল বলেন নি) তিনি বলেন,
“ আপনারই মহিলা মেয়েরা স্কুলে, কলেজে, ভার্সিটিতে লেখাপড়া করছে। আরেহ, ক্লাস ফোর ফাইভ পর্যন্ত লেখাপড়া করান। বিবাহ শাদি দিলে স্বামীর টাকা-পয়সার হিসাব কইরতে পারে মতো, অতটুকু দরকার।”
খবরের উৎস এখানে
খবর : কুকুরের নাম শফি রাখায় ঐ
খবর : কুকুরের নাম শফি রাখায় ঐ কুকুর ও তার পালকের আজব মৃত্যু!
জুতা মার, শফিরে জুতা মার ।
শাহিন ভাই, আল্লামা শফি এতো
শাহিন ভাই, আল্লামা শফি এতো সুযোগ পায় কিভাবে জানেন? গ্রামের অশিক্ষিত মানুষের অন্ধ ধর্মবিশ্বাসকে পুঁজি করে। একদিন বাংলাদেশের মানুষ আমরা সবাই যখন সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে উঠবো তখন আশা করি এমন ভণ্ড ধর্ম ব্যাবসায়িরা এসব ফালতু কথা বলার সুযোগ পাবে না।
হ্যা, একদম ঠিক বলেছেন ।সেই
হ্যা, একদম ঠিক বলেছেন ।সেই সুদিনটির অপেক্ষায় আছি ।
অপেক্ষায় থাকলে হবে না , কাজ
অপেক্ষায় থাকলে হবে না , কাজ করতে হবে। অপেক্ষার দিন শেষ!
কি যে বলেন? কাজ তো করতেই আছি
কি যে বলেন? কাজ তো করতেই আছি ।যতটুকু সাধ্যের ভিতরে আছে ততটুকু করে যাব ইনশাআল্লাহ ।
(No subject)
:থাম্বসআপ: :থাম্বসআপ: :থাম্বসআপ:
শালারা জানোয়ারই থেকে গেল।
শালারা জানোয়ারই থেকে গেল।
কি অদ্ভুত সব আইন!!! এই
কি অদ্ভুত সব আইন!!! এই ভণ্ডরাই আবার ইউরোপ আমেরিকায় গিয়ে ললনাদের পিছনে কোটি কোটি ডলার খরচ করে। একবার নিউজে দেখলাম সৌদি এক শেখের পো হলিউডের কোন এক নায়িকাকে লাস ভেগাসে একটা এপার্টমেন্ট গিফট করছে যার দাম প্রায় বাংলাদেশের বার্ষিক বাজেটের সমান।
পৃথিবীর ইতিহাসে সবচাইতে দামী
পৃথিবীর ইতিহাসে সবচাইতে দামী উপহারটাও দিয়েছে সৌদি প্রিন্স, যার গ্রহিতা আবার একজন অমুসলিম নারী(হিলারি)!
সৌদি শেখগুলো আরও বড় খোর। বেশ
সৌদি শেখগুলো আরও বড় খোর। বেশ কিছুদিন আগে এক প্রিন্স লন্ডনে তার কর্মচারীকে মেরে ফেলছিলো সমকামিতায় রাজী না হওয়ায়॥
ওরা অন্ধ।ওরাই আসলে পারে।ওদের
ওরা অন্ধ।ওরাই আসলে পারে।ওদের দ্বারাই সম্ভব।