বাহাদুর সাহেবের যে রোগটা হয়েছে তার নাম ইম্পটেন্সি।উত্থানে অক্ষমতা।এখন যেমন বয়েস সেটা মানানসই।পঞ্চাশোর্ধ একজন মানুষ আর কত সার্ভিস দেবে।তাই বলে এই নয় যে তার ফিলিংস নেই।তা সমস্ত শরীরে প্রবল থাকা স্বত্তেও কেনো জানি কিছু একটা আটকে দেয়।উত্তেজনার রক্ত শরীরের সব স্থানে পৌছয় না।
তিনি মনে করতে পারেন না শেষ কবে তিনি নিলীমার সাথে হ্যাপী সেক্স করেছেন।এই সমস্যাটা আসবার আগে কেমন যেনো হত।ধরে রাখা যেতনা নিজেকে।৩-৪ সেকেন্ড।নিজের তৃপ্তিটাও আসতোনা।নিলীমাকে স্যরি বলে কতদিন মুখ লাল করে শুয়ে থেকেছেন হিসেব নেই।
শুনেছেন নিলীমা যে কলেজে পড়ায় সে কলেজের এক অধ্যাপকের সাথে তার অসব চলছে।
বাহাদুর সাহেবের যে রোগটা হয়েছে তার নাম ইম্পটেন্সি।উত্থানে অক্ষমতা।এখন যেমন বয়েস সেটা মানানসই।পঞ্চাশোর্ধ একজন মানুষ আর কত সার্ভিস দেবে।তাই বলে এই নয় যে তার ফিলিংস নেই।তা সমস্ত শরীরে প্রবল থাকা স্বত্তেও কেনো জানি কিছু একটা আটকে দেয়।উত্তেজনার রক্ত শরীরের সব স্থানে পৌছয় না।
তিনি মনে করতে পারেন না শেষ কবে তিনি নিলীমার সাথে হ্যাপী সেক্স করেছেন।এই সমস্যাটা আসবার আগে কেমন যেনো হত।ধরে রাখা যেতনা নিজেকে।৩-৪ সেকেন্ড।নিজের তৃপ্তিটাও আসতোনা।নিলীমাকে স্যরি বলে কতদিন মুখ লাল করে শুয়ে থেকেছেন হিসেব নেই।
শুনেছেন নিলীমা যে কলেজে পড়ায় সে কলেজের এক অধ্যাপকের সাথে তার অসব চলছে।
কত হ্যাপী সে।একমাত্র মেয়েটা কানাডা থেকে ফোন করে জিজ্ঞেস করে বাপি কেমন আছো।তিনি ভালো আছেন এটা বলে দেন।
তিনি কি ভালো আছেন?বিশ্বাস ভঙের আগুন তাকে পুড়িয়ে ছাই করে দেয়।
মনে পড়ে,তখন তার আর নিলীমার চুটিয়ে প্রেম চলছিলো।তারপর ঘটা করে বিয়ে।বাসর রাতে কত গল্প হল।বাহাদুর সাহেব নিলীমার হাত ধরে বলেছিলেন,আমি যদি মরে যাই তুমি কি আর কারো হয়ে যাবে?
নিলীমা বলেছিলো,তার আগে যেনো আমি মরি।তোমার স্মৃতি বুকে নিয়েই তো জীবন পার করে দিতে পারবো।আমার আর কিছু চাইনা।
অথচ আজ।আজো বাহাদুর সাহেব বেঁচে আছেন।তার একটা অঙ মরে গেছে মাত্র।এটাই মেনে নিতে পারেনি নিলীমা।
প্রথম দিকে সেক্স লাইফের কথা মনে পড়ে তার,নিলীমা এতই ক্লান্ত হয়ে যেতো যে বলত,এভাবে করলে তো আমি মরে যাবো।এবার নামো প্লিজ।
এভাবে কতদিন নিজে তৃপ্ত না হয়েই নেমে গেছেন।
সপ্তাহের পর সপ্তাহ অতৃপ্ত থেকেও আর কাউকে কামনা করেন নি।
কিন্তু আজ আটচল্লিশে এসে নিলীমা এই উপহার দিল!
বাহাদুর সাহেব ভাবতে পারেন না।বিছানায় গা এলিয়ে সিলিঙের দিকে চেয়ে থাকেন।
ওনাকে কলিকাতা হারবাল খেতে
:হাসি: ওনাকে কলিকাতা হারবাল খেতে বলেন। এক ফাইল যথেষ্ট :হাহাপগে:
(No subject)
:হাসি: :হাসি: :হাসি: :হাসি:
হাহাহা।সম্ভব হলে তাই বলতাম।
হাহাহা।সম্ভব হলে তাই বলতাম।
১৮++
১৮++
হাহাহা।ততোটা নয়।জীবনের কিছু
হাহাহা।ততোটা নয়।জীবনের কিছু দিক নিছক অশ্লীলতার কুয়াশায় ঢাকা থাকতে পারেনা।এসব বলা উচিত।যৌনতাই সব নয়।
গল্পটা কিন্তু ভালই লেগেছে,ভাল
গল্পটা কিন্তু ভালই লেগেছে,ভাল লাগা মানে বাহাদুর সাহেবের জন্য কিঞ্চিৎ খারাপ লাগা।
বাহাদুর সাহেব দেখি নামেই
বাহাদুর সাহেব দেখি নামেই বাহাদুর। কাজে নাই। :ভেংচি: :হাসি: :হাসি: :হাসি:
বাহাদুর সাবকে ‘মৃগনাভি
বাহাদুর সাবকে ‘মৃগনাভি কস্তুরী ক্যাপসুল’ কিংবা ‘সান্ডার তেল’ সাপ্লাই দেয়া যতে পারে:-P
শাহীন ভাই,
আপনি কী ঐই রোগের
শাহীন ভাই,
আপনি কী ঐই রোগের কবিরাজ নাকি?
না ভাই ।কবিদের মধ্যে রাজা
না ভাই ।কবিদের মধ্যে রাজা যিনি ইনি হলেন, কবিরাজ!
আমি কবিদের রাজা নই তয় কোথাও কবি-রাজের, আই মিন ক্যানভাসারদের দেখা পেলে দাড়িয়ে কিছু জানার চেষ্টা করি ।কস্তুরি আর সান্ডার তেল তেমনি এক কবি-রাজের কাছ থেকে জেনেছিলাম ।
কারাগার ভাই ধন্যবাদ
কারাগার ভাই ধন্যবাদ
কিরন দা।উপহাস কইরেন না।শেষে
কিরন দা।উপহাস কইরেন না।শেষে নিজে ফেসে যাবেন এই মামলায়।শাহিন ভাইয়ের মন্তব্য পড়ে হাসতে হাসতে পেটে ব্যাথা।হাহাহাহাহ